কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার চেঁচরী রামপুর ইউনিয়নের বানাই ভারানী খালের ওপর দিয়ে ঝুঁকি নিয়ে সাঁকো পারাপার হচ্ছে মানুষ। শিক্ষার্থী, রোগী, বৃদ্ধসহ গ্রামের সকল মানুষ সুপারি গাছের সাঁকো দিয়ে যাতায়াত করছে।
জানা গেছে, খালের উত্তর পাড়ে রয়েছে ১২ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়, বানাই রাবেয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়, বানাই স্কুল অ্যান্ড কলেজ ও বানাই বাজার। দক্ষিণ পাড়ে রয়েছে বানাই দক্ষিণ, ভায়লাবুনিয়া ও কালিশংকরসহ চার থেকে পাঁচটি গ্রাম। এসব গ্রামের হাজারো মানুষের একমাত্র ভরসা ওই সাঁকো। সাঁকো দিয়েই যাতায়াত করেন তাঁরা।
১২ নং বানাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল রহিম জানায়, ব্রিজ না থাকায় স্কুলে যাওয়া-আসার সময় প্রতিদিন সাঁকোর কাছে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়। এক একজন করে পার হতে হয়। ভিড়ের কারণে স্কুলে যেতে দেরি হয়ে যায়। তাড়াতাড়ি পার হতে গিয়ে অনেকে সাঁকো থেকে পড়ে গিয়ে আহত হয়। বই-খাতা নষ্ট হয়ে যায়।
স্থানীয় বাসিন্দা মো. মাহবুব খান, হাবিবুর রহমান ও বেলায়েত হোসেন বলেন, 'একটি সাঁকো দিয়ে প্রতিদিন গ্রামের হাজারো মানুষকে পার হতে হয়। এতে অসুস্থ রোগী ও বৃদ্ধদের চরম দুর্ভোগে পড়তে হয়। এছাড়া এসব গ্রামের উৎপাদিত কৃষিপণ্য ও সুপারি বাজারে নেওয়ার সময় চরম দুর্ভোগ পোহাতে হয়। এলাকার মানুষের দুর্ভোগ দূর করতে একটি ব্রিজ খুব জরুরি।'
স্থানীয় ইউপি সদস্য মো. নাসির উদ্দিন বলেন, 'স্বাধীনতার পর থেকে এলাকাবাসী এখানে একটি ব্রিজের দাবি করে আসছেন। সবাই প্রতিশ্রুতি দিলেও কেউ তা বাস্তবায়ন করেনি। এলাকার মানুষের দুর্ভোগ লাঘবের জন্য বানাই ভারানী খালের ওপর একটি ব্রিজ নির্মাণ করে দিতে আমি চেয়ারম্যানকে বলেছি।'
১ নং চেঁচরী রামপুর ইউপি চেয়ারম্যান মো. হারুন অর রশীদ ওই এলাকার দুর্ভোগের কথা শিকার করে আজকের পত্রিকাকে বলেন, 'অগ্রাধিকার ভিত্তিতে বানাই খালের ওপর ব্রিজ এর চাহিদা পাঠানো হবে।'
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার চেঁচরী রামপুর ইউনিয়নের বানাই ভারানী খালের ওপর দিয়ে ঝুঁকি নিয়ে সাঁকো পারাপার হচ্ছে মানুষ। শিক্ষার্থী, রোগী, বৃদ্ধসহ গ্রামের সকল মানুষ সুপারি গাছের সাঁকো দিয়ে যাতায়াত করছে।
জানা গেছে, খালের উত্তর পাড়ে রয়েছে ১২ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়, বানাই রাবেয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়, বানাই স্কুল অ্যান্ড কলেজ ও বানাই বাজার। দক্ষিণ পাড়ে রয়েছে বানাই দক্ষিণ, ভায়লাবুনিয়া ও কালিশংকরসহ চার থেকে পাঁচটি গ্রাম। এসব গ্রামের হাজারো মানুষের একমাত্র ভরসা ওই সাঁকো। সাঁকো দিয়েই যাতায়াত করেন তাঁরা।
১২ নং বানাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল রহিম জানায়, ব্রিজ না থাকায় স্কুলে যাওয়া-আসার সময় প্রতিদিন সাঁকোর কাছে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়। এক একজন করে পার হতে হয়। ভিড়ের কারণে স্কুলে যেতে দেরি হয়ে যায়। তাড়াতাড়ি পার হতে গিয়ে অনেকে সাঁকো থেকে পড়ে গিয়ে আহত হয়। বই-খাতা নষ্ট হয়ে যায়।
স্থানীয় বাসিন্দা মো. মাহবুব খান, হাবিবুর রহমান ও বেলায়েত হোসেন বলেন, 'একটি সাঁকো দিয়ে প্রতিদিন গ্রামের হাজারো মানুষকে পার হতে হয়। এতে অসুস্থ রোগী ও বৃদ্ধদের চরম দুর্ভোগে পড়তে হয়। এছাড়া এসব গ্রামের উৎপাদিত কৃষিপণ্য ও সুপারি বাজারে নেওয়ার সময় চরম দুর্ভোগ পোহাতে হয়। এলাকার মানুষের দুর্ভোগ দূর করতে একটি ব্রিজ খুব জরুরি।'
স্থানীয় ইউপি সদস্য মো. নাসির উদ্দিন বলেন, 'স্বাধীনতার পর থেকে এলাকাবাসী এখানে একটি ব্রিজের দাবি করে আসছেন। সবাই প্রতিশ্রুতি দিলেও কেউ তা বাস্তবায়ন করেনি। এলাকার মানুষের দুর্ভোগ লাঘবের জন্য বানাই ভারানী খালের ওপর একটি ব্রিজ নির্মাণ করে দিতে আমি চেয়ারম্যানকে বলেছি।'
১ নং চেঁচরী রামপুর ইউপি চেয়ারম্যান মো. হারুন অর রশীদ ওই এলাকার দুর্ভোগের কথা শিকার করে আজকের পত্রিকাকে বলেন, 'অগ্রাধিকার ভিত্তিতে বানাই খালের ওপর ব্রিজ এর চাহিদা পাঠানো হবে।'
রাজধানীর উত্তরা থেকে বকশীগঞ্জের সাবেক মেয়র নজরুল ইসলাম সওদাগরকে গ্রেপ্তার করেছে পুলিশ। উত্তরার ৭ নম্বর সেক্টরের সাঙ্গাম মোড় এলাকা থেকে মঙ্গলবার (১২ আগস্ট) রাত পৌনে ১২টায় তাঁকে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। গ্রেপ্তার হওয়া নজরুল ইসলাম সওদাগর জামালপুরের পৌর যুবলীগের আহ্বায়ক বলেও জানা গেছে।
৩ ঘণ্টা আগেচট্টগ্রামের বাকলিয়ায় চাঁদা না দেওয়ায় এক চিকিৎসককে মেরে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে। ঘটনার পর একটি ভবনের ভেতর রক্তাক্ত অবস্থায় অবরুদ্ধ থাকা ওই চিকিৎসক ফেসবুক লাইভে এসে বিষয়টি জানালে পরে পুলিশ এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়।
৩ ঘণ্টা আগেগোপালগঞ্জে এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে হামলা-সংঘর্ষে পাঁচজনের নিহতের ঘটনায় গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিটি কাজ শুরু করেছে। আজ মঙ্গলবার তদন্ত কমিটির সভাপতি সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বীর মুক্তিযোদ্ধা ড. মো. আবু তারিকের নেতৃত্বে তদন্ত কমিটির সদস্যরা তদন্তকাজ শুরু করেছেন।
৩ ঘণ্টা আগেচট্টগ্রামের ফটিকছড়িতে স্কুলে ঢুকে এক শিক্ষককে পেটানোর অভিযোগ পাওয়া গেছে এক আওয়ামী লীগ নেতার ভাতিজার বিরুদ্ধে। আজ মঙ্গলবার (১২ আগস্ট) বেলা ৩টার দিকে উপজেলার পাইন্দং ইউপির হাইদ চকিয়া বহুমুখী উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এ সময় প্রধান শিক্ষক সুনব বড়ুয়া বাধা দিতে গেলে তাঁকেও আঘাত করেন ওই ব্যক্তি।
৩ ঘণ্টা আগে