Ajker Patrika

স্কুল মাঠে ব্লেড, কাচ ভাঙা দিয়ে খেলাধুলায় প্রতিবন্ধকতা সৃষ্টি

প্রতিনিধি, বোরহানউদ্দিন (ভোলা) 
স্কুল মাঠে ব্লেড, কাচ ভাঙা দিয়ে খেলাধুলায় প্রতিবন্ধকতা সৃষ্টি

ফুল কাচিয়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠকে নিজের আওতায় আনতে ব্লেড ও কাচ ভাঙা দিয়ে শিক্ষার্থী ও স্থানীয় শিশু-কিশোরদের খেলাধুলায় প্রতিবন্ধকতা সৃষ্টি করার অভিযোগ উঠেছে গোলাম রহমান সোহেল হাওলার নামে স্থানীয় এক প্রভাবশালীর বিরুদ্ধে। ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জের হাট বাজার সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটেছে বলে জানা যায়। 

আজ সরেজমিনে গিয়ে জানা যায়, স্কুলের ছাত্র ও এলাকার শিশু-কিশোররা স্কুল মাঠে খেলাধুলা করায় স্থানীয় আওয়ামী লীগের নেতার ভাই, সাবেক চেয়ারম্যান এবং বিদ্যালয়ের সভাপতি নুরে আলম নীরবের ভাতিজা গোলাম রহমান সোহেল হাওলাদার গত ২৮ জুলাই স্কুলমাঠে ব্লেড এবং কাচ ভাঙা দিয়ে শিশু-কিশোরদের খেলাধুলায় প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। 

স্থানীয় লোকজন ও স্কুলের ছাত্ররা মিলে মাঠে বিছানো সেই ব্লেড ও কাচ ভাঙা তুলে ফেলে। কিন্তু প্রভাবশালী সোহেল হাওলাদার মাঠের কাচ ভাঙা ওঠানো দেখে পরদিন ২৯ জুলাই সকালে তিনি ফের বাজার থেকে ব্লেড এনে সম্পূর্ণ মাঠে ছিটিয়ে দেন। 
 
এলাকাবাসীরা জানান, এই লকডাউনে এলাকার ছোট ছোট ছেলেরা মোবাইলে আসক্ত হয়ে পড়েছে। এই পথ থেকে একমাত্র খেলাধুলার মাধ্যমে তাদের ফিরিয়ে আনা সম্ভব। কিন্তু এই খেলাধুলাকে বিঘ্ন ঘটানোর চেষ্টা করছে। 
 
স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. আবদুর রব কাজী, ইউপি সদস্য ও স্কুলের সভাপতিকে জানানো হলে তারা বিষয়টি আমলে না নেওয়ায় তাঁরা বাধ্য হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানান। ইউএনও পুলিশ নিয়ে গত ২ আগস্ট ও ৩ আগস্ট সেই স্কুল মাঠে গিয়ে ঘটনা সরেজমিনে পরিদর্শনে যান। স্কুল মাঠে ব্লেড ও কাচ ভাঙা দেখতে পেয়ে সেগুলো অপসারণের ব্যবস্থা করেন। 

ফুল কাচিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত জনাব কামাল হোসেন বলেন বিষয়টি দুঃখজনক আমি গতকাল খবর পেয়েছি এবং খুব দ্রুতই একটি মিটিং এ বসব এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। আসলে এলাকার প্রভাবশালী মহলের কাছে আমরা জিম্মি। 

অভিযুক্ত গোলাম রহমান সোহেল এর কাছে জানতে চাওয়া হলে তিনি বিষয়টি অস্বীকার করে বলেন, বহিরাগত কিছু লোক এইখানে খেলাধুলা করে বিদায় বাধা দিয়েছি। কিন্তু স্কুলে কাচ বা ব্লেড ভাঙা ফেলে রাখেনি। কিছু লোক ষড়যন্ত্র করে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। 

এ ব্যাপারে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুর রহমানের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, স্থানীয় গোলাম রহমান সোহেল হাওলাদার নামে এক ব্যক্তি ফুল কাচিয়া মাধ্যমিক বিদ্যালয়ের স্কুলমাঠে ব্লেড ও কাচ ভাঙা ফেলে রেখেছে এমন খবর পেয়ে আমি দুই দিন ঘটনাস্থলে গিয়ে এর সত্যতা পেয়েছি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে লতিফ সিদ্দিকী অবরুদ্ধ, নেওয়া হলো পুলিশি হেফাজতে

রূপপুর পারমাণবিক কেন্দ্র পরিদর্শনের পর যা জানাল আইএইএর বিশেষজ্ঞ দল

আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী, ঢাবি শিক্ষক কার্জনসহ ১১ জন ডিবি হেফাজতে

বড় ভাইসহ ডিবি হেফাজতে থাকা সবার সসম্মানে মুক্তি চাই: কাদের সিদ্দিকী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত