মুলাদী (বরিশাল) প্রতিনিধি
মুলাদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় আড়িয়ালখাঁ ও জয়ন্তী নদী থেকে সাত জেলেকে গ্রেপ্তার করেছে নৌ-পুলিশ ও উপজেলা মৎস্য কর্মকর্তা। আজ শনিবার দুপুর ১২টার দিকে নাজিরপুর নৌ-পুলিশের অভিযানে চার জেলে এবং উপজেলা মৎস্য কর্মকর্তার নেতৃত্বে অভিযানে তিন জেলেকে গ্রেপ্তার করা হয়।
এদের মধ্যে তিনজনকে ভ্রাম্যমাণ আদালতে জেল এবং চারজনের নামে নিয়মিত মামলা করেছে নৌ-পুলিশ।
অভিযানে ১০ কেজি ইলিশ মাছ উদ্ধার করা হয়েছে। এছাড়া ২ হাজার মিটার জাল ধ্বংস করা হয়েছে।
নাজিরপুর নৌ-পুলিশ ফাঁড়ি ইনচার্জ প্রবীর মিত্র জানান, নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার কারণে চার জেলেকে গ্রেপ্তার করা হয়েছে।
তাঁরা হলেন মাদারীপুরের কালকিনি উপজেলার চরআলিমাবাদ গ্রামের আবুল হোসেন (৩৫), সাহেবরামপুর গ্রামের শাহ জালাল (২৪), মুলাদী উপজেলার আলিমাবাদ গ্রামের বিজয় পাল (২১) এবং সরোয়ার হাওলাদার (২৬)। তাঁদের বিরুদ্ধে নিয়মিত মামলা দিয়ে গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।
উপজেলা মৎস্য কর্মকর্তা এ এফ এম নাজমুস সালেহীন জানান, আজ শনিবার দুপুরে জয়ন্তী নদীতে অভিযান চালিয়ে ইলিশ ধরায় চরমালিয়া গ্রামের আব্দুল মোতালেব (১৮), সোহাগ আকন (২২) এবং সেলিমপুর গ্রামের বিল্লাল হোসেনকে (৩৫) আটক করা হয়।
পরে তাঁদেরকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির করা হলে ইউএনও মো. নিজাম উদ্দীন প্রত্যেককে ২০ দিন করে কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
অভিযানে উদ্ধার হওয়া ১০ কেজি ইলিশ মাছ এমিতখানায় বিতরণ করা হয়েছে। এছাড়া ২ হাজার মিটার জাল জব্দের পর তা পুড়িয়ে ধ্বংস করা হয় বলে জানান তিনি।
মুলাদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় আড়িয়ালখাঁ ও জয়ন্তী নদী থেকে সাত জেলেকে গ্রেপ্তার করেছে নৌ-পুলিশ ও উপজেলা মৎস্য কর্মকর্তা। আজ শনিবার দুপুর ১২টার দিকে নাজিরপুর নৌ-পুলিশের অভিযানে চার জেলে এবং উপজেলা মৎস্য কর্মকর্তার নেতৃত্বে অভিযানে তিন জেলেকে গ্রেপ্তার করা হয়।
এদের মধ্যে তিনজনকে ভ্রাম্যমাণ আদালতে জেল এবং চারজনের নামে নিয়মিত মামলা করেছে নৌ-পুলিশ।
অভিযানে ১০ কেজি ইলিশ মাছ উদ্ধার করা হয়েছে। এছাড়া ২ হাজার মিটার জাল ধ্বংস করা হয়েছে।
নাজিরপুর নৌ-পুলিশ ফাঁড়ি ইনচার্জ প্রবীর মিত্র জানান, নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার কারণে চার জেলেকে গ্রেপ্তার করা হয়েছে।
তাঁরা হলেন মাদারীপুরের কালকিনি উপজেলার চরআলিমাবাদ গ্রামের আবুল হোসেন (৩৫), সাহেবরামপুর গ্রামের শাহ জালাল (২৪), মুলাদী উপজেলার আলিমাবাদ গ্রামের বিজয় পাল (২১) এবং সরোয়ার হাওলাদার (২৬)। তাঁদের বিরুদ্ধে নিয়মিত মামলা দিয়ে গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।
উপজেলা মৎস্য কর্মকর্তা এ এফ এম নাজমুস সালেহীন জানান, আজ শনিবার দুপুরে জয়ন্তী নদীতে অভিযান চালিয়ে ইলিশ ধরায় চরমালিয়া গ্রামের আব্দুল মোতালেব (১৮), সোহাগ আকন (২২) এবং সেলিমপুর গ্রামের বিল্লাল হোসেনকে (৩৫) আটক করা হয়।
পরে তাঁদেরকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির করা হলে ইউএনও মো. নিজাম উদ্দীন প্রত্যেককে ২০ দিন করে কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
অভিযানে উদ্ধার হওয়া ১০ কেজি ইলিশ মাছ এমিতখানায় বিতরণ করা হয়েছে। এছাড়া ২ হাজার মিটার জাল জব্দের পর তা পুড়িয়ে ধ্বংস করা হয় বলে জানান তিনি।
চট্টগ্রাম নগরের রুমঘাটা এলাকার চাক্তাই খাল থেকে হাত বাঁধা অবস্থায় অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আজ শনিবার বিকেল সোয়া ৫টার দিকে কোতোয়ালি থানাধীন সিঅ্যান্ডবি পোলসংলগ্ন রুমঘাটার পেছনের চাক্তাই খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে স্থানীয় বাসিন্দারা মরদেহ ভাসতে দেখে পুলিশে
৫ মিনিট আগেজাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম মহাসচিব ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, ‘জীবনের ঝুঁকি নিয়ে যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে ছিল, তাদের মূল্যায়ন করতে হবে। আগামী দিনের নেতৃত্বে তাদের সামনে আনতে হবে। পরিশুদ্ধ রাজনীতি করতে হবে। কোনো অন্যায়কারীকে প্রশ্রয় দেওয়া হবে না।’ শনিবার দুপুরে যশোরে বাংলাদে
৬ মিনিট আগেসমুদ্রসৈকতে উড়োজাহাজ লক্ষ্য করে এক তরুণের ফুটবল ছুড়ে মারার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। আজ শনিবার সকাল থেকে ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে নানা প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ভিডিওটির আশপাশের দৃশ্য দেখে বোঝা গেল, এটি কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা ও লাবণী পয়েন্টের মাঝামাঝি এলাকা থেকে ধারণ করা হয়ে
৮ মিনিট আগেলালমনিরহাটের পাটগ্রামে সড়কের দুই পাশের ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে গিয়ে তোপের মুখে পড়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমান। এ সময় তাঁর ওপর চড়াও হন ফুটপাত দখলকারী দোকানদারেরা।
১৩ মিনিট আগে