Ajker Patrika

ঘূর্ণিঝড় মিধিলি: দশমিনায় সাত ইউনিয়ন ১৮ ঘণ্টা বিদ্যুৎহীন

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
আপডেট : ১৭ নভেম্বর ২০২৩, ১৯: ২৫
ঘূর্ণিঝড় মিধিলি: দশমিনায় সাত ইউনিয়ন ১৮ ঘণ্টা বিদ্যুৎহীন

ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে পটুয়াখালী দশমিনা উপজেলার সাতটি ইউনিয়নে ১৮ ঘণ্টা ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ২টা থেকে আজ শুক্রবার সন্ধ্যা ৭টা পর্যন্ত ওই সব ইউনিয়নে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। 

বৈরী আবহাওয়ার কারণে বিভিন্ন অফিস, আদালতসহ ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও ঘূর্ণিঝড় মিধিলির কারণে প্রশাসনের প্রায় সব দপ্তর খোলা ছিল। বিদ্যুৎ না থাকায় ওই সব অফিস-প্রতিষ্ঠানের কাজের গতি ছিল মন্থর। 

উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম আবুল কালাম আজাদ আজকের পত্রিকাকে বলেন, ‘ঘূর্ণিঝড় মিধিলির কারণে বৃহস্পতিবার মধ্যরাত থেকে বিদ্যুৎ বন্ধ ছিল। উপজেলায় মিধিলির প্রভাবে রাত থেকে দমকা হাওয়া ও হালকা বৃষ্টি হওয়ায় বিভিন্ন এলাকায় বিদ্যুৎ লাইনের ওপর গাছ পড়ে, তাই সারা দিন বিদ্যুৎ লাইনের সংস্কারকাজ চলেছে। সব ইউনিয়নে বিদ্যুৎ সরবরাহ না হলেও সদরে ১-২ ঘণ্টার মধ্যে বিদ্যুৎ দেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত