Ajker Patrika

ভোলায় স্কুলে হঠাৎ অসুস্থ ৩০ শিক্ষার্থী, উৎকণ্ঠায় অভিভাবকেরা

ভোলা প্রতিনিধি
আপডেট : ১৯ মার্চ ২০২৪, ২৩: ৩৫
ভোলায় স্কুলে হঠাৎ অসুস্থ ৩০ শিক্ষার্থী, উৎকণ্ঠায় অভিভাবকেরা

ভোলায় একটি মাধ্যমিক স্কুলের শ্রেণিকক্ষে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে ৩০ শিক্ষার্থী। তাদের ভোলা ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় শিক্ষক–অভিভাবকদের মধ্যে আতংক ও উৎকন্ঠা ছড়িয়ে পড়েছে। আজ মঙ্গলবার সদর উপজেলার পশ্চিম চরপাতা মাধ্যমিক স্কুলে এ ঘটনা ঘটে। 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘স্কুলের দ্বিতীয় ঘণ্টার পাঠদান কার্যক্রম চলছিল। এ সময় জাহিদ নামে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর অসাবধানতাবশত বলপেনের পিন হাতের অঙ্গুলে ঢুকে যায়। এতে অসুস্থ হয়ে পড়ে ওই শিক্ষার্থী। এর কিছুক্ষণের মধ্যে তাদের সহপাঠীরা এটি দেখে মাথা ঘুরে অসুস্থ হয়ে পড়ে।’ 

তিনি বলেন, ‘এভাবে অল্প সময়ের মধ্যে ওই শ্রেণির ১৬ জন এবং পরবর্তীতে অন্য শ্রেণির ১৪ জনসহ মোট ৩০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। ঘটনার পর পরই অভিভাবকদের সহযোগিতায় অ্যাম্বুলেন্সে করে শিক্ষার্থীদের সদর হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে অনেকেই সুস্থ। তবে তাদের অসুস্থ হয়ে পড়ার পেছনে অন্য কোনো কারণ নেই।’ 

জেলা সিভিল সার্জন কে. এম শফিকুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘শিক্ষার্থীদের মধ্যে কেউ কোনো রোগে আক্রান্ত হয়নি। এদের দেখে মনে হচ্ছে, আতঙ্কিত হয়ে এরা অসুস্থ হয়ে পড়েছে। সবাই এখন সুস্থ, ভয়ের কোনো কারণ নেই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত