গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
বরিশালের গৌরনদীতে খেতের ধান পাকতে শুরু করেছে। কয়েক দিন গেলেই এসব ধান কেটে ঘরে তুলবেন কৃষকেরা। কিন্তু এর আগেই ধানে ‘লক্ষ্মীর গু’ নামক ছত্রাকের আক্রমণ দেখা দিয়েছে। কীটনাশক ছিটিয়েও থামানো যাচ্ছে না এর আক্রমণ। পাকা ধান নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা।
জানা গেছে, গৌরনদী উপজেলার মাহিলাড়া-বাটাজোর ইউনিয়নের মধ্যবর্তী ৫০ একর জমির একটি বোরো ব্লকের ধান পেকে প্রায় কৃষকের গোলায় তোলার মতো হয়েছে। কিন্তু ‘লক্ষ্মীর গু’ নামক ছত্রাকের আক্রমণে কৃষকদের স্বপ্ন ধূলিসাৎ হয়ে পড়েছে। অপর দিকে একই উপজেলার বিভিন্ন এলাকার বোরোখেতে ব্লাস্টের আক্রমণ দেখা দিয়েছে।
কৃষকেরা জানান, বিআর-২৮ ও ২৯ জাতের ধানে গত বছরের মতো এবারও ব্লাস্টের আক্রমণ দেখা দেওয়ায় ফলন বিপর্যয়ের আশঙ্কা তৈরি হয়েছে।
মাহিলাড়া ইউনিয়নের জয়সূরকাটি গ্রামের বারেক হাওলাদার ও মজিবর সরদার বলেন, ‘ধান ঘরে তোলার আগের সময়ে লক্ষ্মীর গু ছত্রাকের আক্রমণ দেখা দিয়েছে। আমরা খুবই দুশ্চিন্তায় আছি, খেতে বিভিন্ন কীটনাশক দিয়েও কোনো সুফল পাচ্ছি না। এই অবস্থায় অনেক টাকা খরচ হয়েছে। ছত্রাক দমন করতে না পারলে পথে বসে যাব।’
মাহিলাড়া-বাটাজোর ইউনিয়নের সংশ্লিষ্ট ব্লকের সুপারভাইজার (ম্যানেজার) জামাল সরদার বলেন, ‘ব্লকটির অধিকাংশ জমি পতিত ছিল। কৃষি কর্মকর্তাদের পরামর্শে পুরো ব্লকের জমি বোরো চাষের আওতায় আনা হয়। কৃষি কার্যালয় থেকে প্রণোদনার বীজ পেয়ে বোরো আবাদ করা হয়েছে। কয়েক দিন পরই ধান কাটা শুরু হবে, কিন্তু এর আগেই খেতের পাকা, আধা-পাকা ধানে ‘লক্ষ্মীর গু’ ছত্রাক ছড়িয়ে পড়ছে।’
ফারুক সরদার ও রবিন নামের দুই কৃষকের খেতে সর্বপ্রথম লক্ষ্মীর গু আক্রমণ করে বলে জানান ব্লক সুপারভাইজার জামাল। তিনি বলেন, ‘ওই কৃষকেরা প্রণোদনার ব্রি হাইব্রিড-৫ জাতের ধান রোপণ করেছিলেন। বর্তমানে অন্য খেতেও ছত্রাকের আক্রমণ দেখা দিয়েছে। ইতিমধ্যে ব্লকের ২৫ একর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ নিয়ে কৃষকেরা দুশ্চিন্তায় পড়েছেন।’
এ বিষয়ে গৌরনদী উপজেলা কৃষি কর্মকর্তা মো. সহিদুল ইসলাম বলেন, ‘মাঠ পর্যায়ে কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তারা বিষয়টি আমাকে অবহিত করেছেন। আক্রান্ত খেতগুলোতে ছত্রাকনাশক ব্যবহারের জন্য কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে।’
বরিশালের গৌরনদীতে খেতের ধান পাকতে শুরু করেছে। কয়েক দিন গেলেই এসব ধান কেটে ঘরে তুলবেন কৃষকেরা। কিন্তু এর আগেই ধানে ‘লক্ষ্মীর গু’ নামক ছত্রাকের আক্রমণ দেখা দিয়েছে। কীটনাশক ছিটিয়েও থামানো যাচ্ছে না এর আক্রমণ। পাকা ধান নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা।
জানা গেছে, গৌরনদী উপজেলার মাহিলাড়া-বাটাজোর ইউনিয়নের মধ্যবর্তী ৫০ একর জমির একটি বোরো ব্লকের ধান পেকে প্রায় কৃষকের গোলায় তোলার মতো হয়েছে। কিন্তু ‘লক্ষ্মীর গু’ নামক ছত্রাকের আক্রমণে কৃষকদের স্বপ্ন ধূলিসাৎ হয়ে পড়েছে। অপর দিকে একই উপজেলার বিভিন্ন এলাকার বোরোখেতে ব্লাস্টের আক্রমণ দেখা দিয়েছে।
কৃষকেরা জানান, বিআর-২৮ ও ২৯ জাতের ধানে গত বছরের মতো এবারও ব্লাস্টের আক্রমণ দেখা দেওয়ায় ফলন বিপর্যয়ের আশঙ্কা তৈরি হয়েছে।
মাহিলাড়া ইউনিয়নের জয়সূরকাটি গ্রামের বারেক হাওলাদার ও মজিবর সরদার বলেন, ‘ধান ঘরে তোলার আগের সময়ে লক্ষ্মীর গু ছত্রাকের আক্রমণ দেখা দিয়েছে। আমরা খুবই দুশ্চিন্তায় আছি, খেতে বিভিন্ন কীটনাশক দিয়েও কোনো সুফল পাচ্ছি না। এই অবস্থায় অনেক টাকা খরচ হয়েছে। ছত্রাক দমন করতে না পারলে পথে বসে যাব।’
মাহিলাড়া-বাটাজোর ইউনিয়নের সংশ্লিষ্ট ব্লকের সুপারভাইজার (ম্যানেজার) জামাল সরদার বলেন, ‘ব্লকটির অধিকাংশ জমি পতিত ছিল। কৃষি কর্মকর্তাদের পরামর্শে পুরো ব্লকের জমি বোরো চাষের আওতায় আনা হয়। কৃষি কার্যালয় থেকে প্রণোদনার বীজ পেয়ে বোরো আবাদ করা হয়েছে। কয়েক দিন পরই ধান কাটা শুরু হবে, কিন্তু এর আগেই খেতের পাকা, আধা-পাকা ধানে ‘লক্ষ্মীর গু’ ছত্রাক ছড়িয়ে পড়ছে।’
ফারুক সরদার ও রবিন নামের দুই কৃষকের খেতে সর্বপ্রথম লক্ষ্মীর গু আক্রমণ করে বলে জানান ব্লক সুপারভাইজার জামাল। তিনি বলেন, ‘ওই কৃষকেরা প্রণোদনার ব্রি হাইব্রিড-৫ জাতের ধান রোপণ করেছিলেন। বর্তমানে অন্য খেতেও ছত্রাকের আক্রমণ দেখা দিয়েছে। ইতিমধ্যে ব্লকের ২৫ একর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ নিয়ে কৃষকেরা দুশ্চিন্তায় পড়েছেন।’
এ বিষয়ে গৌরনদী উপজেলা কৃষি কর্মকর্তা মো. সহিদুল ইসলাম বলেন, ‘মাঠ পর্যায়ে কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তারা বিষয়টি আমাকে অবহিত করেছেন। আক্রান্ত খেতগুলোতে ছত্রাকনাশক ব্যবহারের জন্য কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে।’
বাংলাদেশ নৌবাহিনীর সাবেক প্রধান ভাইস অ্যাডমিরাল (অব.) সরওয়ার জাহান নিজাম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
২৩ মিনিট আগে‘দেবিদ্বারের রাস্তাঘাট এতটাই খারাপ অবস্থা যে মাছ ছেড়ে দিয়ে চাষ করার মতো। এখানে আপনারা জিয়ল (দেশি) মাছ ছাড়বেন। আমি মাছ ছাড়ছি, আপনারাও ছাড়বেন তাতে যদি কিছু হয়।’ সড়ক সংস্কারের দাবিতে কুমিল্লার দেবিদ্বার-চন্দিনা সড়কে মাছ ছেড়ে প্রতিবাদ জানিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত
৩৫ মিনিট আগেরাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে শিবির ও ছাত্রদল-সমর্থিত প্যানেলের বিরুদ্ধে শিক্ষার্থীদের ব্যক্তিগত তথ্য ফাঁসের অভিযোগ তুলেছে বামধারার ‘গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদ’। আজ শুক্রবার বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন নেতৃবৃন্দ।
৪০ মিনিট আগেকিশোরগঞ্জে একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসায় গাফিলতির কারণে এক নবজাতকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। ৬ অক্টোবর বিকেলে জেলা শহরের বত্রিশ এলাকার সিটিল্যাব হেলথ কেয়ার হাসপাতালে এ ঘটনা ঘটে। গতকাল বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে ক্লিনিক কর্তৃপক্ষ টাকা দিয়ে নবজাতকের পরিবারের সঙ্গে রফার চেষ্টা করেছে বলেও অভিয
৪৩ মিনিট আগে