গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
বরিশালের গৌরনদীতে খেতের ধান পাকতে শুরু করেছে। কয়েক দিন গেলেই এসব ধান কেটে ঘরে তুলবেন কৃষকেরা। কিন্তু এর আগেই ধানে ‘লক্ষ্মীর গু’ নামক ছত্রাকের আক্রমণ দেখা দিয়েছে। কীটনাশক ছিটিয়েও থামানো যাচ্ছে না এর আক্রমণ। পাকা ধান নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা।
জানা গেছে, গৌরনদী উপজেলার মাহিলাড়া-বাটাজোর ইউনিয়নের মধ্যবর্তী ৫০ একর জমির একটি বোরো ব্লকের ধান পেকে প্রায় কৃষকের গোলায় তোলার মতো হয়েছে। কিন্তু ‘লক্ষ্মীর গু’ নামক ছত্রাকের আক্রমণে কৃষকদের স্বপ্ন ধূলিসাৎ হয়ে পড়েছে। অপর দিকে একই উপজেলার বিভিন্ন এলাকার বোরোখেতে ব্লাস্টের আক্রমণ দেখা দিয়েছে।
কৃষকেরা জানান, বিআর-২৮ ও ২৯ জাতের ধানে গত বছরের মতো এবারও ব্লাস্টের আক্রমণ দেখা দেওয়ায় ফলন বিপর্যয়ের আশঙ্কা তৈরি হয়েছে।
মাহিলাড়া ইউনিয়নের জয়সূরকাটি গ্রামের বারেক হাওলাদার ও মজিবর সরদার বলেন, ‘ধান ঘরে তোলার আগের সময়ে লক্ষ্মীর গু ছত্রাকের আক্রমণ দেখা দিয়েছে। আমরা খুবই দুশ্চিন্তায় আছি, খেতে বিভিন্ন কীটনাশক দিয়েও কোনো সুফল পাচ্ছি না। এই অবস্থায় অনেক টাকা খরচ হয়েছে। ছত্রাক দমন করতে না পারলে পথে বসে যাব।’
মাহিলাড়া-বাটাজোর ইউনিয়নের সংশ্লিষ্ট ব্লকের সুপারভাইজার (ম্যানেজার) জামাল সরদার বলেন, ‘ব্লকটির অধিকাংশ জমি পতিত ছিল। কৃষি কর্মকর্তাদের পরামর্শে পুরো ব্লকের জমি বোরো চাষের আওতায় আনা হয়। কৃষি কার্যালয় থেকে প্রণোদনার বীজ পেয়ে বোরো আবাদ করা হয়েছে। কয়েক দিন পরই ধান কাটা শুরু হবে, কিন্তু এর আগেই খেতের পাকা, আধা-পাকা ধানে ‘লক্ষ্মীর গু’ ছত্রাক ছড়িয়ে পড়ছে।’
ফারুক সরদার ও রবিন নামের দুই কৃষকের খেতে সর্বপ্রথম লক্ষ্মীর গু আক্রমণ করে বলে জানান ব্লক সুপারভাইজার জামাল। তিনি বলেন, ‘ওই কৃষকেরা প্রণোদনার ব্রি হাইব্রিড-৫ জাতের ধান রোপণ করেছিলেন। বর্তমানে অন্য খেতেও ছত্রাকের আক্রমণ দেখা দিয়েছে। ইতিমধ্যে ব্লকের ২৫ একর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ নিয়ে কৃষকেরা দুশ্চিন্তায় পড়েছেন।’
এ বিষয়ে গৌরনদী উপজেলা কৃষি কর্মকর্তা মো. সহিদুল ইসলাম বলেন, ‘মাঠ পর্যায়ে কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তারা বিষয়টি আমাকে অবহিত করেছেন। আক্রান্ত খেতগুলোতে ছত্রাকনাশক ব্যবহারের জন্য কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে।’
বরিশালের গৌরনদীতে খেতের ধান পাকতে শুরু করেছে। কয়েক দিন গেলেই এসব ধান কেটে ঘরে তুলবেন কৃষকেরা। কিন্তু এর আগেই ধানে ‘লক্ষ্মীর গু’ নামক ছত্রাকের আক্রমণ দেখা দিয়েছে। কীটনাশক ছিটিয়েও থামানো যাচ্ছে না এর আক্রমণ। পাকা ধান নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা।
জানা গেছে, গৌরনদী উপজেলার মাহিলাড়া-বাটাজোর ইউনিয়নের মধ্যবর্তী ৫০ একর জমির একটি বোরো ব্লকের ধান পেকে প্রায় কৃষকের গোলায় তোলার মতো হয়েছে। কিন্তু ‘লক্ষ্মীর গু’ নামক ছত্রাকের আক্রমণে কৃষকদের স্বপ্ন ধূলিসাৎ হয়ে পড়েছে। অপর দিকে একই উপজেলার বিভিন্ন এলাকার বোরোখেতে ব্লাস্টের আক্রমণ দেখা দিয়েছে।
কৃষকেরা জানান, বিআর-২৮ ও ২৯ জাতের ধানে গত বছরের মতো এবারও ব্লাস্টের আক্রমণ দেখা দেওয়ায় ফলন বিপর্যয়ের আশঙ্কা তৈরি হয়েছে।
মাহিলাড়া ইউনিয়নের জয়সূরকাটি গ্রামের বারেক হাওলাদার ও মজিবর সরদার বলেন, ‘ধান ঘরে তোলার আগের সময়ে লক্ষ্মীর গু ছত্রাকের আক্রমণ দেখা দিয়েছে। আমরা খুবই দুশ্চিন্তায় আছি, খেতে বিভিন্ন কীটনাশক দিয়েও কোনো সুফল পাচ্ছি না। এই অবস্থায় অনেক টাকা খরচ হয়েছে। ছত্রাক দমন করতে না পারলে পথে বসে যাব।’
মাহিলাড়া-বাটাজোর ইউনিয়নের সংশ্লিষ্ট ব্লকের সুপারভাইজার (ম্যানেজার) জামাল সরদার বলেন, ‘ব্লকটির অধিকাংশ জমি পতিত ছিল। কৃষি কর্মকর্তাদের পরামর্শে পুরো ব্লকের জমি বোরো চাষের আওতায় আনা হয়। কৃষি কার্যালয় থেকে প্রণোদনার বীজ পেয়ে বোরো আবাদ করা হয়েছে। কয়েক দিন পরই ধান কাটা শুরু হবে, কিন্তু এর আগেই খেতের পাকা, আধা-পাকা ধানে ‘লক্ষ্মীর গু’ ছত্রাক ছড়িয়ে পড়ছে।’
ফারুক সরদার ও রবিন নামের দুই কৃষকের খেতে সর্বপ্রথম লক্ষ্মীর গু আক্রমণ করে বলে জানান ব্লক সুপারভাইজার জামাল। তিনি বলেন, ‘ওই কৃষকেরা প্রণোদনার ব্রি হাইব্রিড-৫ জাতের ধান রোপণ করেছিলেন। বর্তমানে অন্য খেতেও ছত্রাকের আক্রমণ দেখা দিয়েছে। ইতিমধ্যে ব্লকের ২৫ একর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ নিয়ে কৃষকেরা দুশ্চিন্তায় পড়েছেন।’
এ বিষয়ে গৌরনদী উপজেলা কৃষি কর্মকর্তা মো. সহিদুল ইসলাম বলেন, ‘মাঠ পর্যায়ে কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তারা বিষয়টি আমাকে অবহিত করেছেন। আক্রান্ত খেতগুলোতে ছত্রাকনাশক ব্যবহারের জন্য কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে।’
নীলফামারীর ডিমলা উপজেলার বাবুরহাট বাজারে নির্মাণকাজ শেষ হওয়ার এক মাস যেতে না যেতেই উঠে যাচ্ছে সড়কের আরসিসি ঢালাই। এ ছাড়া সড়কটির সম্প্রসারণ জয়েন্টগুলোতে আঁকাবাঁকা ফাটল দেখা দিয়েছে। বিষয়টি বুঝতে পেরে সংশ্লিষ্টরা তাড়াহুড়া করে বিটুমিন দিয়ে ফাটল বন্ধের চেষ্টা চালিয়েছেন বলে জানা গেছে।
৫ ঘণ্টা আগেতিন পার্বত্য জেলার মধ্যে আগে থেকেই চিকিৎসাসেবায় পিছিয়ে খাগড়াছড়ি। তার ওপর বছরের পর বছর চিকিৎসক, নার্স, কর্মচারী ও প্রয়োজনীয় যন্ত্রপাতির সংকট থাকায় খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না রোগীরা।
৫ ঘণ্টা আগেনেত্রকোনার দুর্গাপুরে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় (২৪) নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ। আটক ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় দুর্গাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান...
৫ ঘণ্টা আগেরাজধানীর খিলগাঁওয়ে একটি নির্মাণাধীন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় এ অগ্নিকাণ্ড ঘটে। তবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিভে গেছে। এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
৭ ঘণ্টা আগে