গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
বরিশালের গৌরনদীতে খেতের ধান পাকতে শুরু করেছে। কয়েক দিন গেলেই এসব ধান কেটে ঘরে তুলবেন কৃষকেরা। কিন্তু এর আগেই ধানে ‘লক্ষ্মীর গু’ নামক ছত্রাকের আক্রমণ দেখা দিয়েছে। কীটনাশক ছিটিয়েও থামানো যাচ্ছে না এর আক্রমণ। পাকা ধান নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা।
জানা গেছে, গৌরনদী উপজেলার মাহিলাড়া-বাটাজোর ইউনিয়নের মধ্যবর্তী ৫০ একর জমির একটি বোরো ব্লকের ধান পেকে প্রায় কৃষকের গোলায় তোলার মতো হয়েছে। কিন্তু ‘লক্ষ্মীর গু’ নামক ছত্রাকের আক্রমণে কৃষকদের স্বপ্ন ধূলিসাৎ হয়ে পড়েছে। অপর দিকে একই উপজেলার বিভিন্ন এলাকার বোরোখেতে ব্লাস্টের আক্রমণ দেখা দিয়েছে।
কৃষকেরা জানান, বিআর-২৮ ও ২৯ জাতের ধানে গত বছরের মতো এবারও ব্লাস্টের আক্রমণ দেখা দেওয়ায় ফলন বিপর্যয়ের আশঙ্কা তৈরি হয়েছে।
মাহিলাড়া ইউনিয়নের জয়সূরকাটি গ্রামের বারেক হাওলাদার ও মজিবর সরদার বলেন, ‘ধান ঘরে তোলার আগের সময়ে লক্ষ্মীর গু ছত্রাকের আক্রমণ দেখা দিয়েছে। আমরা খুবই দুশ্চিন্তায় আছি, খেতে বিভিন্ন কীটনাশক দিয়েও কোনো সুফল পাচ্ছি না। এই অবস্থায় অনেক টাকা খরচ হয়েছে। ছত্রাক দমন করতে না পারলে পথে বসে যাব।’
মাহিলাড়া-বাটাজোর ইউনিয়নের সংশ্লিষ্ট ব্লকের সুপারভাইজার (ম্যানেজার) জামাল সরদার বলেন, ‘ব্লকটির অধিকাংশ জমি পতিত ছিল। কৃষি কর্মকর্তাদের পরামর্শে পুরো ব্লকের জমি বোরো চাষের আওতায় আনা হয়। কৃষি কার্যালয় থেকে প্রণোদনার বীজ পেয়ে বোরো আবাদ করা হয়েছে। কয়েক দিন পরই ধান কাটা শুরু হবে, কিন্তু এর আগেই খেতের পাকা, আধা-পাকা ধানে ‘লক্ষ্মীর গু’ ছত্রাক ছড়িয়ে পড়ছে।’
ফারুক সরদার ও রবিন নামের দুই কৃষকের খেতে সর্বপ্রথম লক্ষ্মীর গু আক্রমণ করে বলে জানান ব্লক সুপারভাইজার জামাল। তিনি বলেন, ‘ওই কৃষকেরা প্রণোদনার ব্রি হাইব্রিড-৫ জাতের ধান রোপণ করেছিলেন। বর্তমানে অন্য খেতেও ছত্রাকের আক্রমণ দেখা দিয়েছে। ইতিমধ্যে ব্লকের ২৫ একর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ নিয়ে কৃষকেরা দুশ্চিন্তায় পড়েছেন।’
এ বিষয়ে গৌরনদী উপজেলা কৃষি কর্মকর্তা মো. সহিদুল ইসলাম বলেন, ‘মাঠ পর্যায়ে কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তারা বিষয়টি আমাকে অবহিত করেছেন। আক্রান্ত খেতগুলোতে ছত্রাকনাশক ব্যবহারের জন্য কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে।’
বরিশালের গৌরনদীতে খেতের ধান পাকতে শুরু করেছে। কয়েক দিন গেলেই এসব ধান কেটে ঘরে তুলবেন কৃষকেরা। কিন্তু এর আগেই ধানে ‘লক্ষ্মীর গু’ নামক ছত্রাকের আক্রমণ দেখা দিয়েছে। কীটনাশক ছিটিয়েও থামানো যাচ্ছে না এর আক্রমণ। পাকা ধান নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা।
জানা গেছে, গৌরনদী উপজেলার মাহিলাড়া-বাটাজোর ইউনিয়নের মধ্যবর্তী ৫০ একর জমির একটি বোরো ব্লকের ধান পেকে প্রায় কৃষকের গোলায় তোলার মতো হয়েছে। কিন্তু ‘লক্ষ্মীর গু’ নামক ছত্রাকের আক্রমণে কৃষকদের স্বপ্ন ধূলিসাৎ হয়ে পড়েছে। অপর দিকে একই উপজেলার বিভিন্ন এলাকার বোরোখেতে ব্লাস্টের আক্রমণ দেখা দিয়েছে।
কৃষকেরা জানান, বিআর-২৮ ও ২৯ জাতের ধানে গত বছরের মতো এবারও ব্লাস্টের আক্রমণ দেখা দেওয়ায় ফলন বিপর্যয়ের আশঙ্কা তৈরি হয়েছে।
মাহিলাড়া ইউনিয়নের জয়সূরকাটি গ্রামের বারেক হাওলাদার ও মজিবর সরদার বলেন, ‘ধান ঘরে তোলার আগের সময়ে লক্ষ্মীর গু ছত্রাকের আক্রমণ দেখা দিয়েছে। আমরা খুবই দুশ্চিন্তায় আছি, খেতে বিভিন্ন কীটনাশক দিয়েও কোনো সুফল পাচ্ছি না। এই অবস্থায় অনেক টাকা খরচ হয়েছে। ছত্রাক দমন করতে না পারলে পথে বসে যাব।’
মাহিলাড়া-বাটাজোর ইউনিয়নের সংশ্লিষ্ট ব্লকের সুপারভাইজার (ম্যানেজার) জামাল সরদার বলেন, ‘ব্লকটির অধিকাংশ জমি পতিত ছিল। কৃষি কর্মকর্তাদের পরামর্শে পুরো ব্লকের জমি বোরো চাষের আওতায় আনা হয়। কৃষি কার্যালয় থেকে প্রণোদনার বীজ পেয়ে বোরো আবাদ করা হয়েছে। কয়েক দিন পরই ধান কাটা শুরু হবে, কিন্তু এর আগেই খেতের পাকা, আধা-পাকা ধানে ‘লক্ষ্মীর গু’ ছত্রাক ছড়িয়ে পড়ছে।’
ফারুক সরদার ও রবিন নামের দুই কৃষকের খেতে সর্বপ্রথম লক্ষ্মীর গু আক্রমণ করে বলে জানান ব্লক সুপারভাইজার জামাল। তিনি বলেন, ‘ওই কৃষকেরা প্রণোদনার ব্রি হাইব্রিড-৫ জাতের ধান রোপণ করেছিলেন। বর্তমানে অন্য খেতেও ছত্রাকের আক্রমণ দেখা দিয়েছে। ইতিমধ্যে ব্লকের ২৫ একর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ নিয়ে কৃষকেরা দুশ্চিন্তায় পড়েছেন।’
এ বিষয়ে গৌরনদী উপজেলা কৃষি কর্মকর্তা মো. সহিদুল ইসলাম বলেন, ‘মাঠ পর্যায়ে কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তারা বিষয়টি আমাকে অবহিত করেছেন। আক্রান্ত খেতগুলোতে ছত্রাকনাশক ব্যবহারের জন্য কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে।’
বরিশাল জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের শীর্ষ নেতারা পদ হারানোয় জুনিয়র নেতাদের নিয়ে মতবিনিময় সভা করেছেন কেন্দ্রীয় নেতারা। শুক্রবার বিকেল থেকে রাত পর্যন্ত বরিশাল প্রেসক্লাবে পৃথকভাবে তৃণমূল নেতাদের সঙ্গে এই সভায় প্রধান অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী। দলের কেন্দ্রীয়...
৩ মিনিট আগেআগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনকে গ্রহণযোগ্য ও নিরপেক্ষ করার লক্ষ্যে ইতিমধ্যে কার্যক্রম শুরু হয়েছে। পুলিশ পেশাদারি ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে এ নির্বাচনকে দেশে-বিদেশে একটি দৃষ্টান্তে পরিণত করার আশা ব্যক্ত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
৭ মিনিট আগেঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে পুকুর থেকে দেড় বছর বয়সী শিশু আল মুনতাসিরের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার দুওসুও ইউনিয়নের ছোট পলাশবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
২৯ মিনিট আগেগাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়েছে। আজ শুক্রবার সকালে গাজীপুর সাংবাদিক ইউনিয়নের আয়োজনে গাজীপুর প্রেসক্লাবের সামনে এই প্রতিবাদ সভা হয়।
৪৪ মিনিট আগে