Ajker Patrika

আমতলী পৌরসভা নির্বাচন: আবারও জরিমানা গুনলেন মেয়র পদপ্রার্থী নান্নু

বরগুনা প্রতিনিধি
আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৫: ০১
আমতলী পৌরসভা নির্বাচন: আবারও জরিমানা গুনলেন মেয়র পদপ্রার্থী নান্নু

বরগুনার আমতলী পৌরসভা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ২৫ হাজার টাকা জরিমানা দিয়েছেন হ্যাঙ্গার প্রতীকের মেয়র পদপ্রার্থী নাজমুল আহসান খান নান্নু। গতকাল মঙ্গলবার রাতে আচরণবিধি লঙ্ঘন করে মিছিল করার সময় এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

বরগুনার আমতলী উপজেলা পরিষদ চত্বরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মামুন এ জরিমানা করেন। তিনি বলেন, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় অর্ধশতাধিক লোক নিয়ে তালহা তাজবিনের নেতৃত্বে মেয়র পদপ্রার্থী নাজমুল আহসান খান নান্নুর পক্ষে একটি মিছিল বের হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, মিছিলটি আমতলী পৌরসভার বটতলা এলাকা থেকে শুরু করে এ কে স্কুল সড়ক ঘুরে আমতলী চৌরাস্তায় গিয়ে শেষ হয়। এ সময় চৌরাস্তা এলাকা থেকে অভিযুক্ত তালহাকে আটক করা হয়। তবে মিছিলে অংশ নেওয়া অন্যরা পালিয়ে যান। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নান্নুর সমর্থক তালহাকে ২৫ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়।

এর আগে গত রোববার আচরণবিধি লঙ্ঘন করে মিছিল করার দায়ে মেয়র পদপ্রার্থী নাজমুল আহসান নান্নুর আরেক সমর্থককে ২০ হাজার টাকা জরিমানা করেছিলেন নির্বাচনী দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন।

এ বিষয়ে জানতে চাইলে মেয়র পদপ্রার্থী নাজমুল আহসান খান নান্নু বলেন, ‘উচ্ছ্বসিত সমর্থকদের নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। তারা আসলে আচরণবিধির বিষয়টি অবগত নয় বলেই ভুল করে বসেছে। এ রকম আর হবে না।’

উল্লেখ্য, আগামী ৯ মার্চ আমতলী পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত