Ajker Patrika

শাহজাহান ওমরসহ ৫৩ জনের নামে বিস্ফোরক আইনে মামলা

ঝালকাঠি প্রতিনিধি  
সাবেক মন্ত্রী বীর উত্তম শাহজাহান ওমর । ফাইল ছবি
সাবেক মন্ত্রী বীর উত্তম শাহজাহান ওমর । ফাইল ছবি

ভাঙচুর–ককটেল বিস্ফোরণের অভিযোগে ঝালকাঠির রাজাপুরে সাবেক মন্ত্রী শাহজাহান ওমর বীর উত্তমসহ ৫৩ জনের নামে মামলা হয়েছে। গতকাল শুক্রবার উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তালুকদার আবুল কালাম আজাদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় আরও দেড় শতাধিক ব্যক্তিকে অজ্ঞাত আসামি দেখানো হয়েছে।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) মো. ইসমাইল হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

এজাহার সূত্রে জানা গেছে, গত ২০২৩ সালের ৩০ নভেম্বর রাজাপুর বাইপাস মোড়ে উপজেলা বিএনপির কার্যালয়ে কর্মী সমাবেশে আসামিরা লোহার রড, হকিস্টিক, অবৈধ আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক দ্রব্য নিয়ে নেতা কর্মীদের ওপর হামলা চালায়। এই সময় তারা বিএনপির কার্যালয় ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ ঘটায়।

আসামিরা হলেন–আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সদস্য মো. মনিরুজ্জামান মনির, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান প্রযুক্তি সম্পাদক মো. মনিরুজ্জামান, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. হোসেন শহীদ জিলানী মিলন মাহমুদ (বাচ্চু মৃধা), উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জিয়া হায়দার খান লিটন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল হাসান বাপ্পি মৃধা, কাঠালিয়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আ. জলিল মিয়াজি, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) রাজাপুর শাখার চেয়ারম্যান ও যুবলীগ নেতা মো. সুমন সিকদার, বড়ইয়া ইউপি চেয়ারম্যান মো. সাহাব উদ্দিন সুরু মিয়া প্রমুখ।

বাদী অ্যাডভোকেট তালুকদার আবুল কালাম আজাদ আজকের পত্রিকাকে বলেন, দেশে তৎকালীন সময়ে এক দলীয় স্বৈরশাসন ব্যবস্থা থাকায় রাজাপুর থানায় মামলা দায়ের করা সম্ভব হয়নি। বর্তমান দেশে সুষ্ঠু ও স্বাভাবিক পরিবেশ হওয়ায় এবং সু-শাসন ন্যায় বিচারের প্রত্যাশায় দলীয় নেতা কর্মীদের সঙ্গে আলাপ আলোচনা করে মামলা দায়ের করেছি।’

ওসি মো. ইসমাইল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘এই মামলায় লাল মৃধা নামে একজনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

এর আগে গত বৃহস্পতিবার রাজাপুরে ব্যারিস্টার শাহজাহান ওমরের গাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়। এ ঘটনায় তিনি নিজে বাদী হয়ে থানায় মামলা দিতে গেলে কাঠালিয়া থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে জ্যেষ্ঠ বিচারিক হাকিমের (কাঠালিয়া) আদালতে সাবেক এই মন্ত্রীকে হাজির করা হলে বিচারক আফরোজা বিনতে শহীদ তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত