Ajker Patrika

পটুয়াখালীতে শত্রুতার জেরে অ্যাসিড নিক্ষেপে গরুর মৃত্যু

পটুয়াখালী প্রতিনিধি
আপডেট : ১৬ অক্টোবর ২০২৩, ০১: ০৯
পটুয়াখালীতে শত্রুতার জেরে অ্যাসিড নিক্ষেপে গরুর মৃত্যু

পটুয়াখালী সদর উপজেলায় শত্রুতার জেরে খামারির তিন গরুর শরীরে অ্যাসিড নিক্ষেপের ঘটনা ঘটেছে। আজ রোববার ২২ দিন চিকিৎসার পর একটি গরু মারা যায়। বাকি দুইটিরও অবস্থাও আশঙ্কাজনক। তবে এ ঘটনায় সদর থানায় অভিযোগ করলেও কাউকে আটক করতে পারেনি পুলিশ। 

ভুক্তভোগী মো. কাওসার বলেন, ‘গত ২৩ সেপ্টেম্বর সন্ধ্যায় আমার তিনটি গরু খামারে বেঁধে আমি আমার শ্বশুর বাড়িতে বেড়াতে যাই । পরের দিন সকাল বেলা গরুর খোয়ারে এসে দেখি গরুর গায়ে কে বা কাহারা অ্যাসিড মেরেছে। এতে দুটি গরুই মারাত্মকভাবে ঝলসে যায়। এরপরে আমি ঘরে গিয়ে দেখি আমার এলইডি টিভিও ভেঙে ফেলে রাখা হয়েছে।’

খামারি আরও বলেন,‘ ঘটনার পরে ২৫ সেপ্টেম্বর আমি স্থানীয় চেয়ারম্যান ও গণ্যমান্য ব্যক্তিদের সহায়তায় থানায় একটি সাধারণ ডায়েরি করি। প্রতিবেশী হানিফার সঙ্গে আমাদের পারিবারিক বিরোধ রয়েছে। সে কাজটি করেছে বলে আমি ধারণা করছি। আমি একজন সামান্য মোটরসাইকেল চালক আমার এই তিনটি গরু অ্যাসিড মারার ফলে আমার প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে। আমি পথে বসে গেছি।’

খামারির মা খাদিজা বেগম বলেন, ‘আমি ডাক্তার দেখাতে ঢাকায় ছিলাম, ঢাকায় বসে শুনি আমাদের খামারের গরুর গায়ে হানিফা অ্যাসিড নিক্ষেপ করছে। আমার এত দামের গরুর যে ক্ষতি করল বোবা প্রাণী তা আমি কোনো দিন ভুলতে পারব না। আমি এর বিচার চাই।’

৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য লালু শিকদার আজকের পত্রিকাকে বলেন, ‘কাওছারের পরিবার খুবই গরিব, এভাবে কোন প্রাণীকে অ্যাসিড মেরে হত্যা করা কোনোভাবেই কাজটি ঠিক হয়নি। আমি বিচার চাই। আমি সন্দেহ করি হানিফাকে তাদের সঙ্গে দীর্ঘদিন ধরে পারিবারিক একটি বিরোধ রয়েছে। ’

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম আজকের পত্রিকাকে বলেন, ’অ্যাসিড নিক্ষেপের বিষয়ে আমরা একটি অভিযোগ পেয়েছি, সেই অভিযোগের ভিত্তিতে যাকে সন্দেহ করা হয়েছে, তাকে আটকের চেষ্টা করা হচ্ছে। ঘটনার পর থেকেই সে পালিয়ে বেড়াচ্ছেন। আশা করি, খুব দ্রুত তাকে গ্রেপ্তার করতে পারব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত