Ajker Patrika

মাদক সেবনে নিষেধ করায় ব্যবসায়ীকে বেধড়ক পিটুনি

পিরোজপুর প্রতিনিধি
আহত ব্যবসায়ী আব্দুল হাই খান। ছবি: আজকের পত্রিকা
আহত ব্যবসায়ী আব্দুল হাই খান। ছবি: আজকের পত্রিকা

পিরোজপুরের ইন্দুরকানীতে মাদক সেবনে নিষেধ করায় আব্দুল হাই খান (৪৫) নামের এক ব্যবসায়ীকে দুই যুবক বেধড়ক পিটিয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ রোববার দুপুরে উপজেলার বালিপাড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পশ্চিম বালিপাড়া এলাকায় জসিম খান (২৩) ও রাকিব সেফাই (২২) রাস্তার পাশে বসে মাদক সেবন করছিলেন। এ সময় ওই এলাকার আব্দুল হাই খান তাঁদের মাদক সেবন করতে নিষেধ করেন। তখন তাঁরাক্ষিপ্ত হয়ে হাতুড়ি ও লোহার রড দিয়ে পিটিয়ে আব্দুল হাই খানের হাত ও পা ভেঙে দেন। পরে তাঁকে গুরুতর অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয় অভিযুক্ত জসিম ও রাকিবের মোবাইল ফোনে কল দিলে নাম্বার বন্ধ পাওয়া যায়।

আহত আব্দুল হাই খানের বাবা আশরাফ আলী বলেন, ‘আমার ছেলে মাদক সেবনে নিষেধ করায় জসিম ও রাকিব উত্তেজিত হয়ে হামলা চালায়। তাদের হাতুড়ি ও লোহার রডের আঘাতে আমার ছেলের হাত-পা ভেঙে গেছে, মাথায় আঘাত লেগেছে। তারা কিছুদিন আগে আমার কাছে ২ লাখ টাকা চাঁদা চেয়েছিল। হামলাকারীরা এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত।

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন বলেন, ‘এ বিষয় এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

কিশোরগঞ্জে হর্টিকালচারের উপপরিচালকের বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ, মামলা বাবুর্চির

অতিরিক্ত ফি দাবি করায় বিমানবন্দর স্টাফের চোয়াল ভেঙে দিলেন যাত্রী

সখীপুরে সন্তানদের সামনেই ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত