Ajker Patrika

পাথরঘাটায় ১২ দিন ধরে ট্রলারসহ নিখোঁজ ১১ জেলে 

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২১, ১৭: ২০
পাথরঘাটায় ১২ দিন ধরে ট্রলারসহ নিখোঁজ ১১ জেলে 

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে এফবি মামুন নামে একটি মাছ ধরা ট্রলারসহ ১১ জেলে ১২ দিন ধরে নিখোঁজ রয়েছেন। আজ বুধবার বেলা ৩টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী। জেলেদের সন্ধান না পাওয়ায় তাঁদের পরিবারগুলো হতাশায় রয়েছে। ট্রলারমালিক মো. হাবিবুর রহমান বরগুনার নলটোনা ইউনিয়নের বাসিন্দা।

জানা যায়, গত ২৭ নভেম্বর সকালে বরগুনার পাথরঘাটা বিএফডিসি মাছঘাট থেকে বঙ্গোপসাগরের উদ্দেশে বড়শি দিয়ে মাছ শিকারের জন্য এফবি মামুন ট্রলারসহ ১১ জেলেকে নিয়ে সাগরে রওনা হয়ে যায়।

গোলাম মোস্তফা চৌধুরী বলেন, ‘সুন্দরবনসংলগ্ন বঙ্গোপসাগরে বড়শি দিয়ে মাছ শিকারের জন্য ২৭ নভেম্বর পাথরঘাটা মৎস্য ঘাট থেকে তাঁরা বঙ্গোপসাগরের উদ্দেশে যান। এসব জেলে সব সময় নেটওয়ার্কের মধ্যে থেকেই মাছ শিকার করতেন। তাঁরা ঘূর্ণিঝড় জাওয়াদের কবলে পড়তে পারে বলে আমরা ধারণা করছি।’

সমিতির সভাপতি আরও বলেন, ‘আজ সকালে আব্দুস সালাম মাঝির নেতৃত্বে এফবি মায়ের দোয়া নামের একটি ট্রলার ৬ জেলেকে নিয়ে নিখোঁজ জেলেদের অনুসন্ধানের জন্য পাঠানো হয়েছে। তাঁরা নেটওয়ার্কের বাইরে থাকায় তাঁদের সঙ্গেও যোগাযোগ করতে পারছি না।’

কোস্টগার্ডের দক্ষিণ জোন পাথরঘাটা স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট এইচ এম এম হারুন অর-রশীদ বলেন, ‘ট্রলারমালিক সমিতির পক্ষ থেকে এ খবর আমাদের জানানো হয়েছে। আমরা উচ্চমহল ও পশ্চিম জোনকে জানিয়েছি। সবাই মিলে বিভিন্ন অঞ্চলে নিখোঁজ জেলেদের উদ্ধারের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত