Ajker Patrika

নলছিটিতে বিদ্যুৎবিহীন ২০ পরিবার

প্রতিনিধি, নলছিটি (ঝালকাঠি) 
নলছিটিতে বিদ্যুৎবিহীন ২০ পরিবার

নলছিটি পৌরসভায় ২০টি পরিবার বিদ্যুৎ সেবা থেকে বঞ্চিত রয়েছেন। বর্তমান সরকারের সময়ে শতভাগ মানুষের জন্য বিদ্যুৎ সেবা নিশ্চিতের কথা বলা হলেও পৌর শহরের বাসিন্দারা বিদ্যুৎ সংযোগ থেকে বঞ্চিত। 

জানা যায়, নলছিটি উপজেলার পৌর এলাকার নাঙ্গুলী গ্রামে বসবাসরত বেশ কয়েকটি পরিবার বিদ্যুৎ সংযোগের আওতার বাইরে রয়েছেন। 

স্থানীয় বাসিন্দা রুবেল হাওলাদার জানান, আমাদের এখানে ২০ টির মতো পরিবার বিদ্যুৎ সংযোগ নিতে পারছেন না। এর কারণ হিসেবে তিনি বলেন, বিদ্যুতের যে খুঁটি বসানো হয়েছে তার থেকে এসব বসত ঘরের দূরত্ব অনেক বেশি। যার কারণে তাঁরা আবেদন করলেও সংযোগ পাচ্ছেন না। যদিও উচিত ছিল এসব জায়গায় আরও বিদ্যুতের খুঁটি স্থাপন করা। তাই অনেকে বাধ্য হয়ে সাইড কালেকশন ব্যবহার করেছেন। যদিও এটা বেআইনি কাজ কিন্তু যারা করছেন একান্ত বাধ্য হয়েই এভাবে সংযোগ নিয়েছেন। তবে ২০টি পরিবার এখনো অন্ধকারেই আছেন, তাঁরা কোন ভাবেই বিদ্যুৎ সংযোগ পাচ্ছেন না। 

আরেক বাসিন্দা নাসির উদ্দীন বলেন, যখন ঠিকাদারের লোকজন বিদ্যুতের খুঁটি স্থাপন করেন তখন তাদের বলেছিলাম যে আমাদের যাদের বসতঘর দূরে তাদের জন্য আরও খুঁটির ব্যবস্থা করতে ৷ তখন তারা বলেছিল ছোট খুঁটি আসলে দেওয়া হবে। এরপর আর তাঁরা কাজে আসেননি আর। আমাদের খুঁটিরও কোন ব্যবস্থা হয়নি। আমরা পৌরসভার বাসিন্দা হয়েও বিদ্যুৎ সংযোগ পাচ্ছি না। আমরা যত দ্রুত সম্ভব এ সমস্যার সমাধান চাই। 

এ ব্যাপারে নলছিটি উপজেলা আবাসিক প্রকৌশলী ফিরোজ হোসেন সন্নামত জানান, ঠিকাদারি প্রতিষ্ঠানকে এ ব্যাপারে অনেকবার বলা হলেও তাঁরা বিষয়টি গুরুত্ব দেয়নি। ২০১৮ সালে যে ড্রয়িং অনুমোদন দেওয়া হয়েছে সেখানে ওই সব বাড়িতে খুঁটি স্থাপনের কথা বলা হয়েছে। এখন ঠিকাদার প্রতিষ্ঠান যদি নিয়মানুযায়ী কাজ না করে সেটা দুঃখজনক। তিনি এসব পরিবারের বিদ্যুৎ বঞ্চিত হওয়ার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানের অব্যবস্থাপনা ও খামখেয়ালিপনাকে দায়ী করেন। 

এ ব্যাপারে জানতে চাইলে ঠিকাদার প্রতিষ্ঠানের পক্ষে মো. জসিম উদ্দিন বলেন, চলতি বছরের এপ্রিলে আমাদের কাজ শেষ করার কথা ছিল কিন্তু পর্যাপ্ত খুঁটি বরাদ্দ না থাকায় কাজ শেষ করতে পারছি না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

বিদায় বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত