মুলাদী (বরিশাল) প্রতিনিধি
বরিশালের মুলাদীতে অবৈধ ড্রেজার ও বালুর জাহাজ ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে নৌ-পুলিশের বিরুদ্ধে। অনৈতিক সুবিধা নিয়ে ড্রেজার ও দুটি জাহাজ ছেড়ে দিয়েছেন বলে অভিযোগ করেছেন জয়ন্তী নদীপাড়ের বাসিন্দারা।
তবে নাজিরপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ প্রবীর মিত্র অনৈতিক সুবিধা নেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন। তাঁর দাবি, ভাঙন এলাকায় বালু তোলায় ড্রেজার ও জাহাজ দুটিকে সরিয়ে দেওয়া হয়েছে।
গতকাল রোববার বেলা ১১টার দিকে উপজেলার চরকালেখান ইউনিয়নের জয়ন্তী নদীর কায়েতমারা এলাকা থেকে একটি ড্রেজার, দুটি বালুভর্তি জাহাজ জব্দ করে নাজিরপুর নৌ-পুলিশ। ওই সময় দুজনকে আটকও করা হয়। কিন্তু জব্দ করা জাহাজ ও ড্রেজার নাজিরপুর নৌ-পুলিশ ফাঁড়িতে না নিয়ে পথেই ছেড়ে দেয় বলে অভিযোগ করেন স্থানীয়রা।
প্রত্যক্ষদর্শী সফিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. হান্নান চৌকিদার বলেন, কায়েতমারা ও চরমালিয়া এলাকায় জয়ন্তী নদীর ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। ভাঙন রক্ষায় বরিশাল পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সেখানে জিও ব্যাগ ফেলছে। ব্যবসায়ীরা ওই এলাকা থেকে বালু তোলায় ভাঙন রোধের কাজ ব্যাহত হচ্ছিল। বালু তোলার বিষয়টি প্রশাসনকে জানালে গতকাল বেলা ১১টার দিকে নাজিরপুর নৌ-পুলিশ একটি ড্রেজার, দুটি জাহাজসহ দুইজনকে আটক করে। পরে নৌ-পুলিশ আটকদের ফাঁড়িতে নেওয়ার পথে ছেড়ে দেয়।
সাবেক ইউপি সদস্য সোনা মিয়া সিকদার বলেন, নদী থেকে দিনে ও রাতে অবৈধভাবে বালু তোলার ফলে ভাঙন বেড়েছে। বালু তোলার সময় পুলিশ হাতেনাতে ড্রেজার ও দুটি জাহাজ জব্দ করে অনৈতিক সুবিধা নিয়ে সেগুলো ছেড়ে দিয়েছে। এতে নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিষয়টি বরিশাল জেলা প্রশাসক ও নৌ-পুলিশ সুপারকে জানানো হয়েছে।
এ বিষয়ে নাজিরপুর নৌ-পুলিশ ফাঁড়ি ইনচার্জ প্রবীর মিত্র বলেন, জাহাজ, ড্রেজারসহ কাউকে আটক করা হয়নি। কায়েতমারা এলাকা ভাঙন রক্ষায় জিও ব্যাগ ফেলার কাজ চলছে। সেখান থেকে বালু উত্তোলন করায় ড্রেজার ও জাহাজ দুটি তাড়িয়ে দেওয়া হয়েছে।
বরিশালের মুলাদীতে অবৈধ ড্রেজার ও বালুর জাহাজ ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে নৌ-পুলিশের বিরুদ্ধে। অনৈতিক সুবিধা নিয়ে ড্রেজার ও দুটি জাহাজ ছেড়ে দিয়েছেন বলে অভিযোগ করেছেন জয়ন্তী নদীপাড়ের বাসিন্দারা।
তবে নাজিরপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ প্রবীর মিত্র অনৈতিক সুবিধা নেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন। তাঁর দাবি, ভাঙন এলাকায় বালু তোলায় ড্রেজার ও জাহাজ দুটিকে সরিয়ে দেওয়া হয়েছে।
গতকাল রোববার বেলা ১১টার দিকে উপজেলার চরকালেখান ইউনিয়নের জয়ন্তী নদীর কায়েতমারা এলাকা থেকে একটি ড্রেজার, দুটি বালুভর্তি জাহাজ জব্দ করে নাজিরপুর নৌ-পুলিশ। ওই সময় দুজনকে আটকও করা হয়। কিন্তু জব্দ করা জাহাজ ও ড্রেজার নাজিরপুর নৌ-পুলিশ ফাঁড়িতে না নিয়ে পথেই ছেড়ে দেয় বলে অভিযোগ করেন স্থানীয়রা।
প্রত্যক্ষদর্শী সফিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. হান্নান চৌকিদার বলেন, কায়েতমারা ও চরমালিয়া এলাকায় জয়ন্তী নদীর ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। ভাঙন রক্ষায় বরিশাল পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সেখানে জিও ব্যাগ ফেলছে। ব্যবসায়ীরা ওই এলাকা থেকে বালু তোলায় ভাঙন রোধের কাজ ব্যাহত হচ্ছিল। বালু তোলার বিষয়টি প্রশাসনকে জানালে গতকাল বেলা ১১টার দিকে নাজিরপুর নৌ-পুলিশ একটি ড্রেজার, দুটি জাহাজসহ দুইজনকে আটক করে। পরে নৌ-পুলিশ আটকদের ফাঁড়িতে নেওয়ার পথে ছেড়ে দেয়।
সাবেক ইউপি সদস্য সোনা মিয়া সিকদার বলেন, নদী থেকে দিনে ও রাতে অবৈধভাবে বালু তোলার ফলে ভাঙন বেড়েছে। বালু তোলার সময় পুলিশ হাতেনাতে ড্রেজার ও দুটি জাহাজ জব্দ করে অনৈতিক সুবিধা নিয়ে সেগুলো ছেড়ে দিয়েছে। এতে নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিষয়টি বরিশাল জেলা প্রশাসক ও নৌ-পুলিশ সুপারকে জানানো হয়েছে।
এ বিষয়ে নাজিরপুর নৌ-পুলিশ ফাঁড়ি ইনচার্জ প্রবীর মিত্র বলেন, জাহাজ, ড্রেজারসহ কাউকে আটক করা হয়নি। কায়েতমারা এলাকা ভাঙন রক্ষায় জিও ব্যাগ ফেলার কাজ চলছে। সেখান থেকে বালু উত্তোলন করায় ড্রেজার ও জাহাজ দুটি তাড়িয়ে দেওয়া হয়েছে।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম মহাসচিব ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, ‘জীবনের ঝুঁকি নিয়ে যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে ছিল, তাদের মূল্যায়ন করতে হবে। আগামী দিনের নেতৃত্বে তাদের সামনে আনতে হবে। পরিশুদ্ধ রাজনীতি করতে হবে। কোনো অন্যায়কারীকে প্রশ্রয় দেওয়া হবে না।’ শনিবার দুপুরে যশোরে বাংলাদে
২ মিনিট আগেসমুদ্রসৈকতে উড়োজাহাজ লক্ষ্য করে এক তরুণের ফুটবল ছুড়ে মারার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। আজ শনিবার সকাল থেকে ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে নানা প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ভিডিওটির আশপাশের দৃশ্য দেখে বোঝা গেল, এটি কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা ও লাবণী পয়েন্টের মাঝামাঝি এলাকা থেকে ধারণ করা হয়ে
৩ মিনিট আগেলালমনিরহাটের পাটগ্রামে সড়কের দুই পাশের ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে গিয়ে তোপের মুখে পড়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমান। এ সময় তাঁর ওপর চড়াও হন ফুটপাত দখলকারী দোকানদারেরা।
৯ মিনিট আগেখুলনার দাকোপ উপজেলায় জমি দখল করতে অবৈধভাবে ফসলি জমিতে বালু ভরাট করা হয়েছে। তারপর সেই জমিতে বেসরকারি শিপইয়ার্ড নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী ব্যক্তিরা। আজ শনিবার খুলনা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে জমির মালিক ক্ষতিগ্রস্ত ছয়জন এই অভিযোগ করেন।
১৭ মিনিট আগে