Ajker Patrika

ইঞ্জিন বিকল হয়ে সাগরে ভাসছে বরগুনার ১১ জেলে

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
আপডেট : ০৪ আগস্ট ২০২৩, ১০: ৫৮
ইঞ্জিন বিকল হয়ে সাগরে ভাসছে বরগুনার ১১ জেলে

ইঞ্জিন বিকল হয়ে বঙ্গোপসাগরের সুন্দরবন এলাকায় এফবি জুবায়দুল হক নামের একটি ট্রলার ১১ জেলে নিয়ে তিন দিন ধরে ভাসছে। আজ বৃহস্পতিবার বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। 

গত মঙ্গলবার থেকে সুন্দরবনের হিরণ পয়েণ্ট এলাকায় ট্রলারটি ভাসছে দেখা গেছে। ট্রলারের মালিক আবুল কালাম ও জেলেদের বাড়ি বরগুনা সদর উপজেলার বিভিন্ন এলাকায়।

ট্রলার মালিকের বরাত দিয়ে গোলাম মোস্তফা চৌধুরী জানান, ‘গত ২৯ জুলাই পাথরঘাটার মৎস্য ঘাট থেকে সমুদ্রে যাওয়ার সব রসদ সামগ্রী নিয়ে মাছ শিকারের উদ্দেশ্যে রওনা দেয় জেলেরা। এরপর মঙ্গলবার নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল থাকায় ঢেউয়ের মধ্যে পানি ঢুকে ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে যায়।’ পরে সাগরে ভাসতে ভাসতে নেটওয়ার্কের মধ্যে আসলে আজ (বৃহস্পতিবার) সন্ধ্যায় ট্রলারের মালিককে জেলেরা মোবাইল ফোনে তাদের উদ্ধারের অনুরোধ করেন বলে জানান তিনি।

কোস্টগার্ডের পশ্চিম জোন দুবলার চর কন্টিনজেন্ট কমান্ডার এমএ ছত্তার সিপিও মোবাইল ফোনে বলেন, ‘এ রকম খবর এর আগে পাইনি, আপনার মাধ্যমেই শুনলাম। খোঁজ–খবর নিচ্ছি, আমাদের টহল টিমকে জানাচ্ছি, তারা উদ্ধার কাজ শুরু করবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত