Ajker Patrika

পটুয়াখালীতে সাবেক মেয়রসহ ৬ জনের বিরুদ্ধে দুদকের মামলা 

পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালীতে সাবেক মেয়রসহ ৬ জনের বিরুদ্ধে দুদকের মামলা 

পটুয়াখালীতে পৌর মিলনায়তন নির্মাণে অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক পৌর মেয়র শফিকুল ইসলামসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশন (দুদক) পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রাসেল রনি বাদী হয়ে কার্যালয়ে মামলাটি করেন। 

মামলার অন্য আসামিরা হলেন কাজের ঠিকাদার মো. শফিকুর রহমান, পৌরসভার সাবেক নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল হালিম, সাবেক সহকারী প্রকৌশলী অলক সমাদ্দার, সাবেক উপসহকারী প্রকৌশলী মো. নিয়াজুর রহমান ও সাবেক হিসাবরক্ষক এস এম শাহিন। 

মামলার বিবরণ থেকে জানা যায়, পটুয়াখালী পৌরসভার অডিটরিয়াম নির্মাণের জন্য ২০১৫-২০১৬ অর্থ বছরে ঠিকাদারি প্রতিষ্ঠান মো. শফিকুর রহমানের সঙ্গে ৬ কোটি ৩৩ লাখ ১১ হাজার ২৬০ টাকা ৪৫ পয়সা চুক্তি মূল্যে ১৮ মাসের মেয়াদে চুক্তি করে। তবে নথিপত্র পর্যালোচনা করে দেখা যায় অডিটরিয়াম নির্মাণ বাবদ ঠিকাদারি প্রতিষ্ঠানকে মোট ৫ কোটি ৩ লাখ টাকা বিল পরিশোধ করা হলেও বাস্তবে ৩ কোটি ৫০ লাখ ৮৫ হাজার ৯৩০ টাকা ২৭ পয়সার কাজ সম্পন্ন হয়েছে। এ ক্ষেত্রে ১ কোটি ৫২ লাখ ১৪ হাজার ৭০ টাকার অতিরিক্ত বিল পরিশোধ করে টাকা আত্মসাৎ করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে দুর্নীতি প্রতিরোধ আইনে মামলাটি করা হয়েছে। 

এ বিষয় জানতে চাইলে দুর্নীতি দমন কমিশন পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রাসেল রনি বলেন, ‘গণপূর্ত অধিদপ্তরের প্রকৌশলীদের নিয়ে আমরা অডিটরিয়ামটি পরিমাপ করিয়েছি। অতিরিক্ত বিল ক্ষমতার অপব্যবহার করে পরিশোধ করা হয়েছে। এ ঘটনায় মামলা করা হয়েছে। পরবর্তীতে তদন্তকারী কর্মকর্তা নিয়োগ হবেন এবং এর পর আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে। 

তবে সাবেক মেয়র শফিকুল বলেন, ‘দুদকের ডিপার্টমেন্টের মামলা হয়েছে, এখন তদন্ত হবে। তবে অডিটরিয়ামটি ইতিমধ্যে ভাড়া দিচ্ছে এবং ব্যবহার করছে যা তদন্তে চলে আসবে। এটা শুধু একটি মহল আমাকে হেয়প্রতিপন্ন করার জন্য মামলা করিয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত