পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরের ভান্ডারিয়ায় ২০০৫ সালে ডাকাতির সময় মিজানুর রহমান নামের এক ব্যবসায়ীকে হত্যা মামলায় পাঁচ ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে পিরোজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মোক্তাগীর আলম এই রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আসামিদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। এ ছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় সাত ব্যক্তিকে বেকসুর খালাস দেন আদালত।
দণ্ডপ্রাপ্তরা হলেন জেলার কাউখালী উপজেলার শিয়ালকাঠী গ্রামের সুলতান হাওলাদারের ছেলে ছালাম হাওলাদার (৫০), মহব্বত আলীর ছেলে মো. আলমগীর (৫৮), আব্দুল আজিজের ছেলে আব্দুল মালেক (৬৬), মজিদ মোল্লার ছেলে মো. ফিরোজ মোল্লা (৫৭) ও আলফাজ আলীর ছেলে আইউব আলী (৫৮)। রায় ঘোষণার সময় ছালাম হাওলাদার (৫০) ও আব্দুল মালেক (৬৬) আদালতে উপস্থিত ছিলেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০০৫ সালের ৩ নভেম্বর রাতে উপজেলার উত্তর শিয়ালকাঠীর কাপালীরহাট বাজারে মো. রফিকুল ইসলামের সাইকেলের যন্ত্রাংশের দোকানে ১০ থেকে ১২ জনের ডাকাত দল শাবল দিয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে ক্যাশবাক্সে থাকা টাকা লুটে নেয়। এ সময় রফিকুলের ডাক–চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। ডাকাতেরা পালানোর সময় কয়েকটি গুলি ছোড়ে। এতে ওই গ্রামের আব্দুল ছোমেদের ছেলে মিজানুর রহমান পেটে গুলিবিদ্ধ হন।
স্থানীয় বাসিন্দারা মিজানকে উদ্ধার করে প্রথমে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে তাঁর অবস্থা আশঙ্কাজনক থাকায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে সকাল ৬টায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় দোকানের মালিক রফিকুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতনামা ১০-১২ ব্যক্তিকে আসামি করে কাউখালী থানায় হত্যা মামলা করেন। পুলিশ তদন্ত শেষে ১২ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয়।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ওয়াহিদ হাসান বাবু জানান, ২০০৫ সালের ৩ নভেম্বর ডাকাতিকালে গুলি করে এক ব্যক্তিকে হত্যা মামলায় পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও তিন মাস করে কারাদণ্ড দেওয়া হয়। রায় ঘোষণার সময় আদালতে দুই আসামি উপস্থিত ছিলেন। অপরাধ প্রমাণিত না হওয়ায় সাত ব্যক্তিকে খালাস দেন আদালত।
পিরোজপুরের ভান্ডারিয়ায় ২০০৫ সালে ডাকাতির সময় মিজানুর রহমান নামের এক ব্যবসায়ীকে হত্যা মামলায় পাঁচ ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে পিরোজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মোক্তাগীর আলম এই রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আসামিদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। এ ছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় সাত ব্যক্তিকে বেকসুর খালাস দেন আদালত।
দণ্ডপ্রাপ্তরা হলেন জেলার কাউখালী উপজেলার শিয়ালকাঠী গ্রামের সুলতান হাওলাদারের ছেলে ছালাম হাওলাদার (৫০), মহব্বত আলীর ছেলে মো. আলমগীর (৫৮), আব্দুল আজিজের ছেলে আব্দুল মালেক (৬৬), মজিদ মোল্লার ছেলে মো. ফিরোজ মোল্লা (৫৭) ও আলফাজ আলীর ছেলে আইউব আলী (৫৮)। রায় ঘোষণার সময় ছালাম হাওলাদার (৫০) ও আব্দুল মালেক (৬৬) আদালতে উপস্থিত ছিলেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০০৫ সালের ৩ নভেম্বর রাতে উপজেলার উত্তর শিয়ালকাঠীর কাপালীরহাট বাজারে মো. রফিকুল ইসলামের সাইকেলের যন্ত্রাংশের দোকানে ১০ থেকে ১২ জনের ডাকাত দল শাবল দিয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে ক্যাশবাক্সে থাকা টাকা লুটে নেয়। এ সময় রফিকুলের ডাক–চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। ডাকাতেরা পালানোর সময় কয়েকটি গুলি ছোড়ে। এতে ওই গ্রামের আব্দুল ছোমেদের ছেলে মিজানুর রহমান পেটে গুলিবিদ্ধ হন।
স্থানীয় বাসিন্দারা মিজানকে উদ্ধার করে প্রথমে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে তাঁর অবস্থা আশঙ্কাজনক থাকায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে সকাল ৬টায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় দোকানের মালিক রফিকুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতনামা ১০-১২ ব্যক্তিকে আসামি করে কাউখালী থানায় হত্যা মামলা করেন। পুলিশ তদন্ত শেষে ১২ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয়।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ওয়াহিদ হাসান বাবু জানান, ২০০৫ সালের ৩ নভেম্বর ডাকাতিকালে গুলি করে এক ব্যক্তিকে হত্যা মামলায় পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও তিন মাস করে কারাদণ্ড দেওয়া হয়। রায় ঘোষণার সময় আদালতে দুই আসামি উপস্থিত ছিলেন। অপরাধ প্রমাণিত না হওয়ায় সাত ব্যক্তিকে খালাস দেন আদালত।
কারাগারে থাকা সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের জামিন ও মামলার কার্যক্রম বাতিল আবেদনের শুনানিতে আইনজীবীদের মধ্যে হট্টগোল ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। আজ সোমবার বিচারপতি জাকির হোসেন ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার বেঞ্চে এ ঘটনা ঘটে। পরে আদালত এই বিষয়ে শুনানির জন্য আগামী ১৭ আগস্ট দিন...
৩ মিনিট আগেরাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে মাদক কারবারিদের সংঘর্ষে শাহ আলম (২০) এক তরুণ নিহত হওয়ার পর পুরো এলাকা ঘিরে অভিযান চালিয়েছে যৌথবাহিনী। এতে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে দুপুরে পুলিশ দুজনকে গ্রেপ্তার করে। তাদের মোহাম্মদপুর থানা হেফাজতে রাখা হয়েছে।
৫ মিনিট আগেমিয়ানমারের রাখাইনের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির এক বাংলাদেশি সদস্য পালিয়ে দেশে চলে এসেছেন। আজ সোমবার সকালে কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে আত্মসমর্পণ করেন তিনি।
৬ মিনিট আগেগাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে সংঘবদ্ধ পিটুনিতে রিপন মিয়া (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ সোমবার দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর স্টেশন রোড এলাকায় এ ঘটনা ঘটে। রিপন মিয়া ময়মনসিংহের ত্রিশাল উপজেলার আহম্মদাবাদ গ্রামের আব্দুল খালেকের ছেলে। তাঁর লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ...
১০ মিনিট আগে