ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠিতে বাস পুকুরে পড়ে ১৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অনেকে। পুকুরে বাস পড়ে এত মৃত্যুর কারণ হিসেবে বলা হচ্ছে পুকুরের গভীরতা ৩০ ফুট হওয়ায় এত মৃত্যু হয়েছে। বাসের যাত্রী ও প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, অতিরিক্ত যাত্রী, অদক্ষ চালক, বেপরোয়া গতি ও পুকুরের গভীরতার কারণেই দুর্ঘটনা এবং এত মৃত্যু।
আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ঝালকাঠি সদর উপজেলার ধানসিঁড়ি ইউনিয়ন পরিষদসংলগ্ন ছত্রকান্দা এলাকায় এ ঘটনা ঘটে।
বাসার স্মৃতি পরিবহন নামের যাত্রীবাহী বাসটি ভান্ডারিয়া থেকে বরিশালের পথে ছাদে ও ভেতরে অতিরিক্ত যাত্রী নিয়ে দ্রুতগতিতে যাচ্ছিল। বাসে থাকা ঝালকাঠি সদর হাসপাতালে আহত যাত্রী আজাদ হোসেন (৫০) জানান, তিনি লক্ষ্মীপুর থেকে পিরোজপুরের ভান্ডারিয়ায় যান। এরপর বরিশালের উদ্দেশে এই বাসে ওঠেন। ভেতরে বসা ও দাঁড়ানো অর্ধশতাধিক যাত্রী ছিল। গাড়ির ছাদেও নেওয়া হয় যাত্রী। চালকের অদক্ষতায় এ দুর্ঘটনা ঘটেছে।
পিয়ারা বেগম (৪৫) নামে আরেক যাত্রী বলেন, ছোট মেয়ে সুমাইয়াকে (৬) নিয়ে চিকিৎসার জন্য বরিশালে যাচ্ছিলাম। পথে বাসটি উল্টে পুকুরে পড়ে যায়। আমি কোনো রকমে জানালা থেকে মাথা বের করে মেয়েকে হাতের কাছে পেয়ে টেনে নিয়ে বের হই। তখন দেখি সে মৃত। বলেই কান্নায় ভেঙে পড়েন তিনি।
ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন অপর যাত্রী নাইমুল ইসলাম বলেন, ‘ভান্ডারিয়া থেকে বরিশালের উদ্দেশে বাসটিতে যাচ্ছিলাম। গাড়ির ভেতরে ও ছাদে অতিরিক্ত যাত্রী নিয়ে দ্রুতগতিতে যাওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। আমি তিন-চার মিনিট পানির নিচে থাকার পর জানালা দিয়ে বের হই।
ঝালকাঠি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা শহিকুল ইসলাম জানান, পুকুরটি প্রায় ৩০ ফুট গভীর হওয়ায় এত বেশি মানুষের প্রাণহানি হয়েছে। ঘটনার পর দ্রুত এসে পাম্প লাগিয়ে পুকুরটি সেচ দিয়ে পানি কমানোয় অনেককে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। দুর্ঘটনার সঠিক কারণ জানা যায়নি, তদন্তে কারণ জানা যাবে। এ ছাড়া সড়কের পাশে এমন গভীর পুকুর খননও যাতে না করে কেউ, সে বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।
ঝালকাঠি পুলিশি সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল জানান, পুলিশ বিভাগরে ডিআইজি নিহতদের দাফন ও সৎকারের জন্য জনপ্রতি ১ লাখ টাকা প্রদানের ঘোষণা দিয়েছেন।
ঝালকাঠিতে বাস পুকুরে পড়ে ১৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অনেকে। পুকুরে বাস পড়ে এত মৃত্যুর কারণ হিসেবে বলা হচ্ছে পুকুরের গভীরতা ৩০ ফুট হওয়ায় এত মৃত্যু হয়েছে। বাসের যাত্রী ও প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, অতিরিক্ত যাত্রী, অদক্ষ চালক, বেপরোয়া গতি ও পুকুরের গভীরতার কারণেই দুর্ঘটনা এবং এত মৃত্যু।
আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ঝালকাঠি সদর উপজেলার ধানসিঁড়ি ইউনিয়ন পরিষদসংলগ্ন ছত্রকান্দা এলাকায় এ ঘটনা ঘটে।
বাসার স্মৃতি পরিবহন নামের যাত্রীবাহী বাসটি ভান্ডারিয়া থেকে বরিশালের পথে ছাদে ও ভেতরে অতিরিক্ত যাত্রী নিয়ে দ্রুতগতিতে যাচ্ছিল। বাসে থাকা ঝালকাঠি সদর হাসপাতালে আহত যাত্রী আজাদ হোসেন (৫০) জানান, তিনি লক্ষ্মীপুর থেকে পিরোজপুরের ভান্ডারিয়ায় যান। এরপর বরিশালের উদ্দেশে এই বাসে ওঠেন। ভেতরে বসা ও দাঁড়ানো অর্ধশতাধিক যাত্রী ছিল। গাড়ির ছাদেও নেওয়া হয় যাত্রী। চালকের অদক্ষতায় এ দুর্ঘটনা ঘটেছে।
পিয়ারা বেগম (৪৫) নামে আরেক যাত্রী বলেন, ছোট মেয়ে সুমাইয়াকে (৬) নিয়ে চিকিৎসার জন্য বরিশালে যাচ্ছিলাম। পথে বাসটি উল্টে পুকুরে পড়ে যায়। আমি কোনো রকমে জানালা থেকে মাথা বের করে মেয়েকে হাতের কাছে পেয়ে টেনে নিয়ে বের হই। তখন দেখি সে মৃত। বলেই কান্নায় ভেঙে পড়েন তিনি।
ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন অপর যাত্রী নাইমুল ইসলাম বলেন, ‘ভান্ডারিয়া থেকে বরিশালের উদ্দেশে বাসটিতে যাচ্ছিলাম। গাড়ির ভেতরে ও ছাদে অতিরিক্ত যাত্রী নিয়ে দ্রুতগতিতে যাওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। আমি তিন-চার মিনিট পানির নিচে থাকার পর জানালা দিয়ে বের হই।
ঝালকাঠি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা শহিকুল ইসলাম জানান, পুকুরটি প্রায় ৩০ ফুট গভীর হওয়ায় এত বেশি মানুষের প্রাণহানি হয়েছে। ঘটনার পর দ্রুত এসে পাম্প লাগিয়ে পুকুরটি সেচ দিয়ে পানি কমানোয় অনেককে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। দুর্ঘটনার সঠিক কারণ জানা যায়নি, তদন্তে কারণ জানা যাবে। এ ছাড়া সড়কের পাশে এমন গভীর পুকুর খননও যাতে না করে কেউ, সে বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।
ঝালকাঠি পুলিশি সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল জানান, পুলিশ বিভাগরে ডিআইজি নিহতদের দাফন ও সৎকারের জন্য জনপ্রতি ১ লাখ টাকা প্রদানের ঘোষণা দিয়েছেন।
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বেনীপুর সীমান্ত দিয়ে ৩ বাংলাদেশি নাগরিককে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে ফেরত দিয়েছে বিএসএফ। গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে তাদের হস্তান্তর করা হয়। পরে বিজিবি তাদের জীবননগর থানা-পুলিশের নিকট হস্তান্তর করে।
৩১ মিনিট আগেরংপুরের তারাগঞ্জে চুরির অপবাদে গণপিটুনিতে নিহত রূপলাল রবীদাস ও প্রদীপলাল রবীদাসের হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে। আজ শনিবার (১৬ আগস্ট) দুপুরে রংপুর প্রেসক্লাবের সামনে বাংলাদেশ দলিত পরিষদের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে নিহতদের স্বজনেরা বলেন, ‘রূপলাল ও প্রদীপকে প্রকাশ্যে অমানবিক
৩৯ মিনিট আগেরাজশাহীর পবা উপজেলার বামনশিখর গ্রামে একই পরিবারের চারজনের লাশ উদ্ধারের ঘটনায় দুটি মামলা হয়েছে। একটি হত্যা মামলা, অন্যটি অপমৃত্যুর মামলা। গতকাল শুক্রবার রাতে নগরের মতিহার থানায় মামলা দুটি দায়ের করা হয়। এর আগে শুক্রবার সকালে বাড়ির দুটি ঘরে চারজনের লাশ পাওয়া যায়। তারা হলেন,
১ ঘণ্টা আগেরাজধানীর শ্যামপুরের ঢাকা ম্যাচ ফ্যাক্টরি এলাকায় সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ শনিবার (১৬ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ওই বৃদ্ধকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায় কদমতলী থানা-পুলিশ। ভোর সাড়ে ৫টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
১ ঘণ্টা আগে