Ajker Patrika

বোরহানউদ্দিনে ধর্মীয় অনুভূতিতে আঘাতের মামলায় যুবকের ৮ বছরের কারাদণ্ড

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি
বোরহানউদ্দিনে ধর্মীয় অনুভূতিতে আঘাতের মামলায় যুবকের ৮ বছরের কারাদণ্ড

ভোলার বোরহানউদ্দিনে ফেসবুক আইডি হ্যাক করে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর অভিযোগে করা মামলায় বাপন দাস নামে এক যুবককে ৮ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। 

আজ রোববার দুপুর ১২টার দিকে বাপন দাস নামের ওই যুবককে এ সাজা দেন বরিশাল সাইবার ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের বিচারক এবং জেলা ও দায়রা জজ গোলাম ফারুক রায় ঘোষণা করেন। তথ্যটি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসতাক আহমেদ রুবেল। 

ইসতাক আহমেদ রুবেল জানান, বাপন দাসকে তিনটি ধারায় কারাদণ্ড দেওয়া হয়েছে। সবগুলো ধারার সাজা চলবে একই সঙ্গে। ৩৪ ধারায় ৮ বছরের সশ্রম কারাদণ্ড ও ৩ লাখ টাকা জরিমানা আরও অনাদায়ে ২ বছরের কারাদণ্ড, ২৮ / ১ ধারায় ২ বছরের কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড এবং ৩১ / ১ ধারায় ৪ বছরের সশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে ৬ মাসের সাজা দেওয়া হয়েছে। 

আদালত থেকে জানা যায়, ২০১৯ সালের ১৮ অক্টোবর ফেসবুকে মহানবী হজরত মুহাম্মদ (সঃ) এর নামে কটূক্তি করার অভিযোগ ওঠে। 

ভোলার বোরহানউদ্দনে বিপ্লব চন্দ্র শুভ নামে এক ব্যক্তির ফেসবুক আইডি থেকে ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এমন পোস্ট করা হয় বলে জানা যায়। বিপ্লব চন্দ্র ওই দিনই তাঁর ফেসবুক আইডি হ্যাক হয়েছে বলে বোরহানউদ্দিন থানায় একটি জিডি করেন। এ ঘটনার দুদিন পর ২০১৯ সালের ২০ অক্টোবর বোরহানউদ্দিন উপজেলার ঈদগাহ মাঠে বিক্ষোভ করেন স্থানীয়রা। সে সময় পুলিশের সঙ্গে তাঁদের সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ গুলি করলে ৪ জন নিহত হন। ওই ঘটনায় বোরহানউদ্দিন থানায় আরও দুটি পৃথক মামলা হয়। যা এখনো আদালতে বিচারাধীন। 

ঘটনার তদন্তে পুলিশ বিপ্লব চন্দ্রসহ মো. ইমন ও মো. রাফসান নামে তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। তবে তাঁদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁদের ছেড়ে দেওয়া হয়। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে হ্যাকার বাপন দাসকে ২০২০ সালের ২৬ জানুয়ারি গ্রেপ্তার করা হয়। তিনি ১৬৪ ধারায় জবানবন্দিও দেন। আদালতে তার বিরুদ্ধে ২০২১ সালের পয়লা আগস্ট অভিযোগপত্র দেওয়া হয়। 

ইসতাক আহমেদ বলেন, ‘এসব মামলার রায় আজ ঘোষণা করা হয়েছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত