Ajker Patrika

আমতলী পৌর নির্বাচন: পোস্টার টাঙাতে গিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৮

আমতলী (বরগুনা) প্রতিনিধি
আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৯: ১৬
আমতলী পৌর নির্বাচন: পোস্টার টাঙাতে গিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৮

বরগুনার আমতলীতে পৌরসভা নির্বাচনে পোস্টার টাঙানোকে কেন্দ্র করে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আটজন আহত হয়েছে। আজ সোমবার দুপুরে পৌরসভার ফকিরবাড়ীর সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে। গুরুতর আহত পাঁচজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আমতলী পৌর নির্বাচনে ১ নম্বর ওয়ার্ডে এক পক্ষ পোস্টার টাঙাতে গেলে অপর পক্ষের সমর্থকদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। তাতে অন্তত আটজন আহত হয়। আহত মীর হাবিবুর রহমান, মুছা, কুদরাত, মামুন ও ইমরানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহত ইমরান বলেন, ‘কাউন্সিলর প্রার্থী মীর হাবিবুর রহমান ও তাঁর সমর্থকেরা আমাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেছে। আমি এ ঘটনার বিচার চাই।’

কাউন্সিলর প্রার্থী মীর হাবিবুর রহমান বলেন, ‘পোস্টার টাঙাতে গেলে আমার ছয়-সাতজন সমর্থককে হাবিবুর রহমান ফকিরের সমর্থকেরা পিটিয়ে জখম করেছে।’

হাবিবুর রহমান ফকির বলেন, ‘আমার পোস্টার ছিঁড়ে মীর হাবিবুর রহমানের সমর্থকেরা তাঁর পোস্টার টাঙাচ্ছিল। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মীর হাবিবুর রহমান ও তাঁর লোকজন আমার লোকজনকে কুপিয়ে গুরুতর জখম করেছে।’

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মেহেরীন আশ্রাফ বলেন, আহত একজনকে পটুয়াখালী পাঠানো হয়েছে। আহত অন্যদের এখানেই চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত