Ajker Patrika

ইঞ্জিন বিকল হয়ে ১৪ জেলে নিয়ে বঙ্গোপসাগরে ভাসছে ট্রলার

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
আপডেট : ২১ মে ২০২৩, ১২: ৪৫
ইঞ্জিন বিকল হয়ে ১৪ জেলে নিয়ে বঙ্গোপসাগরে ভাসছে ট্রলার

বরগুনার পাথরঘাটায় ইঞ্জিন বিকল হয়ে এফবি মারিয়া নামের একটি মাছ ধরার ট্রলার গত চার দিন ধরে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ভাসছে। ট্রলারটি উদ্ধারের জন্য মালিক সমিতির পক্ষ থেকে সাগরে আরেকটি ট্রলার পাঠানো হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ১০টায় বিষয়টি নিশ্চিত করেছেন জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী। 

ট্রলারের মালিক ও মাঝি ছগির হোসেনের বরাত দিয়ে গোলাম মোস্তফা চৌধুরী আজকের পত্রিকাকে জানান, ১৫ মে দুপুরে পাঁচ দিনের বাজার সদাই করে ১৪ জন মাঝিমাল্লা নিয়ে সাগরে রওনা দেয় এফবি মারিয়া নামের ট্রলারটি। ৬৫ দিনের মৎস্য অবরোধ শুরুর আগেই এটি ঘাটে আসার কথা ছিল। কিন্তু ১৮ মে পানি ঢুকে ইঞ্জিন বিকল হয়ে যায়। সেই থেকেই সাগরে ভাসছে ট্রলারটি। 

গোলাম মোস্তফা চৌধুরী আরও বলেন, রোববার সকাল ১০টার দিকে ট্রলারটি ভাসতে ভাসতে নেটওয়ার্কের আওতায় এলে মালিক সমিতিকে বিষয়টি জানান ট্রলার মালিক ও মাঝি সগির হোসেন। এরপর ট্রলারটি উদ্ধারে সাগরে আরেকটি ট্রলার পাঠানো হয়। 

পাথরঘাটা দক্ষিণ স্টেশন কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার মাহবুবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, সাগরে ভাসতে থাকা ট্রলারটি উদ্ধারের জন্য মালিক সমিতির একটি ট্রলার নিয়ে বঙ্গোপসাগরে রওনা হয়েছি। ট্রলারের মাঝিমাল্লা সবাই নিরাপদ রয়েছেন বলেও জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত