মুলাদী (বরিশাল) প্রতিনিধি
বরিশালের মুলাদীতে লাউগাছের এক বোঁটায় ধরেছে ১৭টি লাউ। পৌর এলাকার তেরচর গ্রামের পশ্চিম বাজার লঞ্চঘাট এলাকার শহীদুল ইসলাম হাওলাদারের বাড়ির একটি লাউগাছে ব্যতিক্রমী এই ফলন হয়েছে। এগুলোর মধ্যে পাঁচটি লাউ ছোট থাকলেও বাকি ১১টি বেশ বড়।
লাউগাছটি উন্নত জাতের কি না, জানতে চাইলে শহীদুল ইসলাম জানান, বাজার থেকে কিনে আনা লাউয়ের একটি চারা থেকে অনেক জায়গাজুড়ে লতা ছড়িয়ে পড়ে এবং অন্যান্য বোঁটায় একটি করে ধরলেও একটি বোঁটায় ১৭টি লাউ ধরেছে।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুল ইসলাম জানান, জেনেটিক্যাল পরিবর্তনের কারণে এক বোঁটায় একাধিক লাউ ধরতে পারে। তবে এই লাউয়ের বীজ থেকে পরে এক বোঁটায় একাধিক লাউ ধরলে বীজগুলো সংরক্ষণ করা হবে।
শহীদুল ইসলাম জানান, চলতি মৌসুমে বাজার থেকে লাউয়ের চারা কিনে বাড়ির পাশে পরিত্যক্ত জায়গায় রোপণ করেন। কয়েক দিনের মধ্যে লাউয়ের চারা বেশ মোটা হয় এবং দ্রুত ছড়াতে থাকে। কয়েক দিন আগে দেখা যায়, লাউয়ের এক বোঁটায় ‘আঙুর’-এর ছড়ার মতো লাউ ধরেছে। পরে ছিঁড়ে যাওয়ার আশঙ্কায় চালার সঙ্গে বেঁধে দিয়েছেন তিনি।
উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, কৃত্রিম পরাগায়নেও এক ফুলে একাধিক ডিম্বাণু নিষিক্ত হলে একাধিক লাউ ধরতে পারে। লাউয়ের মালিককে বীজ সংরক্ষণ করার পরামর্শ দেওয়া হয়েছে। ওই লাউবীজের চারা থেকে এক বোঁটায় একাধিক লাউ ধরলে বীজগুলো বাণিজ্যিকভাবে অন্য কৃষকদের মধ্যে বিতরণ করা হবে। এতে অল্প জায়গায় কৃষকেরা বেশি ফলন পেতে পারেন।
বরিশালের মুলাদীতে লাউগাছের এক বোঁটায় ধরেছে ১৭টি লাউ। পৌর এলাকার তেরচর গ্রামের পশ্চিম বাজার লঞ্চঘাট এলাকার শহীদুল ইসলাম হাওলাদারের বাড়ির একটি লাউগাছে ব্যতিক্রমী এই ফলন হয়েছে। এগুলোর মধ্যে পাঁচটি লাউ ছোট থাকলেও বাকি ১১টি বেশ বড়।
লাউগাছটি উন্নত জাতের কি না, জানতে চাইলে শহীদুল ইসলাম জানান, বাজার থেকে কিনে আনা লাউয়ের একটি চারা থেকে অনেক জায়গাজুড়ে লতা ছড়িয়ে পড়ে এবং অন্যান্য বোঁটায় একটি করে ধরলেও একটি বোঁটায় ১৭টি লাউ ধরেছে।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুল ইসলাম জানান, জেনেটিক্যাল পরিবর্তনের কারণে এক বোঁটায় একাধিক লাউ ধরতে পারে। তবে এই লাউয়ের বীজ থেকে পরে এক বোঁটায় একাধিক লাউ ধরলে বীজগুলো সংরক্ষণ করা হবে।
শহীদুল ইসলাম জানান, চলতি মৌসুমে বাজার থেকে লাউয়ের চারা কিনে বাড়ির পাশে পরিত্যক্ত জায়গায় রোপণ করেন। কয়েক দিনের মধ্যে লাউয়ের চারা বেশ মোটা হয় এবং দ্রুত ছড়াতে থাকে। কয়েক দিন আগে দেখা যায়, লাউয়ের এক বোঁটায় ‘আঙুর’-এর ছড়ার মতো লাউ ধরেছে। পরে ছিঁড়ে যাওয়ার আশঙ্কায় চালার সঙ্গে বেঁধে দিয়েছেন তিনি।
উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, কৃত্রিম পরাগায়নেও এক ফুলে একাধিক ডিম্বাণু নিষিক্ত হলে একাধিক লাউ ধরতে পারে। লাউয়ের মালিককে বীজ সংরক্ষণ করার পরামর্শ দেওয়া হয়েছে। ওই লাউবীজের চারা থেকে এক বোঁটায় একাধিক লাউ ধরলে বীজগুলো বাণিজ্যিকভাবে অন্য কৃষকদের মধ্যে বিতরণ করা হবে। এতে অল্প জায়গায় কৃষকেরা বেশি ফলন পেতে পারেন।
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর (চলতি দায়িত্ব) জাহাঙ্গীর আলমকে একাধিক মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে ফাতেমাতুজ্জোহুরা নামের এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে। উপজেলা রিসোর্স সেন্টার কার্যালয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত ওই শিক্ষকের বাড়ি নওগাঁ জেলার ধামইরহাট
২ মিনিট আগেখুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) রোকেয়া হলের ৩৪ লাখ টাকা এক দিনে ব্যাংক থেকে তুলে হল প্রভোস্ট তাঁর পারিবারিক কাজে ব্যবহার করেছেন বলে অভিযোগ উঠেছে। এ খবর জানাজানি হওয়ার পর আগামী ৬ মাসের মধ্যে এই টাকা হলে ফেরত দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
৫ মিনিট আগেমধ্যনগর উপজেলার কৃষক লীগের আহ্বায়ক মো. রুহুল আমিন তালুকদার রব রাজনীতি থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়েছেন। গতকাল রোববার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ ঘোষণা দেন তিনি।
২৮ মিনিট আগেরাজধানীর মগবাজারের দিলু রোড এলাকায় ১০ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। আজ সোমবার (১১ আগস্ট) শিশুর নানা বাদী হয়ে থানায় মামলা করেছেন। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৪২ মিনিট আগে