Ajker Patrika

মেঘনা থেকে লঞ্চযাত্রী যুবকের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
আপডেট : ১০ এপ্রিল ২০২৩, ২০: ০৮
মেঘনা থেকে লঞ্চযাত্রী যুবকের লাশ উদ্ধার

বরিশাল নগরীর কালীবাড়ি সড়কের বাসিন্দা শেখ রেফাত মাহামুদের লাশ মেঘনা নদী থেকে উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সকালে লাশ উদ্ধার করা হয়।

গত শুক্রবার রাতে ঢাকা যাওয়ার উদ্দেশে বরিশাল থেকে লঞ্চে ওঠেন শেখ রেফাত মাহামুদ (২৫)। এর পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। আজ সকালে মেঘনা নদীতে জেলেদের জালে তাঁর লাশ আটকা পড়লে খবর পেয়ে সেখান থেকে পরিবারের সদস্যরা লাশ উদ্ধার করেন। 
 
বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আজ সকালে হিজলা উপজেলার মেঘনা নদীতে রেফাতের লাশ জেলেদের জালে আটকে গেলে পরে তা উদ্ধার করা হয়।’ 

রেফাতের পরিবার জানায়, শুক্রবার রাতে বরিশাল-ঢাকা রুটের এমভি শুভরাজ-৯ লঞ্চে বরিশাল থেকে ঢাকা যাওয়ার পথে নিখোঁজ হন রেফাত। শনিবার বরিশাল কোতোয়ালি মডেল থানায় জিডি করেছিলেন তাঁর বাবা। 

রেফাতের বাবা ঠিকাদার শেখ আসলাম মাহমুদ বলেন, ‘বরিশাল বিএম কলেজ থেকে হিসাববিজ্ঞান বিভাগে স্নাতকোত্তর সম্পন্ন করেছিল রেফাত। আবুল খায়ের গ্রুপে চাকরি হয়েছিল। শনিবার সেখানে যোগদানের কথা ছিল। চাকরিতে যোগদান করতে শুক্রবার বরিশাল থেকে শুভরাজ-৯ লঞ্চে ঢাকা রওনা দেয় রেফাত। কীভাবে নদীতে পড়ে মারা গেল তা জানি না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত