নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশালে প্রায় আড়াইশ একর জমি অধিগ্রহণ চেয়ে সরকারি ১০টি প্রতিষ্ঠান আবেদন করেছে। এভাবে অকৃষিখাতে জমি ছেড়ে দেওয়ায় বরিশালে কৃষি জমি কমে আসছে। অকৃষিখাতে একবার জমি চলে গেলে তা আর ফিরিয়ে আনা যায় না। তার ওপর সৌরবিদ্যুৎ ব্যবহারের জন্য কৃষিজমিতে সোলার প্যানেল স্থাপন করলে ফসলি জমি কমবে।
আজ শনিবার ‘সৌর বিদ্যুতের সম্ভাবনা: ভূমি প্রাপ্যতার বাস্তবতা’ বিষয়ক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন।
বক্তারা বলেন, সড়কের ডিভাইডারে, ভবনের ছাদে প্যানেল স্থাপন করা যেতে পারে। এক্ষেত্রে ব্যয় কমাতে হবে। বর্তমানে বিভিন্ন খাতে ৭৭ শতাংশ জৈব জ্বালানি ব্যবহার করা হচ্ছে। ফলে পরিবেশের ব্যাপক ক্ষতি হচ্ছে। বায়ু দূষণ রোধ করা যাচ্ছে না। তাই সৌরবিদ্যুৎ ব্যবহারের দিকে যাওয়া ছাড়া আমাদের সুযোগ নেই।
নগরীর সেলিব্রেশন পয়েন্টে পরিবেশবাদী সংগঠন বেলা ও ক্লিন কর্মশালার আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাহ মো. রফিকুল ইসলাম।
তিনি বক্তব্যে বলেন, ‘বরিশালে প্রায় আড়াইশ একর জমি অধিগ্রহণ চেয়ে আবেদন করেছে ১০টি সরকারি প্রতিষ্ঠান। তার মধ্যে স্টেডিয়াম, আনসার ক্যাম্প, বাইপাস এর জন্য কৃষি জমি চাওয়া হয়েছে। অকৃষিখাতে এই জমি চলে গেলে তা আর ফেরানো যায় না। তাই কৃষি জমি রক্ষায় তাদের আরও সতর্ক হতে হবে।’
পরিবেশবাদী সংগঠন বেলার রাইসুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চেয়ারম্যান সুপ্রভাত হালদার, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আহম্মেদ পারভেজ, পল্লি বিদ্যুৎ সমিতির এজিএম গিয়াস উদ্দিন, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আঞ্জুম আরা ও ক্লিনের প্রধান নির্বাহী হাসান মেহেদী। স্বাগত বক্তব্য দেন বেলার বিভাগীয় সমন্বয়ক লিংকন বায়েন।
বিশ্ববিদ্যালয় শিক্ষক, পরিবেশবিদ, প্রকৌশলী, আইনজীবী, সাংবাদিকসহ ৪০ জন বিভিন্ন পেশাজীবী এ কর্মশালায় অংশ নেন।
বরিশালে প্রায় আড়াইশ একর জমি অধিগ্রহণ চেয়ে সরকারি ১০টি প্রতিষ্ঠান আবেদন করেছে। এভাবে অকৃষিখাতে জমি ছেড়ে দেওয়ায় বরিশালে কৃষি জমি কমে আসছে। অকৃষিখাতে একবার জমি চলে গেলে তা আর ফিরিয়ে আনা যায় না। তার ওপর সৌরবিদ্যুৎ ব্যবহারের জন্য কৃষিজমিতে সোলার প্যানেল স্থাপন করলে ফসলি জমি কমবে।
আজ শনিবার ‘সৌর বিদ্যুতের সম্ভাবনা: ভূমি প্রাপ্যতার বাস্তবতা’ বিষয়ক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন।
বক্তারা বলেন, সড়কের ডিভাইডারে, ভবনের ছাদে প্যানেল স্থাপন করা যেতে পারে। এক্ষেত্রে ব্যয় কমাতে হবে। বর্তমানে বিভিন্ন খাতে ৭৭ শতাংশ জৈব জ্বালানি ব্যবহার করা হচ্ছে। ফলে পরিবেশের ব্যাপক ক্ষতি হচ্ছে। বায়ু দূষণ রোধ করা যাচ্ছে না। তাই সৌরবিদ্যুৎ ব্যবহারের দিকে যাওয়া ছাড়া আমাদের সুযোগ নেই।
নগরীর সেলিব্রেশন পয়েন্টে পরিবেশবাদী সংগঠন বেলা ও ক্লিন কর্মশালার আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাহ মো. রফিকুল ইসলাম।
তিনি বক্তব্যে বলেন, ‘বরিশালে প্রায় আড়াইশ একর জমি অধিগ্রহণ চেয়ে আবেদন করেছে ১০টি সরকারি প্রতিষ্ঠান। তার মধ্যে স্টেডিয়াম, আনসার ক্যাম্প, বাইপাস এর জন্য কৃষি জমি চাওয়া হয়েছে। অকৃষিখাতে এই জমি চলে গেলে তা আর ফেরানো যায় না। তাই কৃষি জমি রক্ষায় তাদের আরও সতর্ক হতে হবে।’
পরিবেশবাদী সংগঠন বেলার রাইসুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চেয়ারম্যান সুপ্রভাত হালদার, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আহম্মেদ পারভেজ, পল্লি বিদ্যুৎ সমিতির এজিএম গিয়াস উদ্দিন, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আঞ্জুম আরা ও ক্লিনের প্রধান নির্বাহী হাসান মেহেদী। স্বাগত বক্তব্য দেন বেলার বিভাগীয় সমন্বয়ক লিংকন বায়েন।
বিশ্ববিদ্যালয় শিক্ষক, পরিবেশবিদ, প্রকৌশলী, আইনজীবী, সাংবাদিকসহ ৪০ জন বিভিন্ন পেশাজীবী এ কর্মশালায় অংশ নেন।
রনির বাড়ি লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নে। তিনি ওই ইউনিয়নের বৃহত্তর রামগতি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক তোরাবগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মৃত মহিউদ্দিন আহমেদ সেলিমের ছোট ছেলে।
১ মিনিট আগেগাইবান্ধা আদালতে দুই সন্তানের জনককে শিশু পরিচয়ে ভুয়া জন্মসনদ দেখিয়ে জামিনে মুক্ত করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আদালতের নথি জালিয়াতি, আসামির পরিচয় পরিবর্তন এবং শিশু আদালতকে ভুল পথে পরিচালিত করার অভিযোগ উঠেছে। মামলার নথি ও সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ১৫ জুলাই সেনাবাহিনীর অভিযানে গোবিন্দগঞ্জ উপজেলার তালুক কান
১ মিনিট আগেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) স্নাতক প্রথম বর্ষের (২০২৪-২৫ শিক্ষাবর্ষ) ক্লাস আগামী ২১ সেপ্টেম্বর থেকে শুরু করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। গতকাল বুধবার (১৩ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টায় গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক
১৪ মিনিট আগেপুলিশ সুপার বলেন, মাদক নিয়ন্ত্রণে সরকারের আরও একটি বিভাগ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কাজ করছে। তবে মাদক নির্মূলের জন্য সবার সহযোগিতা জরুরি। তিনি তথ্য দিয়ে কিংবা সামাজিক প্রতিরোধের মাধ্যমে মাদক নির্মূলের আহ্বান জানান। প্রয়োজনে মাদকের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সামাজিকভাবে বয়কট করার পরামর্শও দে
১৭ মিনিট আগে