Ajker Patrika

পাথরঘাটায় ৫ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, ধরা পড়ে বললেন ‘শয়তানের ধোঁকা’

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
আপডেট : ২১ জুন ২০২৩, ১৩: ০৪
পাথরঘাটায় ৫ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, ধরা পড়ে বললেন ‘শয়তানের ধোঁকা’

বরগুনার পাথরঘাটায় পাঁচ বছরের এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে ইজিবাইকচালক জয়নাল ফকিরের (৪৭) বিরুদ্ধে। এ ঘটনায় জয়নালকে আটক করে থানার পুলিশের কাছে সোপর্দ করে স্থানীয়রা। ধরা পড়ার পর থানায় সোপর্দ করার আগে জয়নাল ফকির দোষ স্বীকার করে জানান, শয়তানের ধোঁকায় এমনটি ঘটিয়েছেন তিনি।

গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের রূপধন এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত জয়নাল ফকির একই ইউনিয়নের কালীবাড়ি এলাকার মৃত রোমেজ উদ্দিন ফকিরের ছেলে। এ ঘটনায় পাথরঘাটা থানায় ধর্ষণচেষ্টার মামলা করেছেন ভুক্তভোগীর মা।

স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগীকে বাড়ির সামনে থেকে খাবারের প্রলোভন দেখিয়ে অটোরিকশায় করে মনি মণ্ডলের বাগানে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় মণ্ডলবাড়ির লোকজন দেখতে পেয়ে শিশুটিকে উদ্ধার করে অভিভাবকের কাছে পৌঁছে দেয়। আর জয়নালকে ধরে মারধর করে মাথার চুল কেটে দিয়ে পুলিশকে খবর দেয়।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম হাওলাদার আজকের পত্রিকাকে জানান, বাগানে নিয়ে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করলে স্থানীয়রা টের পায়। পরে শিশুটিকে উদ্ধার করা অভিযুক্ত জয়নালকে আটকে রাখে স্থানীয়রা। পরে রাত ৮টার দিকে থানার পুলিশ গিয়ে জয়নালকে আটক করে। তাঁর বিরুদ্ধে ধর্ষণচেষ্টার মামলা করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

সেদ্ধ ডিমের খোসা ছাড়ানোর সহজ উপায় জানালেন বিজ্ঞানীরা

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত