Ajker Patrika

আমতলীতে বাসচাপায় মোটরসাইকেলচালক নিহত

আমতলী (বরগুনা) প্রতিনিধি
আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৪: ৫২
আমতলীতে বাসচাপায় মোটরসাইকেলচালক নিহত

বরগুনার আমতলীতে বাসচাপায় আলী হাওলাদার (১৮) নামের মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে উপজেলা আমতলী-কুয়াকাটা সড়কের সৈকত ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

এদিকে উপজেলার তারিকাটা নামক স্থানে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার খাদে পড়ে গেলে চারজন আহত হয়েছেন। গুরুতর আহত তিনজনকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, ইসলাম পরিবহন পেছন থেকে মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেলচালক নিহত হন।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা গোলাম রাব্বি বলেন, হাসপাতালে আনার আগেই আলী হাওলাদার মারা গেছেন। অপর দুর্ঘটনায় আহত চারজনের তিনজনকে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু আজকের পত্রিকাকে বলেন, বাসটি জব্দ করা হয়েছে। লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত