Ajker Patrika

সাংগঠনিক সম্পাদক থেকে সদস্য, অপমানে বিএনপি থেকে পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২২, ১৯: ৩২
সাংগঠনিক সম্পাদক থেকে সদস্য, অপমানে বিএনপি থেকে পদত্যাগ

বরিশালের বাকেরগঞ্জ পৌর বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্য পদ থেকে এস এম মনিরুজ্জামান মনি পদত্যাগপত্র দিয়েছেন। ২০২০ সালে বাকেরগঞ্জ পৌর নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী হলেও তাঁকে ঘোষিত কমিটিতে ১৬ নম্বর সদস্য করায় অপমানে পদত্যাগ করেছেন বলে জানা গেছে। 

আজ সোমবার দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিবের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্য মনিরুজ্জামান। 

পদত্যাগপত্রে মনিরুজ্জামান উল্লেখ করেন, বিগত সময়ে তিনি বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন। পৌর নির্বাচনে ধানের শীষ প্রতীকে মেয়র প্রার্থী হিসেবেও অংশ নেন। এমনকি ১৭ বছর ধরে উপজেলা বিএনপির দপ্তরের দায়িত্ব পালন করেছেন। অথচ সদ্য ঘোষিত পৌর বিএনপির ২১ সদস্যের কমিটিতে তাকে ১৬ নম্বর সদস্য করা হয়েছে। এতে তিনি (মনির) অপমানিত ও মর্মাহত হয়েছেন। 

এ বিষয়ে বরিশাল দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক মজিবর রহমান নান্টু বলেন, ‘পদত্যাগের বিষয়টি এখনো আমাদের নলেজে আসেনি। তিনি মেয়র প্রার্থী ছিলেন তাতে কী হয়েছে? নতুন কমিটিতে মান অভিমান থাকতেই পারে।’ 

প্রসঙ্গত, গত শনিবার বরিশাল সদর উপজেলা বিএনপির কমিটি জামায়াত ও আওয়ামী লীগ ঘেঁষা উল্লেখ করে পদবঞ্চিত নেতা-কর্মীরা ঝাড়ুমিছিল করে নগরীর দলীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

নিজ কার্যালয়ে র‍্যাব কর্মকর্তার গুলিবিদ্ধ লাশ, পাশে চিরকুট

ভাগনের বিয়েতে ১ কেজি সোনা, ৪ বস্তা টাকা, ২১০ বিঘা জমি, পেট্রলপাম্প উপহার দিল মাড়োয়ারি পরিবার

আকাশ প্রতিরক্ষায় কে এগিয়ে, পাকিস্তান কি ভারতের আক্রমণ ঠেকাতে সক্ষম

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের এমডির অপসারণের দাবিতে আন্দোলনে কর্মীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত