Ajker Patrika

ভোলায় বিএনপির অর্ধদিবস হরতাল পালিত

ভোলা প্রতিনিধি
আপডেট : ০৪ আগস্ট ২০২২, ১৪: ২২
ভোলায় বিএনপির অর্ধদিবস হরতাল পালিত

ভোলায় বিএনপির ডাকা অর্ধদিবস হরতাল শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে দুপুর পৌনে ১২টা পর্যন্ত হরতাল পালিত হয়। 

হরতালের সমর্থনে সদর রোডের মহাজনপট্টির জেলা বিএনপির কার্যালয়ের সামনে রাস্তায় অবস্থান নেন নেতা-কর্মীরা। দফায় দফায় বিক্ষোভ মিছিল করেন বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। এ সময় তাঁরা সরকারবিরোধী বিভিন্ন স্লোগানে দেন। 

সরেজমিনে দেখা যায়, সদর রোডের অধিকাংশ দোকানপাট বন্ধ ছিল। সদর উপজেলার বাংলা স্কুল মোড় থেকে সদর রোড ও কালিনাথ রায়েরবাজার পর্যন্ত রিকশা, অটোরিকশা চলাচল বন্ধ ছিল। শহরের বাইরে অন্যান্য যানবাহন চলাচল করেছে। সকাল থেকে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে চলাচল করেছে যাত্রীবাহী বাসসহ বিভিন্ন যানবাহন। 

ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে চলাচলকারী আরাফাত পরিবহনের গাড়ি চালক জয়নাল আবেদীন বলেন, গাড়িতে যাত্রী কম ছিল। 

ভোলা শহরের বিভিন্ন এলাকায় অতিরিক্ত পুলিশ সতর্ক অবস্থায় থাকলেও বিএনপির ডাকা অর্ধদিবস হরতাল ও বিক্ষোভ মিছিলে কোনো বাধা দেয়নি। 

জেলা বিএনপির কার্যালয়ের সামনে রাস্তায় অবস্থান নেন বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরাএ বিষয়ে ভোলা সদর মডেল থানার ওসি মো. এনায়েত হোসেন আজকের পত্রিকাকে বলেন, বিএনপির ডাকা অর্ধদিবস হরতাল দুপুর ১২টার দিকেই শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কাউকে আটকও করা হয়নি। 

এদিকে দুপুরে ভোলা জেলা বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলম ও স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিমের হত্যাকাণ্ডের জন্য পুলিশকে দায়ী করেন। তাঁরা সরকারের কাছে এই হত্যাকাণ্ডের বিচার দাবি করেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, শামসুজ্জামান দুদু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান, কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল প্রমুখ। এতে জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীর অর্ধবেলা হরতাল শান্তিপূর্ণভাবে পালন করায় দলীয় নেতা-কর্মীসহ ভোলাবাসীকে ধন্যবাদ জানান। 

অর্ধদিবস হরতালে বন্ধ ছিল শহরের দোকানপাটউল্লেখ্য, গত রোববার পুলিশ-বিএনপি সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে লাইফ সাপোর্টে থাকা ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলমের মৃত্যু হয় গতকাল বুধবার। এ ঘটনায় বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত আধা বেলা হরতালের ডাক দেয় জেলা বিএনপি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

নিজ কার্যালয়ে র‍্যাব কর্মকর্তার গুলিবিদ্ধ লাশ, পাশে চিরকুট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত