Ajker Patrika

নির্বাচনী সহিংসতায় দুই চেয়ারম্যান প্রার্থীসহ আহত ১০

প্রতিনিধি, ঝালকাঠি
আপডেট : ০৩ জুলাই ২০২১, ২১: ১৭
নির্বাচনী সহিংসতায় দুই চেয়ারম্যান প্রার্থীসহ আহত ১০

ঝালকাঠিতে ইউনিয়নে নির্বাচনী সহিংসতায় আওয়ামী লীগের দুই বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীসহ ১০ জন আহত হয়েছেন। আহতদের ঝালকাঠি সদর হাসপাতাল ও বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা জানান, গত শুক্রবার রাতে সদর উপজেলার গাবখান ধানসিঁড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী এ কে এম জাকির হোসেন রূপসীয়া গ্রামে গণসংযোগ করছিলেন।

এ সময় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল কালাম মাসুমের কর্মীরা কুপিয়ে জাকির হোসেনকে আহত করে। রাতে তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। জাকির হোসেন সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান।

একই রাতে নলছিটি উপজেলার কুলকাঠি ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী শামসুল আলম মল্লিকের নির্বাচনী প্রচারণায় হামলার অভিযোগ উঠেছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কর্মীদের বিরুদ্ধে। হামলায় শামসুল আলম, তার ভাই শাহজাহান মল্লিক, সমর্থক লাল চানসহ ৭ জন আহত হয়।

অন্যদিকে একই রাতে সদর উপজেলার গাভারামচন্দ্রপুর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলাম লিটনের প্রচার মাইক ভাঙচুর করেছে। এছাড়া দুই কর্মীকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী গোলাম মাওলা মাসুম শেরওয়ানির কর্মীদের বিরুদ্ধে। এসব ঘটনায় আহতদের ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হামলার ঘটনায় থানায় এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি বলে জানান ঝালকাঠি সদর ও নলছিটি থানা পুলিশ।  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত