Ajker Patrika

কলাপাড়ায় ৩০টি তাল গাছ কাটায় ইউপি চেয়ারম্যানকে বরখাস্তের নির্দেশ 

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
কলাপাড়ায় ৩০টি তাল গাছ কাটায় ইউপি চেয়ারম্যানকে বরখাস্তের নির্দেশ 

পটুয়াখালীর কলাপাড়ায় সড়ক সংস্কারের জন্য ৩০টি তালগাছ কাটার ঘটনায় মহিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. ফজলু গাজী ও ইউপি সদস্য মো. সোবাহান হাওলাদারকে সাময়িক বরখাস্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই আদেশে এ ঘটনার ব্যাখ্যা জানাতে এলজিইডি (স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ) কলাপাড়া উপজেলা প্রকৌশলীকে ৩০ মে আদালতে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে। 

গতকাল বৃহস্পতিবার বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি এ কে এম রবিউল হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এ আদেশ দেন। তালগাছ কাটার ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কৃষি কর্মকর্তার প্রতিবেদন দাখিলের পর শুনানি শেষে এ আদেশ দেন আদালত। 

আদালত আদেশে বলেছেন, এ-সংক্রান্ত রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যকে সাময়িক বরখাস্ত রাখতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতি নির্দেশ দেওয়া হলো। এই আদেশ পাওয়ার সাত দিনের মধ্যে নির্দেশ বাস্তবায়নে পদক্ষেপ নিতে বলা হয়েছে। 
 
এলজিইডির কলাপাড়া উপজেলা প্রকৌশলী ফয়সাল বারী পূর্ন জানান, জলবায়ু সহিষ্ণু গ্রামীন অবকাঠামো প্রকল্পের আওতায় মহিপুর ইউনিয়নের নজিবপুর গ্রামে ৯ লাখ ৭৫ হাজার টাকা ব্যয়ে ৬০০ মিটার দৈর্ঘ্য ও ১৬ ফিট প্রশস্ত মাটির কাজের ঠিকাদার চুক্তিবদ্ধ হয় স্থানীয় নারী শ্রমিক সভাপতি রোজিনা ও সেক্রেটারি মোসা. নুরুন্নাহার বেগম। কর্মকর্তা কর্মচারীরা ঈদের ছুটিতে থাকার সুযোগে অফিসকে অবগত না করে তারা ভেকু দিয়ে কাজ শুরু করায় ৩০ এপ্রিল তাদের ভেকু প্রত্যাহার প্রসঙ্গে চিঠি দেওয়া হয়েছে। এর পর তালগাছ কাটার ঘটনা জানার পর ২ মে উপসহকারী প্রকৌশলী আবুল হোসেনের নেতৃত্বে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কোনো ধরনের অনুমোদন ছাড়াই সড়কের পার্শ্ববর্তী তাল গাছ কেটে ফেলা ও কোদালের পরিবর্তে ভেকু দিয়ে কাজ করার ঘটনার সত্যতা পাওয়ায় সংশ্লিষ্ট প্রকল্পের পরিচালককে ঠিকাদার চুক্তি বাতিলের জন্য সুপারিশ পত্র পাঠানো হয়। 

কলাপাড়া উপজেলার ইউএনও মো. জাহাঙ্গীর হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘হাইকোর্টের নির্দেশ অনুসারে আমি ও কৃষি কর্মকর্তা আদালতে এ ঘটনার প্রতিবেদন দাখিল করেছি। আদালত প্রতিবেদনের ওপর শুনানি নিয়ে চেয়ারম্যান, মেম্বারকে রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সাময়িক বরখাস্তের আদেশ দিয়েছেন। আদালতের আদেশের কপি হাতে পেয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত