পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালীর বাউফল রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দেশ রূপান্তরের উপজেলা প্রতিনিধি মো. সিদ্দিকুর রহমানকে দেখে নেওয়ার হুমকি দিয়েছেন পটুয়াখালী জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির সোহাগ।
মঙ্গলবার বেলা দেড়টার দিকে মোবাইলে ওই হুমকি দেন তিনি। ঘটনার পর ওই সাংবাদিক বাউফল থানায় একটি জিডি করেছেন।
সাংবাদিককে হুমকি দেওয়ার একটি অডিও রেকর্ড ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।
অডিও রেকর্ডে যুবদল নেতা সোহাগকে বলতে শোনা যায়, ‘আমি জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক। ১৭ বছর পর একটি কাজ পাইছি। তুই সাইডে গেল ক্যা। কিসের জন্য যাবেন? অনিয়ম করলে অফিস দেখবে, আপনি কেন যাবেন। আপনি কি সিভিল ইঞ্জিনিয়ার? সাংবাদিকদের কাজ কি সাইডে। সাইডে খাইতে যাও? আমি আসছি, তুই ওখানে থাক। খাওয়াইতে আছি, তুই থাক। তুই অফিসে যোগাযোগ কর। ফাইজলামি...। তুই সাংবাদিক অন্য কাজ কর। সাইডে গেলে তোকে কী করতে হবে সেটা দেখাইতেছি। আচ্ছা তুই থাক, আমি বাউফল আসছি। তুই থাক। তোকে দেখে নেব।’ বলে ফোন কেটে দেন।
এ বিষয়ে সাংবাদিক সিদ্দিকুর রহমান বলেন, ‘একটি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ পেয়ে ঠিকাদার সোহাগকে ফোন করলে তিনি আমাকে পরবর্তী সময়ে ফোন দিয়ে হুমকি দেন।’
এ বিষয় পটুয়াখালী জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির সোহাগ বলেন, ‘সাংবাদিকের সঙ্গে আমি কোনো খারাপ ব্যবহার করেনি। আমি বলেছি আমার এক ভাই কাজ করে, আমরা সবাই নিজেরা নিজেরা। কোনো সমস্যা হলে বসে কথা বলে সমাধান করব।’
এ বিষয় পটুয়াখালী জেলা যুবদলের সভাপতি মনিরুল ইসলাম লিটন বলেন, সাংবাদিকেরা সমাজের বিভিন্ন অসংগতি তুলে ধরবেন। তাঁদের পেশাগত কাজে কেউ বাধা প্রদান; কিংবা হুমকি দেওয়ার বিষয়টি যুবদল সমর্থন করে না।
আরও খবর পড়ুন:
পটুয়াখালীর বাউফল রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দেশ রূপান্তরের উপজেলা প্রতিনিধি মো. সিদ্দিকুর রহমানকে দেখে নেওয়ার হুমকি দিয়েছেন পটুয়াখালী জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির সোহাগ।
মঙ্গলবার বেলা দেড়টার দিকে মোবাইলে ওই হুমকি দেন তিনি। ঘটনার পর ওই সাংবাদিক বাউফল থানায় একটি জিডি করেছেন।
সাংবাদিককে হুমকি দেওয়ার একটি অডিও রেকর্ড ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।
অডিও রেকর্ডে যুবদল নেতা সোহাগকে বলতে শোনা যায়, ‘আমি জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক। ১৭ বছর পর একটি কাজ পাইছি। তুই সাইডে গেল ক্যা। কিসের জন্য যাবেন? অনিয়ম করলে অফিস দেখবে, আপনি কেন যাবেন। আপনি কি সিভিল ইঞ্জিনিয়ার? সাংবাদিকদের কাজ কি সাইডে। সাইডে খাইতে যাও? আমি আসছি, তুই ওখানে থাক। খাওয়াইতে আছি, তুই থাক। তুই অফিসে যোগাযোগ কর। ফাইজলামি...। তুই সাংবাদিক অন্য কাজ কর। সাইডে গেলে তোকে কী করতে হবে সেটা দেখাইতেছি। আচ্ছা তুই থাক, আমি বাউফল আসছি। তুই থাক। তোকে দেখে নেব।’ বলে ফোন কেটে দেন।
এ বিষয়ে সাংবাদিক সিদ্দিকুর রহমান বলেন, ‘একটি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ পেয়ে ঠিকাদার সোহাগকে ফোন করলে তিনি আমাকে পরবর্তী সময়ে ফোন দিয়ে হুমকি দেন।’
এ বিষয় পটুয়াখালী জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির সোহাগ বলেন, ‘সাংবাদিকের সঙ্গে আমি কোনো খারাপ ব্যবহার করেনি। আমি বলেছি আমার এক ভাই কাজ করে, আমরা সবাই নিজেরা নিজেরা। কোনো সমস্যা হলে বসে কথা বলে সমাধান করব।’
এ বিষয় পটুয়াখালী জেলা যুবদলের সভাপতি মনিরুল ইসলাম লিটন বলেন, সাংবাদিকেরা সমাজের বিভিন্ন অসংগতি তুলে ধরবেন। তাঁদের পেশাগত কাজে কেউ বাধা প্রদান; কিংবা হুমকি দেওয়ার বিষয়টি যুবদল সমর্থন করে না।
আরও খবর পড়ুন:
রংপুরের বদরগঞ্জে স্কুলছাত্রীদের অশ্লীল ভিডিও দেখানোর অভিযোগ উঠেছে রবিউল ইসলাম নামের এক দপ্তরির বিরুদ্ধে। এ ঘটনায় অভিভাবকেরা ক্ষুব্ধ হয়ে উঠেছেন। ওই দপ্তরির শাস্তি না হওয়া পর্যন্ত সন্তানদের স্কুলে পাঠাবেন না বলে অভিভাবকেরা হুমকি দিয়েছেন। এদিকে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে এক অভিভাবক গত বৃহস্পতিবার ইউএন
২ মিনিট আগেরাজধানীর মৌচাকে সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের পার্কিংয়ে থাকা প্রাইভেট কার থেকে উদ্ধার হওয়া দুই মরদেহের পরিচয় মিলেছে। তাঁদের দুজনের বাড়ি একই এলাকায়।
১১ মিনিট আগেআগামী জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোটারদের জন্য আলাদা বুথ থাকতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ সোমবার সকালে ঢাকার কেরানীগঞ্জে র্যাব-১০ সদর দপ্তর, কেন্দ্রীয় কারাগার ও তেঘরিয়া উচ্চবিদ্যালয়ের ভোটকেন্দ্র পরিদর্শন শেষে উপদেষ্টা এই তথ্য জানান।
২১ মিনিট আগেসাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়েছে। এই নিয়ে ১২০ বারের মতো তারিখ পিছিয়ে নতুন তারিখ ধার্য করা হয়েছে আগামী ১৪ সেপ্টেম্বর। আজ সোমবার (১১ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান এই তারিখ ধার্য করেন।
২৫ মিনিট আগে