Ajker Patrika

মেলার নাগরদোলা থেকে ছিটকে পড়ে শিশুসহ আহত তিন 

ঝালকাঠি প্রতিনিধি
আপডেট : ০৫ মার্চ ২০২৩, ১৪: ৩৭
মেলার নাগরদোলা থেকে ছিটকে পড়ে শিশুসহ আহত তিন 

ঝালকাঠিতে মেলার নাগরদোলা থেকে ছিটকে পড়ে নারী ও শিশুসহ আহত হয়েছেন চারজন। গতকাল শনিবার রাত ১০টার দিকে শহরের ঝালকাঠি শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় আহতরা হলো ঝালকাঠি পৌর এলাকার পুরাতন কলাবাগান এলাকার মিন্টু হাওলাদারের ছেলে নাইম হাওলাদার (১৩), সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের কালী আন্দার গ্রামের আব্দুস শুক্কুরের স্ত্রী মোসাম্মৎ পুতুল বেগম (৩৫) ও রাজাপুর উপজেলার পুটিয়াখালী গ্রামের ইউনুস হাওলাদারের ছেলে মো. ইদ্রিস আলী হাওলাদার (৩৩)। 

এদিকে মেলার মাঠ থেকে স্থানীয়রা আহতদের উদ্ধার ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে পুতুল ও ইদ্রিসকে উন্নত চিকিৎসার জন্য রাতেই বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) পাঠায় চিকিৎসকেরা। 

মেলায় থাকা প্রত্যক্ষদর্শী শারমীন আক্তার, লামিয়া মৌ, সিরাজ উদ্দিন ও মাইনুল ইসলাম জানান, মেলার মাঠে চলতে থাকা নাগরদোলাটির গতি হঠাৎ বেড়ে যায়। এ সময় ছয়টি বক্সের দুটি বক্স একটির সঙ্গে আরেকটি লেগে যায়। এতে প্রায় ৩০ ফুট ওপর থেকে ছিটকে মাটিতে পড়ে গিয়ে আহত হন তিনজন। 

ঝালকাঠি সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নবীন কুন্ডু বলেন, নাগরদোলা থেকে ছিটকে পড়া তিনজনের অবস্থায় গুরুতর। তাঁদের উন্নত চিকিৎসার জন্য আমরা দুজনকে দ্রুত বরিশালে পাঠিয়েছি। 

এদিকে দুর্ঘটনার পর নাগরদোলা ও মেলা কর্তৃপক্ষ কেউই উদ্ধারকাজে বা হাসপাতালে আসেননি। এতে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। তবে আহতদের খোঁজ নিতে রাতেই হাসপাতালে আসেন জেলা প্রশাসক ফারহা গুল নিঝুম ও সিভিল সার্জন এইচ এম জহিরুল ইসলাম। 

জেলা প্রশাসক ফারহা গুল নিঝুম বলেন, ‘দুর্ঘটনার বিষয়টি অনাকাঙ্ক্ষিত। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। আহতদের চিকিৎসা নিশ্চিত করতে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি।’ 

জানা গেছে, খুলনার চামেলি ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় গত ২৪ ফেব্রুয়ারি শুরু হওয়া মেলাটি আগামী ১০ মার্চ শেষ হওয়ার কথা রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত