কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
বিসমিল্লাহ-১ নামের একটি ট্রলারে কয়েকজন জেলে বঙ্গোপসাগরে গিয়েছিলেন মাছ শিকারে। চার দিন বাদেই ট্রলারটি ফিরেছে ১৯৫ মণ ইলিশ নিয়ে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ট্রলারটি পটুয়াখালীর কুয়াকাটা উপজেলার আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রে ফেরে। শুক্রবার (১০ জানুয়ারি) নিলামে ৪০ লক্ষাধিক টাকায় বিক্রি করা হয় ইলিশগুলো।
খোঁজ নিয়ে জানা গেছে, এফবি বিসমিল্লাহ-১ নামের ট্রলারটি ৬ জানুয়ারি আলীপুর ঘাট থেকে ১৭ জন জেলে নিয়ে গভীর সমুদ্রে যায়। প্রথম দুই দিন সমুদ্রের বিভিন্ন এলাকায় জাল ফেললেও হতাশ হন জেলেরা।
গত মঙ্গল ও বুধবার কুয়াকাটা থেকে পূর্ব-দক্ষিণ দিকে প্রায় ৯০ কিলোমিটার গভীর সমুদ্রে মাছগুলো ধরা পড়ে। পরে মাছগুলো আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রের মেসার্স ফাইভ স্টার ফিশ নামের আড়তে নেওয়া হয়। সেখানে নিলামে ৪০ লাখ ১৪ হাজার টাকায় বিক্রি করা হয়।
আলীপুর মেসার্স ফাইভ স্টার ফিশ আড়তের ম্যানেজার রাব্বি জানান, ৬০০ থেকে ৮০০ গ্রাম ওজনের মাছ প্রতি মণ ৪০ হাজার, ৪০০ থেকে ৫০০ গ্রাম ওজনের প্রতি মণ মাছ ২৫ হাজার এবং ছোটগুলো প্রতি মণ ১৫ হাজার টাকা দরে বিক্রি করা হয়েছে। সব মিলিয়ে ৪০ লাখ ১৪ হাজার টাকায় মাছগুলো বিক্রি করা হয়।
ট্রলারের মাঝি এখলাস গাজী আজকের পত্রিকাকে বলেন, ‘গত রোববার আলীপুর ঘাট থেকে ১৭ জন জেলে সমুদ্রে যাই। কক্সবাজারসংলগ্ন গভীর সমুদ্রে জাল ফেলে মাছগুলো পেয়েছি। বর্তমানে সমুদ্রে মাছ ধরা পড়েছে না। এর মধ্যেও মহান আল্লাহ মাছগুলো দিয়েছেন। আলহামদুলিল্লাহ্।’
এফবি বিসমিল্লাহ-১ ট্রলারের মালিক খলিলুর রহমান খান আজকের পত্রিকাকে বলেন, ‘অনেক দিন ধরে সাগরে খুব কম মাছ ধরা পড়ছে। আমাদের লোকসান গুনতে হচ্ছিল। এই মাছ বিক্রি করে আগের লোকসান কিছুটা কাটিয়ে উঠতে পারব।’
আলীপুর মেসার্স ফাইভ স্টার ফিশ মৎস্য আড়তের ম্যানেজার রাব্বি জানান, ৬০০ থেকে ৮০০ গ্রাম ওজনের মাছ প্রতি মণ ৪০ হাজার, ৪০০ থেকে ৫০০ গ্রাম ওজনের প্রতি মণ মাছ ২৫ হাজার এবং ছোট সাইজের প্রতি মণ মাছ ১৫ হাজার টাকা দরে বিক্রি করা হয়েছে। অন্যান্য বিভিন্ন প্রজাতির মাছ ৫৪ হাজার টাকা বিক্রি হয়েছে। সব মিলিয়ে ৪০ লাখ ১৪ হাজার টাকায় মাছগুলো বিক্রি করা হয়েছে।
বিসমিল্লাহ-১ নামের একটি ট্রলারে কয়েকজন জেলে বঙ্গোপসাগরে গিয়েছিলেন মাছ শিকারে। চার দিন বাদেই ট্রলারটি ফিরেছে ১৯৫ মণ ইলিশ নিয়ে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ট্রলারটি পটুয়াখালীর কুয়াকাটা উপজেলার আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রে ফেরে। শুক্রবার (১০ জানুয়ারি) নিলামে ৪০ লক্ষাধিক টাকায় বিক্রি করা হয় ইলিশগুলো।
খোঁজ নিয়ে জানা গেছে, এফবি বিসমিল্লাহ-১ নামের ট্রলারটি ৬ জানুয়ারি আলীপুর ঘাট থেকে ১৭ জন জেলে নিয়ে গভীর সমুদ্রে যায়। প্রথম দুই দিন সমুদ্রের বিভিন্ন এলাকায় জাল ফেললেও হতাশ হন জেলেরা।
গত মঙ্গল ও বুধবার কুয়াকাটা থেকে পূর্ব-দক্ষিণ দিকে প্রায় ৯০ কিলোমিটার গভীর সমুদ্রে মাছগুলো ধরা পড়ে। পরে মাছগুলো আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রের মেসার্স ফাইভ স্টার ফিশ নামের আড়তে নেওয়া হয়। সেখানে নিলামে ৪০ লাখ ১৪ হাজার টাকায় বিক্রি করা হয়।
আলীপুর মেসার্স ফাইভ স্টার ফিশ আড়তের ম্যানেজার রাব্বি জানান, ৬০০ থেকে ৮০০ গ্রাম ওজনের মাছ প্রতি মণ ৪০ হাজার, ৪০০ থেকে ৫০০ গ্রাম ওজনের প্রতি মণ মাছ ২৫ হাজার এবং ছোটগুলো প্রতি মণ ১৫ হাজার টাকা দরে বিক্রি করা হয়েছে। সব মিলিয়ে ৪০ লাখ ১৪ হাজার টাকায় মাছগুলো বিক্রি করা হয়।
ট্রলারের মাঝি এখলাস গাজী আজকের পত্রিকাকে বলেন, ‘গত রোববার আলীপুর ঘাট থেকে ১৭ জন জেলে সমুদ্রে যাই। কক্সবাজারসংলগ্ন গভীর সমুদ্রে জাল ফেলে মাছগুলো পেয়েছি। বর্তমানে সমুদ্রে মাছ ধরা পড়েছে না। এর মধ্যেও মহান আল্লাহ মাছগুলো দিয়েছেন। আলহামদুলিল্লাহ্।’
এফবি বিসমিল্লাহ-১ ট্রলারের মালিক খলিলুর রহমান খান আজকের পত্রিকাকে বলেন, ‘অনেক দিন ধরে সাগরে খুব কম মাছ ধরা পড়ছে। আমাদের লোকসান গুনতে হচ্ছিল। এই মাছ বিক্রি করে আগের লোকসান কিছুটা কাটিয়ে উঠতে পারব।’
আলীপুর মেসার্স ফাইভ স্টার ফিশ মৎস্য আড়তের ম্যানেজার রাব্বি জানান, ৬০০ থেকে ৮০০ গ্রাম ওজনের মাছ প্রতি মণ ৪০ হাজার, ৪০০ থেকে ৫০০ গ্রাম ওজনের প্রতি মণ মাছ ২৫ হাজার এবং ছোট সাইজের প্রতি মণ মাছ ১৫ হাজার টাকা দরে বিক্রি করা হয়েছে। অন্যান্য বিভিন্ন প্রজাতির মাছ ৫৪ হাজার টাকা বিক্রি হয়েছে। সব মিলিয়ে ৪০ লাখ ১৪ হাজার টাকায় মাছগুলো বিক্রি করা হয়েছে।
রাজধানীর মিরপুরের পল্লবীতে মেট্রোরেল স্টেশনের পিলারে মোটরসাইকেলের ধাক্কা লেগে ইমন মোল্লা (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাত ১২টার দিকে পল্লবীতে মেট্রোরেল স্টেশনের নিচে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্বজনেরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত ২টার...
২ মিনিট আগেবিজিবি ও পুলিশ সূত্রে জানা যায়, এই ১০ বাংলাদেশি অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করলে সে দেশের তুরা জেলা পুলিশ তাদের আটক করে। পরে রোববার বিকেলে নাকুগাঁও আইসিপি দিয়ে তাদের বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। রাত সাড়ে ১০টার দিকে বিজিবি তাদের নালিতাবাড়ী থানা পুলিশের কাছে সোপর্দ করে।
৩০ মিনিট আগে৯৬ ঘণ্টা পর আজ (১১ আগস্ট) সকাল ৭ টা থেকে চন্দ্রঘোনা-রাইখালী নৌ রুটে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি সড়ক ও জনপদ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী কীর্তি নিশান চাকমা।
৩৫ মিনিট আগেনিহত রুপলালের স্ত্রী ভারতী রানী বাদী হয়ে ৭০০ জন অজ্ঞাতনামা আসামি দিয়ে গতকাল রোববার দুপুরে তারাগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর পুলিশ ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে রাতে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করেন।
৩৯ মিনিট আগে