Ajker Patrika

রড দিয়ে পিটিয়ে গলায় রশি পেঁচিয়ে হত্যা, মামলায় গ্রেপ্তার স্বামী 

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
রড দিয়ে পিটিয়ে গলায় রশি পেঁচিয়ে হত্যা, মামলায় গ্রেপ্তার স্বামী 

পটুয়াখালীর কলাপাড়ায় গৃহবধূকে হত্যার দায়ে স্বামী রাজীব হাওলাদারকে গ্রেপ্তার করেছে র‍্যাব। 

গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে আমতলী উপজেলার কেওড়াবুনিয়া গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে কলাপাড়া থানায় হস্তান্তর করা হয়। 

গ্রেপ্তার রাজীব কলাপাড়া উপজেলার বালীয়াতলী ইউপির লেমুপাড়া গ্রামের বজলু হাওলাদারের ছেলে। 

পুলিশ জানায়, গত ৯ সেপ্টেম্বর রাতে গৃহবধূ নারগিস বেগমকে লোহার রড দিয়ে পিটিয়ে এবং গলায় রশি পেঁচিয়ে ফাঁস দিয়ে নিজ বাড়িতে হত্যা করেন রাজীব। পরে স্ত্রীকে দেখে রাখার কথা বলে মায়ের কাছে মাছ ধরার কথা জানিয়ে বাড়ি থেকে বেড়িয়ে যান। এর কিছু সময় পর খোঁজ নিতে গিয়ে গৃহবধূকে মৃত অবস্থায় দেখতে পান শাশুড়ি। 

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ জানান, এ ঘটনায় গৃহবধূর বাবা রাজীবকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। পরে অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্ত্রীকে হত্যার দায় স্বীকার করেছেন তিনি। তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতে পোশাকের অর্ডার স্থগিত করছে মার্কিন ক্রেতারা, বাংলাদেশ-ভিয়েতনামে কারখানা স্থানান্তরের পরামর্শ

মোবাইল-টাকা ছিনতাইয়ের পর দুই তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

১১ বছর বয়সেই যৌন সম্পর্ক, ১৩-তে ছয় নারীর শয্যাসঙ্গী হন এই ব্রিটিশ রাজপুত্র

যুক্তরাষ্ট্র থেকে সাড়ে ৩ বিলিয়ন ডলারের অস্ত্রক্রয় চুক্তি স্থগিত করেছে ভারত

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপর ‘দমন-পীড়নে’ ২০২ শিক্ষকের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত