Ajker Patrika

ভোলায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে সম্মেলন পণ্ড, আহত ২৫

ভোলা প্রতিনিধি
দুই পক্ষের সংঘর্ষে তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়ন (উত্তর) শাখার বিএনপির সম্মেলন পণ্ড। ছবি: আজকের পত্রিকা
দুই পক্ষের সংঘর্ষে তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়ন (উত্তর) শাখার বিএনপির সম্মেলন পণ্ড। ছবি: আজকের পত্রিকা

ভোলার তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়ন উত্তর শাখার বিএনপির সম্মেলনে দুই সভাপতি প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় দুই পক্ষের মধ্যে চেয়ার ছোড়াছুড়ি হয়। পরে সম্মেলন না করেই নেতারা চলে যান। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হন। সোমবার (৫ মে) বিকেলে উপজেলার শশীগঞ্জ বাজারসংলগ্ন একটি মাদ্রাসার মাঠে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, বিকেলের দিকে তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়ন উত্তর শাখার বিএনপির সম্মেলন শুরু হয়। এ সময় স্লোগান দেওয়াকে কেন্দ্র করে উত্তর শাখার সভাপতি প্রার্থী জাহিদ হাসান দিদার ও অরবিন্দু দে টিটুর সমর্থকদের মধ্যে হাতাহাতির একপর্যায়ে সংঘর্ষ হয়।

শেষ পর্যন্ত উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম মোস্তফা মিন্টু ও সদস্যসচিব ওমর আসাদ রিন্টুসহ উপজেলার অন্য নেতারা সম্মেলন স্থগিত করে চলে যান। পরে দুই সভাপতি প্রার্থীর সমর্থকেরা লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়ান। এতে দুই পক্ষের অন্তত ২৫ জন আহত হন। আহতদের মধ্যে অনেকে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

জাহিদ হাসান দিদার জানান, তাঁর সমর্থকের সংখ্যা অনেক বেশি হওয়ায় প্রতিপক্ষ অরবিন্দু দে টিটুর সমর্থকেরা তাঁর সমর্থকদের ওপর হামলা চালিয়েছেন। এতে তাঁর ১৫-২০ জন সমর্থক আহত হয়েছেন।

অন্যদিকে অরবিন্দু দে টিটু প্রায় একই অভিযোগ করে বলেন, জাহিদের সমর্থকদের হামলায় তাঁর পক্ষের ২০ জন আহত হয়েছেন।

এ বিষয়ে তজুমদ্দিন উপজেলা বিএনপির সদস্যসচিব ওমর আসাদ রিন্টু আজকের পত্রিকাকে বলেন, ৭ মের মধ্যে সব ইউনিয়নে সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করার নির্দেশনা দিয়েছে জেলা কমিটি। সেই লক্ষ্যে আজ বিকেলে চাঁদপুর উত্তর শাখার সম্মেলন শুরু হয়। সম্মেলনের প্রথম পর্বও শেষ হয়েছে। কিন্তু দ্বিতীয় পর্ব শুরু করার মুহূর্তে দুই পক্ষের মধ্যে চেয়ার নিয়ে মারামারি হয়। এতে সভাপতি ও সম্পাদক প্রার্থীসহ বিএনপির কয়েকজন নেতা-কর্মী আহত হন। এতে শেষ পর্যন্ত সম্মেলন পণ্ড হয়ে যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত