ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠি থেকে ঘোষিত নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’-এর সদস্য সন্দেহে মো. রেজোয়ানুল করিম (২২) নামে এক যুবককে আটক করেছে ঢাকা টিকাটুলি র্যাব-৩। আজ রোববার ভোর পৌনে ৬টার দিকে রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়নের তারাবুনিয়া এলাকা থেকে তাঁকে আটক করে।
আটক রেদোয়ান ওই গ্রামের হাফেজ মাহমুদ হোসাইনের ছেলে ও কানুদাশকাঠি সিনিয়র ফাজিল মাদ্রাসার এ বছরের দাখিল পরীক্ষার্থী। এ ঘটনায় র্যাবের ডিএডি পুলিশ পরিদর্শক মাহে আলম বাদী হয়ে রোববার সন্ধ্যায় রেদোয়ানের বিরুদ্ধে রাজাপুর থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলার এজাহার দায়ের করে তাঁকে থানায় সোপর্দ করেছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, র্যাব-৩-এর গোয়েন্দা তথ্যমতে র্যাব জানতে পারে ঘোষিত নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’-এর কয়েকজন সদস্য রাজাপুর উপজেলায় অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে র্যাবের একটি বিশেষ দল রোববার ভোরে ঢাকা থেকে গিয়ে রেদোয়ানকে তাঁর এলাকা থেকে আটক করেছে। এ সময় রেদোয়ানের কাছ থেকে তাঁর একটি ব্যবহৃত মোবাইল ফোনও উদ্ধার করা হয়। রেদোয়ান ওই মোবাইলে অ্যাপস ব্যবহার করে বেনামি আইডি খুলে জঙ্গি-সংক্রান্ত বিভিন্ন তথ্য আদান-প্রদান করতেন। বেনামি আইডি থেকে জঙ্গিবাদী ভিডিও, পিডিএফ, বার্তা, পোস্ট, লাইক, শেয়ার করতেন।
এ বিষয়ে রাজাপুর থানার পরিদর্শক (ওসি) গোলাম মোস্তফা রোববার সন্ধ্যায় বলেন, ‘র্যাবের দায়ের করা এজাহার ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনায় মামলা হিসেবে রেকর্ড করা হবে। ওই মামলায় রেদোয়ানকে গ্রেপ্তার দেখিয়ে আগামীকাল সোমবার সকালে ঝালকাঠি আদালতে পাঠানো হবে।’
ঝালকাঠি থেকে ঘোষিত নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’-এর সদস্য সন্দেহে মো. রেজোয়ানুল করিম (২২) নামে এক যুবককে আটক করেছে ঢাকা টিকাটুলি র্যাব-৩। আজ রোববার ভোর পৌনে ৬টার দিকে রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়নের তারাবুনিয়া এলাকা থেকে তাঁকে আটক করে।
আটক রেদোয়ান ওই গ্রামের হাফেজ মাহমুদ হোসাইনের ছেলে ও কানুদাশকাঠি সিনিয়র ফাজিল মাদ্রাসার এ বছরের দাখিল পরীক্ষার্থী। এ ঘটনায় র্যাবের ডিএডি পুলিশ পরিদর্শক মাহে আলম বাদী হয়ে রোববার সন্ধ্যায় রেদোয়ানের বিরুদ্ধে রাজাপুর থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলার এজাহার দায়ের করে তাঁকে থানায় সোপর্দ করেছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, র্যাব-৩-এর গোয়েন্দা তথ্যমতে র্যাব জানতে পারে ঘোষিত নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’-এর কয়েকজন সদস্য রাজাপুর উপজেলায় অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে র্যাবের একটি বিশেষ দল রোববার ভোরে ঢাকা থেকে গিয়ে রেদোয়ানকে তাঁর এলাকা থেকে আটক করেছে। এ সময় রেদোয়ানের কাছ থেকে তাঁর একটি ব্যবহৃত মোবাইল ফোনও উদ্ধার করা হয়। রেদোয়ান ওই মোবাইলে অ্যাপস ব্যবহার করে বেনামি আইডি খুলে জঙ্গি-সংক্রান্ত বিভিন্ন তথ্য আদান-প্রদান করতেন। বেনামি আইডি থেকে জঙ্গিবাদী ভিডিও, পিডিএফ, বার্তা, পোস্ট, লাইক, শেয়ার করতেন।
এ বিষয়ে রাজাপুর থানার পরিদর্শক (ওসি) গোলাম মোস্তফা রোববার সন্ধ্যায় বলেন, ‘র্যাবের দায়ের করা এজাহার ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনায় মামলা হিসেবে রেকর্ড করা হবে। ওই মামলায় রেদোয়ানকে গ্রেপ্তার দেখিয়ে আগামীকাল সোমবার সকালে ঝালকাঠি আদালতে পাঠানো হবে।’
ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাতের আঁধারে টর্চ জ্বালিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় কুদ্দুস মোল্লা (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। উভয় পক্ষের কমপক্ষে ৪০ জন আহত হয়েছেন।
২০ মিনিট আগেচট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ সোমবার ষষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এস এম আলাউদ্দিন শুনানি শেষে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।
২৪ মিনিট আগেগাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৫৪ জনকে আটক করেছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। তবে মামলার প্রস্তুতি চলছে। আজ সোমবার সকালে বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ..
৩১ মিনিট আগেকুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে ভাঙন দেখা দিয়েছে। মরিচা ইউনিয়নের ভূরকা, হাটখোলা ও কোলদিয়া এলাকায় চার কিলোমিটারজুড়ে এই ভাঙন চলছে। ভাঙন রোধে হাটখোলা থেকে ভূরকা পর্যন্ত এক কিলোমিটার এলাকাজুড়ে বালুভর্তি জিওব্যাগ ফেলার কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
৩৫ মিনিট আগে