Ajker Patrika

মির্জাগঞ্জে কলেজছাত্রের অর্ধগলিত মরদেহ উদ্ধার

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি
মির্জাগঞ্জে কলেজছাত্রের অর্ধগলিত মরদেহ উদ্ধার

মির্জাগঞ্জে নিখোঁজের পাঁচ দিন পর এক কলেজছাত্রের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পটুয়াখালী সদর ও মির্জাগঞ্জ থানা-পুলিশ। আজ রোববার দুপুরে পটুয়াখালী সদর উপজেলার ছোট বিঘাইর চর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত কলেজছাত্রের নাম আরিফুর রহমান অপি (২৩)। তিনি বরিশাল সৈয়দ হাতেম আলী কলেজের অনার্স (ইতিহাস) তৃতীয় বর্ষের ছাত্র ও দেউলী সুবিদখালী ইউনিয়নের রানীপুর গ্রামের আলতাফ মৃধার ছেলে। 

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, গত মঙ্গলবার দুপুরে অপি রানীপুর গ্রামের নিজ বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। পরিবার থেকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান না মেলায় নিখোঁজের ব্যাপারে মির্জাগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। আজ দুপুরে উপজেলার কাকড়াবুনিয়া বাজার সংলগ্ন পায়রা নদীর পূর্ব পাড়ে পটুয়াখালী সদর উপজেলার ছোট বিঘাইর চরে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পটুয়াখালী সদর থানাকে অবহিত করেন। পরে পটুয়াখালী সদর থানা-পুলিশ বিষয়টি মির্জাগঞ্জ থানাকে অবহিত করেন। পরে মির্জাগঞ্জ থানা-পুলিশ নিখোঁজের পরিবারকে খবর দেয় এবং নিখোঁজ অপির বাবা আলতাফ মৃধা সেখানে গিয়ে তাঁর ছেলের মরদেহ শনাক্ত করেন। 

মির্জাগঞ্জ থানার ওসি মো. আনোয়ার হোসেন তালুকদার বলেন, এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ নিহত পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লাহোরে পাল্টা আঘাত হেনে পাকিস্তানকে জবাব দিল ভারত

পাকিস্তানের চীনা জে-১০ দিয়ে ভারতের রাফাল যুদ্ধবিমান ধ্বংস, যুক্তরাষ্ট্রের কড়া নজরে এই টক্বর

একটি দলের ওপর ভরসার বিনিময়ে পেয়েছি অশ্বডিম্ব: মাহফুজ আলম

গতকাল রাতে ৪৮টি ভারতীয় ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তানের

অহনার দাবি, নিজের দোষ ঢাকতে ডাবল টাইমিংয়ের কথা বলেছেন শামীম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত