মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি
মির্জাগঞ্জে নিখোঁজের পাঁচ দিন পর এক কলেজছাত্রের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পটুয়াখালী সদর ও মির্জাগঞ্জ থানা-পুলিশ। আজ রোববার দুপুরে পটুয়াখালী সদর উপজেলার ছোট বিঘাইর চর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত কলেজছাত্রের নাম আরিফুর রহমান অপি (২৩)। তিনি বরিশাল সৈয়দ হাতেম আলী কলেজের অনার্স (ইতিহাস) তৃতীয় বর্ষের ছাত্র ও দেউলী সুবিদখালী ইউনিয়নের রানীপুর গ্রামের আলতাফ মৃধার ছেলে।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, গত মঙ্গলবার দুপুরে অপি রানীপুর গ্রামের নিজ বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। পরিবার থেকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান না মেলায় নিখোঁজের ব্যাপারে মির্জাগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। আজ দুপুরে উপজেলার কাকড়াবুনিয়া বাজার সংলগ্ন পায়রা নদীর পূর্ব পাড়ে পটুয়াখালী সদর উপজেলার ছোট বিঘাইর চরে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পটুয়াখালী সদর থানাকে অবহিত করেন। পরে পটুয়াখালী সদর থানা-পুলিশ বিষয়টি মির্জাগঞ্জ থানাকে অবহিত করেন। পরে মির্জাগঞ্জ থানা-পুলিশ নিখোঁজের পরিবারকে খবর দেয় এবং নিখোঁজ অপির বাবা আলতাফ মৃধা সেখানে গিয়ে তাঁর ছেলের মরদেহ শনাক্ত করেন।
মির্জাগঞ্জ থানার ওসি মো. আনোয়ার হোসেন তালুকদার বলেন, এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ নিহত পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মির্জাগঞ্জে নিখোঁজের পাঁচ দিন পর এক কলেজছাত্রের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পটুয়াখালী সদর ও মির্জাগঞ্জ থানা-পুলিশ। আজ রোববার দুপুরে পটুয়াখালী সদর উপজেলার ছোট বিঘাইর চর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত কলেজছাত্রের নাম আরিফুর রহমান অপি (২৩)। তিনি বরিশাল সৈয়দ হাতেম আলী কলেজের অনার্স (ইতিহাস) তৃতীয় বর্ষের ছাত্র ও দেউলী সুবিদখালী ইউনিয়নের রানীপুর গ্রামের আলতাফ মৃধার ছেলে।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, গত মঙ্গলবার দুপুরে অপি রানীপুর গ্রামের নিজ বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। পরিবার থেকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান না মেলায় নিখোঁজের ব্যাপারে মির্জাগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। আজ দুপুরে উপজেলার কাকড়াবুনিয়া বাজার সংলগ্ন পায়রা নদীর পূর্ব পাড়ে পটুয়াখালী সদর উপজেলার ছোট বিঘাইর চরে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পটুয়াখালী সদর থানাকে অবহিত করেন। পরে পটুয়াখালী সদর থানা-পুলিশ বিষয়টি মির্জাগঞ্জ থানাকে অবহিত করেন। পরে মির্জাগঞ্জ থানা-পুলিশ নিখোঁজের পরিবারকে খবর দেয় এবং নিখোঁজ অপির বাবা আলতাফ মৃধা সেখানে গিয়ে তাঁর ছেলের মরদেহ শনাক্ত করেন।
মির্জাগঞ্জ থানার ওসি মো. আনোয়ার হোসেন তালুকদার বলেন, এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ নিহত পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
পাওনাদারদের ভয়ে আত্মগোপনে ছিলেন আবদুর রহিম। এর মধ্যে চট্টগ্রামের চাক্তাই খালে এক ব্যক্তির লাশ মিললে সেটি তাঁর বলে শনাক্ত করে দাফন করেন পরিবারের সদস্যরা। এবার সেই রহিমকে জীবিত খুঁজে পেয়েছে পুলিশ। পুলিশ জানিয়েছে, পাওনাদারদের ভয়ে আত্মগোপনে থাকা রহিমকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়েছে।
১৬ মিনিট আগেবর্গা নেওয়া ২৪ শতক জমিতে দুই শতাধিক পেঁপেগাছ লাগিয়েছিলেন কৃষক আনোয়ারুল হোসেন (৩৯)। গাছে পেঁপেও ধরেছিল। সপ্তাহ দুয়েকের মধ্যে সেগুলো বাজারজাত করে ঋণের টাকা পরিশোধ করার স্বপ্ন দেখছিলেন তিনি। কিন্তু সেই স্বপ্ন তাঁর ধূলিসাৎ হয়ে গেছে।
২১ মিনিট আগেরাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। গতকাল বৃহস্পতিবার (৯ মে) দিনভর অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৩৪ মিনিট আগেভিডিওতে তরুণীকে বলতে শোনা যায়, ‘প্রত্যেক মানুষরে কইছি। কইতে কইতে ক্লান্ত হইয়া গেছি। কিন্তু কেউ একবারের জন্যও আমাকে হেল্প করতে আসে নাই। ধর্ষণের শাস্তি তো মৃত্যুই হয়। এইটাও ভুইলা গেছিলি। এখন আমারে সবাই খারাপ বলবে। পুরো দুনিয়া আমাকে খারাপ বলবে। কিন্তু কেয়ার করি না।
৩৭ মিনিট আগে