পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
বরগুনার পাথরঘাটায় অনেক বড় রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছেন, যাঁদের হুংকার বাঘের মতো। যেখানে এত বড় বাঘ-বাঘিনী রয়েছেন, তাঁদের মধ্যে বানর থাকতে পারে কীভাবে? তাঁদের এলাকায় মাদক, সন্ত্রাস ও জঙ্গি থাকতে পারে না। এখানে যাঁরা আসছেন সবাই ভদ্রলোক, সুধীজন। আর যারা মাদক বিক্রি করে, মাদক সেবন করে তারা ‘বানর’। এত বাঘ-বাঘিনী থাকতে বানর এই এলাকায় থাকতে পারে না। বানরকে হুংকার দিয়ে, ওদের অস্তিত্ব বিলীন করতে হবে।
গতকাল বুধবার সন্ধ্যায় পাথরঘাটা কে এম পাইলট উচ্চমাধ্যমিক বিদ্যালয় মাঠে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবিরোধী সমাবেশে প্রধান আলোচক হিসেবে এসব কথা বলেন পুলিশের বরিশালের ডিআইজি এস এম আক্তারুজ্জামান।
জেলা পুলিশ সুপার আব্দুস সালাম সমাবেশে সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুলতানা নাদিরা। অন্যদের মধ্যে বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য নাসিমা ফেরদৌসী, পাথরঘাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাবির হোসেন, পাথরঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির, পৌর মেয়র আনোয়ার হোসেন আকন, পাথরঘাটা ইউএনও সুফল চন্দ্র গোলদার প্রমুখ।
জঙ্গিদের পরিচয় তুলে ডিআইজি এস এম আক্তারুজ্জামান বলেন, তারা আলাদা আচরণ করে, ‘আলাদাভাবে অঙ্গভঙ্গি করে, একা একা থাকে, বাড়ি থেকে পালিয়ে যায়, হারিয়ে যায়। আপনারা আমাদের জানাবেন আমরা মোকাবিলা করব এগুলো।’ এ ছাড়া গুজবে কান না দিয়ে মূল ঘটনা জানতে আহ্বান জানান তিনি।
আলোচনা সভা শেষে পুলিশের পক্ষ থেকে হতদরিদ্রদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। এরপর রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন ডিআইজি আক্তারুজ্জামান।
বরগুনার পাথরঘাটায় অনেক বড় রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছেন, যাঁদের হুংকার বাঘের মতো। যেখানে এত বড় বাঘ-বাঘিনী রয়েছেন, তাঁদের মধ্যে বানর থাকতে পারে কীভাবে? তাঁদের এলাকায় মাদক, সন্ত্রাস ও জঙ্গি থাকতে পারে না। এখানে যাঁরা আসছেন সবাই ভদ্রলোক, সুধীজন। আর যারা মাদক বিক্রি করে, মাদক সেবন করে তারা ‘বানর’। এত বাঘ-বাঘিনী থাকতে বানর এই এলাকায় থাকতে পারে না। বানরকে হুংকার দিয়ে, ওদের অস্তিত্ব বিলীন করতে হবে।
গতকাল বুধবার সন্ধ্যায় পাথরঘাটা কে এম পাইলট উচ্চমাধ্যমিক বিদ্যালয় মাঠে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবিরোধী সমাবেশে প্রধান আলোচক হিসেবে এসব কথা বলেন পুলিশের বরিশালের ডিআইজি এস এম আক্তারুজ্জামান।
জেলা পুলিশ সুপার আব্দুস সালাম সমাবেশে সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুলতানা নাদিরা। অন্যদের মধ্যে বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য নাসিমা ফেরদৌসী, পাথরঘাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাবির হোসেন, পাথরঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির, পৌর মেয়র আনোয়ার হোসেন আকন, পাথরঘাটা ইউএনও সুফল চন্দ্র গোলদার প্রমুখ।
জঙ্গিদের পরিচয় তুলে ডিআইজি এস এম আক্তারুজ্জামান বলেন, তারা আলাদা আচরণ করে, ‘আলাদাভাবে অঙ্গভঙ্গি করে, একা একা থাকে, বাড়ি থেকে পালিয়ে যায়, হারিয়ে যায়। আপনারা আমাদের জানাবেন আমরা মোকাবিলা করব এগুলো।’ এ ছাড়া গুজবে কান না দিয়ে মূল ঘটনা জানতে আহ্বান জানান তিনি।
আলোচনা সভা শেষে পুলিশের পক্ষ থেকে হতদরিদ্রদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। এরপর রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন ডিআইজি আক্তারুজ্জামান।
ঢাকা মহানগর পুলিশে কর্মরত সাব-ইন্সপেক্টরদের পেশাদারিত্ব, স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বুধবার (১৩ আগস্ট) সকালে রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ডিএমপি কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
২ মিনিট আগেরাজধানীর আদাবরে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) ভোর ৪টার দিকে আদাবর থানাধীন সুনিবিড় হাউজিং নবদিগন্ত আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন বেড়িবাঁধ সড়কে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করা হয়।
৭ মিনিট আগেফেনী পুলিশ লাইনসে সহকর্মীর বঁটির কোপে মো. রহমত আলী (৫৪) নামের বিশেষ আনসারের এক সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত আরেক আনসার সদস্য আলী মনোয়ার হোসেনকে (৫৫) আটক করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে পুলিশ লাইনসের মেসে এ ঘটনা ঘটে।
২০ মিনিট আগেচট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানমের বিরুদ্ধে নিজ ক্ষমতার বাইরে গিয়ে এবং সরকারি নীতিমালার তোয়াক্কা না করে সরকারি খাস জায়গা পাঁচ বছরের জন্য বন্দোবস্ত দিয়েছেন। ১০০ টাকার স্ট্যাম্পে একটি অস্থায়ী ভাড়ানামা চুক্তিপত্র সম্পাদনের মাধ্যমে সরকারি এই জায়গা দেওয়া হয়েছে।
২৮ মিনিট আগে