Ajker Patrika

আমতলী পৌর নির্বাচন: ২ মেয়র প্রার্থীর সমর্থকদের পাল্টাপাল্টি ধাওয়া, আহত ৬

আমতলী (বরগুনা) প্রতিনিধি
আমতলী পৌর নির্বাচন: ২ মেয়র প্রার্থীর সমর্থকদের পাল্টাপাল্টি ধাওয়া, আহত ৬

বরগুনার আমতলী পৌরসভা নির্বাচনে দুই মেয়র প্রার্থীর সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ায় ছয়জন আহত হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় পৌরসভার বাঁশতলা এলাকায় এই ধাওয়ার ঘটনা ঘটেছে। গুরুতর আহত দুজনকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আমতলী পৌরসভা নির্বাচন উপলক্ষে গতকাল রোববার সন্ধ্যায় এক প্রার্থীর সমর্থকেরা ৯ নম্বর ওয়ার্ডে ঢুকে লিফলেট বিতরণের নামে ভোটারদের হুমকি দেয় এমন অভিযোগ আরেক মেয়র প্রার্থীর সমর্থকদের। এ নিয়ে বাঁশতলা এলাকায় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। তাতে দুই পক্ষের অন্তত ছয়জন আহত হয়েছে। গুরুতর আহত দুজনকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী হাসান, আরিফ গাজী ও মোশাররফ তালুকদার বলেন, মেয়র প্রার্থী মতিয়ার রহমানের সমর্থকেরা এলাকায় লিফলেট বিতরণের নামে ভোটারদের হুমকি দেয়। এ নিয়ে দুই মেয়র প্রার্থীর সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। তাতে সাধারণ ভোটাররা শঙ্কিত।

মেয়র প্রার্থী নাজমুল আহসান খান বলেন, ‘আমার সমর্থকেরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কাছে ভোট চাচ্ছিল। এমন সময় মতিয়ার রহমানের সমর্থকেরা এলাকার ঢুকে ভোটারদের হুমকি দেয় এবং আমার সমর্থকদের ওপর হামলা করে। তাতে আমার তিন সমর্থক আহত হয়েছে।’

মেয়র প্রার্থী মতিয়ার রহমান বলেন, ‘শান্তিপূর্ণভাবে আমার সমর্থকেরা এলাকায় ঢুকে ভোট চাচ্ছিল। এ সময় তারা আমার সমর্থকদের ওপর হামলা করেছে। তাতে আমার তিন সমর্থক আহত হয়েছে।’

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মেহেরীন আশ্রাফ বলেন, আহত একজনকে চিকিৎসার জন্য পটুয়াখালী পাঠানো হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত