নিজস্ব প্রতিবেদক, বরিশাল
২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে ডেঙ্গুতে চার নারীসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছে ৩০৭ জনের। এ নিয়ে বিভাগটিতে মোট ১২৩ জনের মৃত্যু হলো।
আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তর বরিশালের উপপরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল এ তথ্য নিশ্চিত করেন।
মৃতরা হলেন বরিশালের বাবুগঞ্জ উপজেলার উজ্জলা বেগম (৭৫), বরগুনা সদর উপজেলার এমদাদুল হক (৬২), পটুয়াখালীর গলাচিপা উপজেলার আলো বেগম (৩৫), ভোলার দৌলতখান উপজেলার কুলসুম (৬০) ও পিরোজপুরের নেছারাবাদ উপজেলার লাবনী আক্তার (২৮)।
এর মধ্যে তিনজন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে, একজন পিরোজপুর সদর হাসপাতাল ও অন্য আরেকজন ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ছাড়া ডেঙ্গু শনাক্তের মধ্যে বরিশালে সর্বোচ্চ ১০৩, পটুয়াখালীতে ৫৯ জন, পিরোজপুরে ৬৪ জন, ভোলায় ১৮ জন, বরগুনায় ৫৩ জন ও ঝালকাঠিতে ১০ জন।
ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল গণমাধ্যমকে বলেন, ‘চলতি বছর এখন পর্যন্ত বরিশালের বিভিন্ন সরকারি হাসপাতালে ২৭ হাজার ৯৭৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে বরিশালের দুই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ৮৯ জন, ভোলা সদর হাসপাতালে নয়জন, বরগুনা সদর হাসপাতালে পাঁচজন, পিরোজপুর সদর হাসপাতালে ১২ জন ও পটুয়াখালীর দুই হাসপাতালে সাতজন ও ঝালকাঠি হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে।’
২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে ডেঙ্গুতে চার নারীসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছে ৩০৭ জনের। এ নিয়ে বিভাগটিতে মোট ১২৩ জনের মৃত্যু হলো।
আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তর বরিশালের উপপরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল এ তথ্য নিশ্চিত করেন।
মৃতরা হলেন বরিশালের বাবুগঞ্জ উপজেলার উজ্জলা বেগম (৭৫), বরগুনা সদর উপজেলার এমদাদুল হক (৬২), পটুয়াখালীর গলাচিপা উপজেলার আলো বেগম (৩৫), ভোলার দৌলতখান উপজেলার কুলসুম (৬০) ও পিরোজপুরের নেছারাবাদ উপজেলার লাবনী আক্তার (২৮)।
এর মধ্যে তিনজন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে, একজন পিরোজপুর সদর হাসপাতাল ও অন্য আরেকজন ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ছাড়া ডেঙ্গু শনাক্তের মধ্যে বরিশালে সর্বোচ্চ ১০৩, পটুয়াখালীতে ৫৯ জন, পিরোজপুরে ৬৪ জন, ভোলায় ১৮ জন, বরগুনায় ৫৩ জন ও ঝালকাঠিতে ১০ জন।
ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল গণমাধ্যমকে বলেন, ‘চলতি বছর এখন পর্যন্ত বরিশালের বিভিন্ন সরকারি হাসপাতালে ২৭ হাজার ৯৭৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে বরিশালের দুই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ৮৯ জন, ভোলা সদর হাসপাতালে নয়জন, বরগুনা সদর হাসপাতালে পাঁচজন, পিরোজপুর সদর হাসপাতালে ১২ জন ও পটুয়াখালীর দুই হাসপাতালে সাতজন ও ঝালকাঠি হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে।’
শনিবার রাতে ঘোষেরহাট বাজারে স্থানীয় লোকজন হিরণকে দেখতে পেয়ে আটক করে। প্রথমে তাঁরা তাঁকে মিষ্টি খাওয়ান, পরে গণধোলাই দেন। খবর পেয়ে ইন্দুরকানী থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
১ সেকেন্ড আগেচিকিৎসকের পরামর্শে স্বজনেরা সন্ধ্যা পৌনে ৭টার দিকে হাসপাতালের সামনে থেকে কম টাকায় ঢাকাফেরত একটি অ্যাম্বুলেন্স ভাড়া করেন। ঢাকায় যাওয়ার উদ্দেশে স্বজনেরা নবজাতককে নিয়ে অ্যাম্বুলেন্সে ওঠেন। রোগী নিয়ে অ্যাম্বুলেন্সেটি ছেড়ে যাবে, এ মুহূর্তে শরীয়তপুরের সিভিল সার্জনের গাড়িচালক আবু তাহের দেওয়ান ও তাঁর ছেলে
৪ মিনিট আগেকুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষকদের বহনকারী একটি মিনিবাসের সঙ্গে একটি যাত্রীবাহী লোকাল বাসের ধাক্কা লেগেছে। আজ রোববার (১৭ আগস্ট) সকালে সদর উপজেলার এগারো মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে অন্তত সাত-আটজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
৯ মিনিট আগেশতভাগ আবাসন, আবাসিক হলে অবৈধভাবে অবস্থানরত শিক্ষার্থীদের সিট বাতিলসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ ও প্রশাসনিক ভবনে তালা দিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীরা। আজ রোববার বেলা ১টার দিকে প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ হয়। পরে বেলা আড়াইটার দিকে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের ফটকে
১২ মিনিট আগে