Ajker Patrika

মুলাদীতে জমি দখল করতে বিধবাকে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগ

মুলাদী (বরিশাল) প্রতিনিধি
মুলাদীতে জমি দখল করতে বিধবাকে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগ

বরিশালের মুলাদীতে জমি দখল করতে এক বিধবাকে নিজ ঘরে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার দিবাগত রাতে উপজেলার কাজিরচর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে এই ঘটনা ঘটে। ভাগ্যক্রমে বেঁচে যাওয়া বিধবা খাদিজা বেগম (৫০) ওই গ্রামের মৃত নূর মোহাম্মাদ সরদারের স্ত্রী। এ ঘটনায় ওই নারী স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যানের কাছে অভিযোগ দিয়েছেন। 

খাদিজা বেগম জানান, স্বামীর মৃত্যুর পরে তিনি অসহায় জীবনযাপন করছেন। এই সুযোগে একই বাড়ির আলতাফ হাওলাদার ও তাঁর লোকজন তাঁর জমি দখল করে নিয়েছে। আলতাফ হাওলাদার ও তাঁর ছেলে মামুন হাওলাদার তাঁর জমিতে পাকা ভবন নির্মাণ করেছে। তিনি বাড়ির এক কোনে ছোট্ট একটি ঘর তুলে থাকেন। প্রতিপক্ষের লোকজন সেখান থেকেও তাঁকে উচ্ছেদের চেষ্টা চালাচ্ছে। এর আগেও তাঁরা কয়েকবার ঘর ভেঙে দেওয়ার হুমকিসহ বিভিন্ন ভয়ভীতি দেখিয়েছে।

খাদিজা বেগম বলেন, রাতে খাওয়ার পর ঘুমিয়ে ছিলাম। রাত দেড়টার দিকে আগুনের তাপে ঘুম ভেঙে যায়। আগুন দেখে চিৎকার করলে পার্শ্ববর্তী বাড়ির লোকজন এসে ঘরের বেড়া ভেঙে আমাকে উদ্ধার করে। আগুনে আমার গালের কিছু অংশ এবং হাত পুড়ে গেছে। প্রতিপক্ষের লোকজন জমি থেকে উচ্ছেদ করতে ব্যর্থ হয়ে ঘুমন্ত অবস্থায় আগুন দিয়ে আমাকে পুড়িয়ে হত্যার চেষ্টা চালিয়েছে। 

আলতাফ হাওলাদার অভিযোগ অস্বীকার করে বলেন, খাদিজা বেগমের সঙ্গে জমি নিয়ে বিরোধ রয়েছে। কিন্তু ঘরে আগুন লাগার বিষয়ে আমার কিছুই জানা নাই। 

এ ব্যাপারে কাজিরচর ইউনিয়নের চেয়ারম্যান মন্টু বিশ্বাস বলেন, বিধবা নারীর অভিযোগ পেয়েছি। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে বলা হয়েছে। 

মুলাদী থানার ওসি এস. এম মাকসুদুর রহমান বলেন, বিধবা নারীর লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত