নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বাসের অতিরিক্ত গতি নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশের মামলার জেরে বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ করেছেন শ্রমিকেরা। আজ শুক্রবার বেলা ৩টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনালসংলগ্ন মহাসড়ক এক ঘণ্টা ধরে অবরোধ করে রাখা হয়।
এদিকে অবরোধের কারণে বাস টার্মিনাল এলাকায় মহাসড়কের দুই পাশে প্রায় ৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। এতে বাসযাত্রীরা ভোগান্তিতে পড়েন। এ ছাড়া কাউন্টারের সামনেও যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। অবরোধের কারণে টার্মিনাল ও দূরদূরান্ত থেকে আসা সব ধরনের যানবাহন এক ঘণ্টার বেশি সময় ধরে চলাচল করতে পারেনি।
বরগুনা থেকে ঢাকা যাওয়ার উদ্দেশে আসা যাত্রী রফিকুল আলম বলেন, ‘আমাদের বাস বরগুনা থেকে এসেছে, কিন্তু টার্মিনাল এলাকায় এসে অবরোধের কারণে আটকে পড়ে। এক ঘণ্টা হয়েছে এখানে আটকে আছি।’
সুজন চৌধুরী নামের আরেক যাত্রী বলেন, ‘এ ধরনের অবরোধ হলে সবচেয়ে বেশি কষ্ট আমাদের হয়। সড়কে কোনো শৃঙ্খলাব্যবস্থা নেই।’
বাসশ্রমিক সাহাদাত হোসেন লিটন বলেন, ‘বাস চালানোর সময় প্রশাসনের ভয়ে থাকতে হয়। একটি বাসের গতি ৬০ কিলোমিটার অতিক্রম করলেই মামলা দেওয়া হচ্ছে।’
গোলাম রাব্বি নামের আরেক বাসশ্রমিক বলেন, ‘ট্রাফিক পুলিশ সকাল ৬টা থেকে কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনে অবস্থান নিয়ে মামলা দেওয়া শুরু করে। আমরা এই হয়রানি থেকে মুক্তি চাই।’
বরিশাল মহানগর পুলিশের উপকমিশনার (ট্রাফিক) মো. শরফুদ্দীন আজকের পত্রিকাকে বলেন, ‘অতিরিক্ত গতিতে বাস চালানো রোধে মামলার জেরে বাসশ্রমিকেরা বিক্ষোভ করেছেন। সেনাবাহিনীর সহায়তায় পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।’
বাসের অতিরিক্ত গতি নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশের মামলার জেরে বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ করেছেন শ্রমিকেরা। আজ শুক্রবার বেলা ৩টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনালসংলগ্ন মহাসড়ক এক ঘণ্টা ধরে অবরোধ করে রাখা হয়।
এদিকে অবরোধের কারণে বাস টার্মিনাল এলাকায় মহাসড়কের দুই পাশে প্রায় ৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। এতে বাসযাত্রীরা ভোগান্তিতে পড়েন। এ ছাড়া কাউন্টারের সামনেও যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। অবরোধের কারণে টার্মিনাল ও দূরদূরান্ত থেকে আসা সব ধরনের যানবাহন এক ঘণ্টার বেশি সময় ধরে চলাচল করতে পারেনি।
বরগুনা থেকে ঢাকা যাওয়ার উদ্দেশে আসা যাত্রী রফিকুল আলম বলেন, ‘আমাদের বাস বরগুনা থেকে এসেছে, কিন্তু টার্মিনাল এলাকায় এসে অবরোধের কারণে আটকে পড়ে। এক ঘণ্টা হয়েছে এখানে আটকে আছি।’
সুজন চৌধুরী নামের আরেক যাত্রী বলেন, ‘এ ধরনের অবরোধ হলে সবচেয়ে বেশি কষ্ট আমাদের হয়। সড়কে কোনো শৃঙ্খলাব্যবস্থা নেই।’
বাসশ্রমিক সাহাদাত হোসেন লিটন বলেন, ‘বাস চালানোর সময় প্রশাসনের ভয়ে থাকতে হয়। একটি বাসের গতি ৬০ কিলোমিটার অতিক্রম করলেই মামলা দেওয়া হচ্ছে।’
গোলাম রাব্বি নামের আরেক বাসশ্রমিক বলেন, ‘ট্রাফিক পুলিশ সকাল ৬টা থেকে কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনে অবস্থান নিয়ে মামলা দেওয়া শুরু করে। আমরা এই হয়রানি থেকে মুক্তি চাই।’
বরিশাল মহানগর পুলিশের উপকমিশনার (ট্রাফিক) মো. শরফুদ্দীন আজকের পত্রিকাকে বলেন, ‘অতিরিক্ত গতিতে বাস চালানো রোধে মামলার জেরে বাসশ্রমিকেরা বিক্ষোভ করেছেন। সেনাবাহিনীর সহায়তায় পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।’
নীলফামারীর ডিমলা উপজেলার বাবুরহাট বাজারে নির্মাণকাজ শেষ হওয়ার এক মাস যেতে না যেতেই উঠে যাচ্ছে সড়কের আরসিসি ঢালাই। এ ছাড়া সড়কটির সম্প্রসারণ জয়েন্টগুলোতে আঁকাবাঁকা ফাটল দেখা দিয়েছে। বিষয়টি বুঝতে পেরে সংশ্লিষ্টরা তাড়াহুড়া করে বিটুমিন দিয়ে ফাটল বন্ধের চেষ্টা চালিয়েছেন বলে জানা গেছে।
১ ঘণ্টা আগেতিন পার্বত্য জেলার মধ্যে আগে থেকেই চিকিৎসাসেবায় পিছিয়ে খাগড়াছড়ি। তার ওপর বছরের পর বছর চিকিৎসক, নার্স, কর্মচারী ও প্রয়োজনীয় যন্ত্রপাতির সংকট থাকায় খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না রোগীরা।
১ ঘণ্টা আগেনেত্রকোনার দুর্গাপুরে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় (২৪) নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ। আটক ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় দুর্গাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান...
১ ঘণ্টা আগেরাজধানীর খিলগাঁওয়ে একটি নির্মাণাধীন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় এ অগ্নিকাণ্ড ঘটে। তবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিভে গেছে। এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
৩ ঘণ্টা আগে