মুলাদী (বরিশাল) প্রতিনিধি
বরিশালের মুলাদীতে বিএনপির নেতা-কর্মীদের ওপর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের আহমেদ জুয়েলের নেতৃত্বে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার বেলা দেড়টার দিকে মুলাদী মসজিদ মার্কেট এলাকায় এই হামলার ঘটনা ঘটে। এ সময় ৫ জন আহত হয়েছেন।
আহত ব্যক্তিরা হলেন সফিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এসকান্দার আলী বাঘা, বিএনপি নেতা জাহিদ মোল্লা, জিয়া সাংস্কৃতিক সংগঠনের (জিসাস) কেন্দ্রীয় সহপ্রচার সম্পাদক দেলোয়ার হোসেন, জুবায়ের হোসেন ও চরকালেখান ইউনিয়ন বিএনপি নেতা নাসির উদ্দীন মোল্লা।
হামলায় আহত সফিপুর ইউনিয়ন বিএনপি নেতা জাহিদ মোল্লা বলেন, আজ উপজেলা স্বেচ্ছাসেবক দলের পরিচিতি সভা ছিল। ওই সভায় সফিপুর, চরকালেখান ইউনিয়নসহ বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা যোগ দেন। দুপুরে অনুষ্ঠান থেকে ফেরার পথে সফিপুর ও চরকালেখান ইউনিয়ন বিএনপির নেতা-কর্মীরা মসজিদ মার্কেট এলাকায় পৌঁছালে উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের আহমেদ জুয়েলের নেতৃত্বে ৩০-৩৫ জন ছাত্রলীগের নেতা-কর্মী হামলা চালান। এ সময় ৫ জন আহত হন। পরে স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে পাঠিয়ে দেন।
চরকালেখান ইউনিয়ন বিএনপি নেতা নাসির উদ্দীন মোল্লা বলেন, ছাত্রলীগের নেতা-কর্মীরা প্রথমে মসজিদ মার্কেটের সামনে হামলা চালিয়ে বিএনপি কর্মীদের আহত করেন। পরবর্তী সময়ে মুলাদী সিনেমা হলের সামনে গিয়ে আবার হামলা চালান তাঁরা।
উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আব্দুস ছত্তার খান বলেন, স্বেচ্ছাসেবক দলের পরিচিতি সভা শেষে ফেরার পথে বিএনপি নেতা-কর্মীদের ওপর অতর্কিত হামলা চালানো হয়েছে। নেতা-কর্মীরা শান্তিতে বাড়িও ফিরতে পারেননি। বিএনপির লোকজন মুলাদী উপজেলায় আসতে পারবেন না বলে তাঁদের জানানো হয়েছে।
জুবায়ের আহমেদ জুয়েল হামলার কথা অস্বীকার করে বলেন, ‘বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলার বিষয়ে আমি কিছু জানি না। আমি হিজলায় একটি টেন্ডারের কাজে ব্যস্ত ছিলাম।’
এ বিষয়ে মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মাকসুদুর রহমান বলেন, ‘বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলার বিষয়ে আমার কিছুই জানা নেই। এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’
বরিশালের মুলাদীতে বিএনপির নেতা-কর্মীদের ওপর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের আহমেদ জুয়েলের নেতৃত্বে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার বেলা দেড়টার দিকে মুলাদী মসজিদ মার্কেট এলাকায় এই হামলার ঘটনা ঘটে। এ সময় ৫ জন আহত হয়েছেন।
আহত ব্যক্তিরা হলেন সফিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এসকান্দার আলী বাঘা, বিএনপি নেতা জাহিদ মোল্লা, জিয়া সাংস্কৃতিক সংগঠনের (জিসাস) কেন্দ্রীয় সহপ্রচার সম্পাদক দেলোয়ার হোসেন, জুবায়ের হোসেন ও চরকালেখান ইউনিয়ন বিএনপি নেতা নাসির উদ্দীন মোল্লা।
হামলায় আহত সফিপুর ইউনিয়ন বিএনপি নেতা জাহিদ মোল্লা বলেন, আজ উপজেলা স্বেচ্ছাসেবক দলের পরিচিতি সভা ছিল। ওই সভায় সফিপুর, চরকালেখান ইউনিয়নসহ বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা যোগ দেন। দুপুরে অনুষ্ঠান থেকে ফেরার পথে সফিপুর ও চরকালেখান ইউনিয়ন বিএনপির নেতা-কর্মীরা মসজিদ মার্কেট এলাকায় পৌঁছালে উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের আহমেদ জুয়েলের নেতৃত্বে ৩০-৩৫ জন ছাত্রলীগের নেতা-কর্মী হামলা চালান। এ সময় ৫ জন আহত হন। পরে স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে পাঠিয়ে দেন।
চরকালেখান ইউনিয়ন বিএনপি নেতা নাসির উদ্দীন মোল্লা বলেন, ছাত্রলীগের নেতা-কর্মীরা প্রথমে মসজিদ মার্কেটের সামনে হামলা চালিয়ে বিএনপি কর্মীদের আহত করেন। পরবর্তী সময়ে মুলাদী সিনেমা হলের সামনে গিয়ে আবার হামলা চালান তাঁরা।
উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আব্দুস ছত্তার খান বলেন, স্বেচ্ছাসেবক দলের পরিচিতি সভা শেষে ফেরার পথে বিএনপি নেতা-কর্মীদের ওপর অতর্কিত হামলা চালানো হয়েছে। নেতা-কর্মীরা শান্তিতে বাড়িও ফিরতে পারেননি। বিএনপির লোকজন মুলাদী উপজেলায় আসতে পারবেন না বলে তাঁদের জানানো হয়েছে।
জুবায়ের আহমেদ জুয়েল হামলার কথা অস্বীকার করে বলেন, ‘বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলার বিষয়ে আমি কিছু জানি না। আমি হিজলায় একটি টেন্ডারের কাজে ব্যস্ত ছিলাম।’
এ বিষয়ে মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মাকসুদুর রহমান বলেন, ‘বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলার বিষয়ে আমার কিছুই জানা নেই। এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’
দখল-দূষণে অস্তিত্বসংকটে পড়েছে কুমিল্লার পুরাতন গোমতী নদী। দখলদারদের কাছ থেকে নদীটি উদ্ধারের পর সংস্কার করে রাজধানীর হাতিরঝিলের আদলে নান্দনিক করার প্রকল্প হাতে নেওয়া হলেও তা বাস্তবায়ন হচ্ছে না। নদীপাড়ে উচ্ছেদ অভিযান পরিচালনার বিষয়ে কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক), পানি উন্নয়ন বোর্ড (পাউবো)
১ ঘণ্টা আগেচট্টগ্রামের ফটিকছড়িতে ধর্ষণের মামলা থেকে বাঁচতে জালিয়াতির মাধ্যমে তৈরি করা জন্মসনদে বয়স কমানোর অভিযোগ উঠেছে এক তরুণের বিরুদ্ধে। অভিযুক্ত তরুণের নাম কাউসার হোসেন (১৯)। তিনি উপজেলার বাগানবাজার ইউনিয়নের হলুদিয়া এলাকার প্রয়াত মুকলেছুর রহমানের ছেলে। জালিয়াতির মাধ্যমে করা জন্মসনদে কাউসারের বয়স দেখানো হয়েছ
১ ঘণ্টা আগেনীলফামারীর ডিমলা উপজেলা ঘিরে রেখেছে নাউতারা, কুমলাই, ধুম ও বুড়িতিস্তা নদ-নদী। তবে দখল-দূষণে অস্তিত্বের সংকটে পড়েছে এগুলো। তিন বছর আগে প্রাণ ফেরাতে নাউতারা ও ধুম খনন করা হলেও কাজে আসেনি। খননের পরও নিশ্চিত করা যায়নি পানির প্রবাহ। নাব্যতা হারিয়ে এগুলো শুকিয়ে জেগে উঠেছে চর। সেখানে ধানসহ সবজির চাষ হচ্ছে।
১ ঘণ্টা আগেগত বছরের দফায় দফায় বন্যায় মৌলভীবাজারে প্রায় ২৫০ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। বছর পেরিয়ে আবার বর্ষা মৌসুম এলেও সড়ক সংস্কারে কোনো উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এতে সীমাহীন দুর্ভোগে রয়েছে জেলাবাসী। সড়কগুলোর কোনোটির পিচ উঠে ইট-সুরকি বেরিয়ে গেছে, কোথাও সৃষ্টি হয়েছে ছোট-বড় অসংখ্য গর্ত।
১ ঘণ্টা আগে