Ajker Patrika

সাংবাদিক আলতাফ মাহমুদের কবরসহ নদী ভাঙন এলাকা পরিদর্শনে পাউবোর কর্মকর্তারা

প্রতিনিধি, পটুয়াখালী ও গলাচিপা
সাংবাদিক আলতাফ মাহমুদের কবরসহ নদী ভাঙন এলাকা পরিদর্শনে পাউবোর কর্মকর্তারা

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি প্রখ্যাত সাংবাদিক আলতাফ মাহমুদের কবর সহ নদী ভাঙন এলাকা পরিদর্শন করছেন পটুয়াখালীর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. হালিম সালেহী। আজ দুপুর ২টায় তিনি গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের ফুলখালী গ্রামে রামনাবাদ নদীর ভাঙন কবলিত স্থান পরিদর্শনে আসেন। 

গত (২৪ আগস্ট) মঙ্গলবার ‘রামনাবাদ নদী ভাঙনের কবলে সাংবাদিক আলতাফ মাহমুদের কবর’এ শিরোনামে আজকের পত্রিকার অনলাইনে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। বিষয়টি নজরে আসায় পাউবো কর্মকর্তার এই পরিদর্শন।

এ প্রসঙ্গে প্রকৌশলী মো. হালিম সালেহীন বলেন, ‘আমরা সরেজমিন পরিদর্শন করেছি। ভাঙন রোধে এখানে স্থায়ী কাজ করা হলে, ঐতিহাসিক কবরস্থানসহ বিভিন্ন স্থাপনা, রাস্তাঘাট রক্ষা করা যাবে। প্রায় কিলোমিটার জায়গাজুড়ে নদীর তীর ভাঙছে। ভাঙনের অবস্থান বেড়িবাঁধ থেকে মাত্র ১০০ থেকে ১৫০ মিটার দূরে। বিষয়টি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব। এখানে ডিপিপির মাধ্যমে কাজ করা হলে, স্থায়ী সমাধান হবে। এখানে স্থায়ী ব্যবস্থা নেওয়া গেলে জনদুর্ভোগ কমবে বলে আশা করছি।’

নদী ভাঙন এলাকা পরিদর্শনএ সময় উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিষ কুমার, উপজেলা চেয়ারম্যান শাহীন শাহ, পটুয়াখালী প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ ও বৈশাখী টেলিভিশনের পটুয়াখালী প্রতিনিধি আবদুস সালাম আরিফ, গলাচিপা প্রেসক্লাবের সভাপতি সোহাগ রহমান, আলতাফ মাহমুদের ছোট ভাই আনোয়ার ও আলতাফ মাহমুদের ভাগনে মো. মঈনুদ্দিন।

প্রসঙ্গত, আলতাফ মাহমুদ বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি ছিলেন। তিনি ২০১৬ সালের ২৪ জানুয়ারি মৃত্যুবরণ করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত