Ajker Patrika

হুইলচেয়ারে এসে ভোট দিলেন শাকিব

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি
আপডেট : ০২ নভেম্বর ২০২২, ১৫: ৪৯
হুইলচেয়ারে এসে ভোট দিলেন শাকিব

দুই বছর আগে সড়ক দুর্ঘটনায় পা ভেঙে যায় শাকিবের। এরপর থেকে হুইলচেয়ারই তাঁর সঙ্গী। দেড় কিলোমিটার পথ হুইলচেয়ারে বসে ভোটকেন্দ্রে আসেন তিনি। দিয়েছেন ভোট। পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে উচ্ছ্বসিত তিনি।

আজ বুধবার পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়ন পরিষদে (ইউপি) অনুষ্ঠিত হচ্ছে উপনির্বাচনের ভোট গ্রহণ। চেয়ারম্যান পদের উপনির্বাচনে উত্তর ঝাটিবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন শাকিব। সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ।

এ সময় শাকিব বলেন, ‘প্রথমবারের মতো ইউপি নির্বাচনে ইভিএমে ভোট দিতে আসলাম। ছোট ভাইয়ের সহযোগিতায় বাড়ি থেকে দেড় কিলোমিটার দূরে ভোটকেন্দ্রে এসে পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছি। পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে খুশি।’ 

শাকিব আরও বলেন, ‘মোটরসাইকেল দুর্ঘটনায় আমার পা ভেঙে যায়। এখন হুইলচেয়ারে চলাফেরা করি। ভাই না নিয়ে আসলে ভোট দিতে পারতাম না। তবে ভোটকেন্দ্রের পরিবেশ ও নিরাপত্তাব্যবস্থা ভালো থাকায় ভোট দিতে কোনো সমস্যা হয়নি।’

উত্তর ঝাটিবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিসাইডিং কর্মকর্তা মো. সোহেল রানা বলেন, এ ইউপিতে মোট ভোটার সংখ্যা ১৯ হাজার ৯৭৩ জন। ১১টি কেন্দ্রে ভোট গ্রহণ চলছে। ইভিএমের মাধ্যমে সুষ্ঠু ও সুন্দরভাবে ভোট গ্রহণ চলছে। অসুস্থ ও বয়স্ক ভোটারদের লাইনে দাঁড়াতে হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত