Ajker Patrika

ভোলায় যৌথ অভিযানে অস্ত্র ও হাতবোমাসহ আ.লীগ নেতা আটক

ভোলা প্রতিনিধি
মো. মাইনুদ্দিন মোল্লা। ছবি: সংগৃহীত
মো. মাইনুদ্দিন মোল্লা। ছবি: সংগৃহীত

ভোলায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে ছয়টি হাতবোমা ও পাঁচটি দেশীয় অস্ত্রসহ আওয়ামী লীগ নেতা মো. মাইনুদ্দিন মোল্লাকে (৩৭) আটক করা হয়েছে।

আজ মঙ্গলবার মধ্যরাতে ভোলা সদর উপজেলার চরশামাইয়া ইউনিয়নের চরশিফলী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।

আজ ৬ মে দুপুরে কোস্ট গার্ড ভোলা দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এইচ এম এম হারুন-অর-রশীদ এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ মধ্যরাত ১টা থেকে ৩টা পর্যন্ত কোস্ট গার্ড ও পুলিশের সমন্বয়ে ভোলা সদর উপজেলার চরশামাইয়া ইউনিয়নের চরশিফলী এলাকায় একটি বিশেষ যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই এলাকায় মো. মাইনুদ্দিন মোল্লার বাড়িতে তল্লাশি করে ছয়টি ককটেল ও পাঁচটি দেশীয় অস্ত্রসহ (দুটি রামদা, একটি কুড়াল এবং দুটি চাপাতি) মো. মাইনুদ্দিন মোল্লাকে আটক করা হয়।

আটক মো. মাইনুদ্দিন মোল্লা ভোলা সদর উপজেলার চরশামাইয়া ইউনিয়নের শাহজাহান মোল্লার ছেলে এবং চরশামাইয়া ইউনিয়নের আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক।

জব্দকৃত হাতবোমা, দেশীয় অস্ত্র এবং আটককৃত ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কোস্ট গার্ড জানায়, বাংলাদেশ কোস্ট গার্ড আইনশৃঙ্খলা রক্ষার্থে উপকূলীয় ও নদীর তীরবর্তী অঞ্চলে ২৪ ঘণ্টাব্যাপী টহল কার্যক্রম এবং বিশেষ অভিযান অব্যাহত রেখেছে। যার ফলে এসব অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত