মুলাদী (বরিশাল) প্রতিনিধি
সারা দেশে ইলিশ ধরার ওপরে ২২ দিনের নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। এর মধ্যেই বরিশালের মুলাদীতে টর্চের আলোতে বিক্রি করা হচ্ছে ইলিশ। উপজেলার জয়ন্তী নদীর তীরবর্তী ভেদুরিয়া, ব্যাপারীর হাট, সীমান্তবর্তী হিজলার আবুপুর এলাকায় রাতে হাট বসিয়ে ইলিশ বিক্রি করছেন জেলেরা। কম দামের আশায় সাধারণ মানুষও ইলিশ কিনতে আসছেন।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ভেদুরিয়া ও হিজলার আবুপুর এলাকায় ইলিশের হাট দেখা গেছে। প্রতিদিন সন্ধ্যা থেকে রাত ১২টা পর্যন্ত এসব হাটে ইলিশ বেচাকেনা চলে বলে জানান স্থানীয়রা।
উপজেলা মৎস্য কর্মকর্তা এ এফ এম নাজমুস সালেহীন বলছেন, জেল, জরিমানা দিয়েও ইলিশ শিকার বন্ধ করা যাচ্ছে না।
২ অক্টোবর থেকে ইলিশ ধরা, ক্রয়-বিক্রয়, সংরক্ষণ ও পরিবহন নিষিদ্ধ ঘোষণা করে সরকার। ইলিশ রক্ষায় জেলেদের প্রণোদনা দেওয়া হয়েছে। কিন্তু সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে জেলেরা ইলিশ ধরছেন।
কেউ কেউ ফ্রিজে ইলিশ সংরক্ষণ করছেন। যেসব জেলের সংরক্ষণের ব্যবস্থা নেই, তাঁরা রাতে হাট বসিয়ে ইলিশ বিক্রি করছেন।
ভেদুরিয়া গ্রামের আব্দুল মান্নান জানান, প্রতিদিনই ভেদুরিয়া ও আবুপুর খেয়াঘাটে ইলিশের হাট বসে। সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত জেলেরা ইলিশ বেচাকেনা করেন। কম দামের আশায় সাধারণ মানুষ এসব জায়গায় ইলিশ কিনতে আসেন। মাঝেমধ্যে পুলিশ ও প্রশাসন আসলে দালালদের মাধ্যমে আগেই খবর পেয়ে দ্রুত গা ঢাকা দেন জেলেরা।
উপজেলা মৎস্য কর্মকর্তা এ এফ এম নাজমুস সালেহীন বলেন, প্রতিদিন আড়িয়ারখাঁ ও জয়ন্তী নদীতে অভিযান চালানো হচ্ছে। ইতিমধ্যে ১৫ জেলেকে জেল এবং বেশ কিছু জেলেকে জরিমানা করা হয়েছে।
এরপরও জেলেরা আইন অমান্য করে নদীতে ইলিশ শিকারের চেষ্টা করছেন। জেলেদের থামাতে থানা ও নৌ পুলিশের সহায়তায় নদীতে অভিযান বাড়ানো হবে।
সারা দেশে ইলিশ ধরার ওপরে ২২ দিনের নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। এর মধ্যেই বরিশালের মুলাদীতে টর্চের আলোতে বিক্রি করা হচ্ছে ইলিশ। উপজেলার জয়ন্তী নদীর তীরবর্তী ভেদুরিয়া, ব্যাপারীর হাট, সীমান্তবর্তী হিজলার আবুপুর এলাকায় রাতে হাট বসিয়ে ইলিশ বিক্রি করছেন জেলেরা। কম দামের আশায় সাধারণ মানুষও ইলিশ কিনতে আসছেন।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ভেদুরিয়া ও হিজলার আবুপুর এলাকায় ইলিশের হাট দেখা গেছে। প্রতিদিন সন্ধ্যা থেকে রাত ১২টা পর্যন্ত এসব হাটে ইলিশ বেচাকেনা চলে বলে জানান স্থানীয়রা।
উপজেলা মৎস্য কর্মকর্তা এ এফ এম নাজমুস সালেহীন বলছেন, জেল, জরিমানা দিয়েও ইলিশ শিকার বন্ধ করা যাচ্ছে না।
২ অক্টোবর থেকে ইলিশ ধরা, ক্রয়-বিক্রয়, সংরক্ষণ ও পরিবহন নিষিদ্ধ ঘোষণা করে সরকার। ইলিশ রক্ষায় জেলেদের প্রণোদনা দেওয়া হয়েছে। কিন্তু সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে জেলেরা ইলিশ ধরছেন।
কেউ কেউ ফ্রিজে ইলিশ সংরক্ষণ করছেন। যেসব জেলের সংরক্ষণের ব্যবস্থা নেই, তাঁরা রাতে হাট বসিয়ে ইলিশ বিক্রি করছেন।
ভেদুরিয়া গ্রামের আব্দুল মান্নান জানান, প্রতিদিনই ভেদুরিয়া ও আবুপুর খেয়াঘাটে ইলিশের হাট বসে। সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত জেলেরা ইলিশ বেচাকেনা করেন। কম দামের আশায় সাধারণ মানুষ এসব জায়গায় ইলিশ কিনতে আসেন। মাঝেমধ্যে পুলিশ ও প্রশাসন আসলে দালালদের মাধ্যমে আগেই খবর পেয়ে দ্রুত গা ঢাকা দেন জেলেরা।
উপজেলা মৎস্য কর্মকর্তা এ এফ এম নাজমুস সালেহীন বলেন, প্রতিদিন আড়িয়ারখাঁ ও জয়ন্তী নদীতে অভিযান চালানো হচ্ছে। ইতিমধ্যে ১৫ জেলেকে জেল এবং বেশ কিছু জেলেকে জরিমানা করা হয়েছে।
এরপরও জেলেরা আইন অমান্য করে নদীতে ইলিশ শিকারের চেষ্টা করছেন। জেলেদের থামাতে থানা ও নৌ পুলিশের সহায়তায় নদীতে অভিযান বাড়ানো হবে।
বিয়ের প্রলোভনে খুলনায় কলেজছাত্রীকে ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলার পলাতক আসামি ঈশান কবির খান ওরফে জ্যোতিকে (৪২) গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।
৯ মিনিট আগেরাজধানীর খিলগাঁও বনশ্রী এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় পাভেল মিয়া (২১) ও আব্দুল্লাহ আল নোমান (২২) নামের দুই বন্ধু মারা গেছেন। আজ বুধবার (৩০ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে খিলগাঁও-বনশ্রী ইন্টেলিজেন্সিয়া স্কুল অ্যান্ড কলেজের বিপরীত পাশের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
২১ মিনিট আগেনওগাঁর নিয়ামতপুর উপজেলার পাঁড়ইল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সৈয়দ মুজিব গ্যান্দাকে পুলিশে দিয়েছেন ছাত্রদল নেতা-কর্মীরা। আজ বুধবার দুপুরে উপজেলা পরিষদ ভবনের সামনে থেকে ওই চেয়ারম্যানকে আটক করেন তাঁরা।
২৫ মিনিট আগেনারায়ণগঞ্জের আড়াইহাজারে স্বপন (৩৫) নামের এক যুবককে হত্যা মামলায় দুই ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ২ বছরের কারাদণ্ড দেওয়া হয়। আজ বুধবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ হত্যা মামলার এই রায় দেন।
২৭ মিনিট আগে