Ajker Patrika

পটুয়াখালীতে অবসরপ্রাপ্ত সেনাসদস্যের আত্মহত্যা

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
আপডেট : ০৫ মে ২০২৪, ২০: ৩৭
পটুয়াখালীতে অবসরপ্রাপ্ত সেনাসদস্যের আত্মহত্যা

পটুয়াখালী দশমিনায় মো. আনোয়ার হোসেন (৪০) নামে অবসরপ্রাপ্ত এক সেনাসদস্য আত্মহত্যা করেছেন। আজ রোববার তিনি নিজের বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। 

অবসরপ্রাপ্ত সেনাসদস্য উপজেলার আলীপুর ইউনিয়নের মধুপুর গ্রামের আবদুর রব ঢালির ছেলে। 

পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বছর মো. আনোয়ার হোসেন বগুড়া ক্যান্টনমেন্ট থেকে অবসরে আসেন। এ সময় তিনি এলাকায় ডাবের ব্যবসা শুরু করেন। ব্যবসায় ক্ষতি হলে পাওনাদারদের কারণে ঢাকায় চলে আসেন। ২ মে ঢাকা থেকে বাড়িতে আসেন। 

আজ তিনি পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির বাথরুমে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরে এলাকার লোকজন এসে বাথরুমের দরজা ভেঙে দেখে মরদেহ ঝুলছে। খবর পেয়ে দশমিনা থানার পুলিশ এসে লাশের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠান। 

তাঁর স্ত্রী মোছা. সাহিমা বলেন, ‘আমার স্বামী (আনোয়ার হোসেন) চাকরি থেকে অবসরে আসার পর ডাবের ব্যবসা শুরু করেন। ব্যবসায় ক্ষতি হওয়ায় ঢাকায় চলে যান। তিন মাস ঢাকায় থাকেন। গত বৃহস্পতিবার ঢাকা থেকে আসেন। শনিবার রাতে লোকজন এসে টাকার জন্য কথা শোনায়। সেই থেকে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন।’ 

সাহিমা বলেন, ‘সকালে আমি বাইরে যাই, পরে এসে না দেখে খোঁজ করি। দেখি বাসার সব রুম আটকানো, লোকজন ডেকে দরজা ভেঙে দেখি বাথরুমে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে।’ 

এ বিষয়ে দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘প্রাথমিক সুরতহাল পর্যালোচনায় এটি আত্মহত্যা। একটি অপমৃত্যু মামলা রুজু হবে। অপমৃত্যু মামলা তদন্ত করব। ময়নাতদন্তের রিপোর্ট আসলে প্রকৃত ঘটনা জানা যাবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত