পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে বরগুনার পাথরঘাটায় বঙ্গোপসাগরে ২০টি ট্রলারসহ তিন শতাধিক জেলে নিখোঁজ রয়েছে। আজ শুক্রবার সন্ধ্যা ৭টা পর্যন্ত তাঁদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে বলে জানান জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী।
তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘উপজেলার ২০টি মাছ ধরার ট্রলারসহ তিন শতাধিক জেলের খোঁজ পাওয়া যাচ্ছে না। বৈরী আবহাওয়ায় জেলেরা হয়তো নেটওয়ার্কের বাইরে চলে গেছেন। এমনও হতে পারে তাঁরা সুন্দরবন এলাকার বিভিন্ন খালে নিরাপদ আশ্রয়ে আশ্রয় নিয়েছেন। নিখোঁজ ট্রলারের খোঁজখবর নেওয়া হচ্ছে। এসব জেলে পরিবারের সদস্যরা হতাশায় ভুগছেন।’
তিনি আরও বলেন, ‘এ ছাড়া গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে বঙ্গোপসাগরের মোহনায় বরগুনার পাথরঘাটা উপজেলার ছালাম মিয়ার মালিকানাধীন এফবি নিশাত নামে একটি মাছ ধরার ট্রলার উল্টে যায়। এ সময় অন্য ট্রলারের জেলেরা তাদের উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নিয়ে যায়। পরে ট্রলারের সঙ্গে বেঁধে উল্টে যাওয়া ট্রলারটিও নিরাপদ স্থানে নিয়ে আসা হয়।’
দক্ষিণ স্টেশনে কোস্ট গার্ড সূত্রে জানা যায়, নিখোঁজ ট্রলার ও জেলেদের খোঁজ নিতে অন্যান্য স্টেশনকে অবগত করা হয়েছে।
এদিকে ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে উপজেলায় খেতের বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এ ছাড়া দুই দিন ধরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা শওকত হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘দুই দিনের টানা বর্ষণ ও দমকা বাতাসে ধানখেত ও বীজতলা তলিয়ে গেছে। এতে ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে। জরিপ না করে ক্ষতির পরিমাপ বলা সম্ভব নয়।’
উপজেলা কন্ট্রোল রুমে দায়িত্বে থাকা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকছেদুল আলম বলেন, ‘উপজেলার বিভিন্ন এলাকায় বহু গাছ উপড়ে পড়েছে। এ ছাড়া ২০টির মতো বসতঘরের আংশিক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হচ্ছে। তাদের সরকারের পক্ষ থেকে সহায়তা করা হবে।’
পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রোকনুজ্জামান খান আজকের পত্রিকাকে বলেন, ‘ঘূর্ণিঝড় মিধিলি মোকাবিলায় উপজেলা প্রশাসনের সব রকমের প্রস্তুতি নেওয়া ছিল। পাথরঘাটায় ১২৪টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত ছিল। বেড়িবাঁধের বাইরের লোকজন আশ্রয়কেন্দ্রে গিয়েছিল। আবহাওয়া ঠিক হয়ে যাওয়ায় সবাই বাড়িতে ফিরে গেছে।’
ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে বরগুনার পাথরঘাটায় বঙ্গোপসাগরে ২০টি ট্রলারসহ তিন শতাধিক জেলে নিখোঁজ রয়েছে। আজ শুক্রবার সন্ধ্যা ৭টা পর্যন্ত তাঁদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে বলে জানান জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী।
তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘উপজেলার ২০টি মাছ ধরার ট্রলারসহ তিন শতাধিক জেলের খোঁজ পাওয়া যাচ্ছে না। বৈরী আবহাওয়ায় জেলেরা হয়তো নেটওয়ার্কের বাইরে চলে গেছেন। এমনও হতে পারে তাঁরা সুন্দরবন এলাকার বিভিন্ন খালে নিরাপদ আশ্রয়ে আশ্রয় নিয়েছেন। নিখোঁজ ট্রলারের খোঁজখবর নেওয়া হচ্ছে। এসব জেলে পরিবারের সদস্যরা হতাশায় ভুগছেন।’
তিনি আরও বলেন, ‘এ ছাড়া গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে বঙ্গোপসাগরের মোহনায় বরগুনার পাথরঘাটা উপজেলার ছালাম মিয়ার মালিকানাধীন এফবি নিশাত নামে একটি মাছ ধরার ট্রলার উল্টে যায়। এ সময় অন্য ট্রলারের জেলেরা তাদের উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নিয়ে যায়। পরে ট্রলারের সঙ্গে বেঁধে উল্টে যাওয়া ট্রলারটিও নিরাপদ স্থানে নিয়ে আসা হয়।’
দক্ষিণ স্টেশনে কোস্ট গার্ড সূত্রে জানা যায়, নিখোঁজ ট্রলার ও জেলেদের খোঁজ নিতে অন্যান্য স্টেশনকে অবগত করা হয়েছে।
এদিকে ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে উপজেলায় খেতের বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এ ছাড়া দুই দিন ধরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা শওকত হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘দুই দিনের টানা বর্ষণ ও দমকা বাতাসে ধানখেত ও বীজতলা তলিয়ে গেছে। এতে ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে। জরিপ না করে ক্ষতির পরিমাপ বলা সম্ভব নয়।’
উপজেলা কন্ট্রোল রুমে দায়িত্বে থাকা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকছেদুল আলম বলেন, ‘উপজেলার বিভিন্ন এলাকায় বহু গাছ উপড়ে পড়েছে। এ ছাড়া ২০টির মতো বসতঘরের আংশিক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হচ্ছে। তাদের সরকারের পক্ষ থেকে সহায়তা করা হবে।’
পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রোকনুজ্জামান খান আজকের পত্রিকাকে বলেন, ‘ঘূর্ণিঝড় মিধিলি মোকাবিলায় উপজেলা প্রশাসনের সব রকমের প্রস্তুতি নেওয়া ছিল। পাথরঘাটায় ১২৪টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত ছিল। বেড়িবাঁধের বাইরের লোকজন আশ্রয়কেন্দ্রে গিয়েছিল। আবহাওয়া ঠিক হয়ে যাওয়ায় সবাই বাড়িতে ফিরে গেছে।’
রাজধানীর মিরপুরের পল্লবীতে মেট্রোরেল স্টেশনের পিলারে মোটরসাইকেলের ধাক্কা লেগে ইমন মোল্লা (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাত ১২টার দিকে পল্লবীতে মেট্রোরেল স্টেশনের নিচে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্বজনেরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত ২টার...
৭ মিনিট আগেবিজিবি ও পুলিশ সূত্রে জানা যায়, এই ১০ বাংলাদেশি অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করলে সে দেশের তুরা জেলা পুলিশ তাদের আটক করে। পরে রোববার বিকেলে নাকুগাঁও আইসিপি দিয়ে তাদের বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। রাত সাড়ে ১০টার দিকে বিজিবি তাদের নালিতাবাড়ী থানা পুলিশের কাছে সোপর্দ করে।
৩৫ মিনিট আগে৯৬ ঘণ্টা পর আজ (১১ আগস্ট) সকাল ৭ টা থেকে চন্দ্রঘোনা-রাইখালী নৌ রুটে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি সড়ক ও জনপদ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী কীর্তি নিশান চাকমা।
৪১ মিনিট আগেনিহত রুপলালের স্ত্রী ভারতী রানী বাদী হয়ে ৭০০ জন অজ্ঞাতনামা আসামি দিয়ে গতকাল রোববার দুপুরে তারাগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর পুলিশ ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে রাতে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করেন।
৪৪ মিনিট আগে