পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে বরগুনার পাথরঘাটায় বঙ্গোপসাগরে ২০টি ট্রলারসহ তিন শতাধিক জেলে নিখোঁজ রয়েছে। আজ শুক্রবার সন্ধ্যা ৭টা পর্যন্ত তাঁদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে বলে জানান জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী।
তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘উপজেলার ২০টি মাছ ধরার ট্রলারসহ তিন শতাধিক জেলের খোঁজ পাওয়া যাচ্ছে না। বৈরী আবহাওয়ায় জেলেরা হয়তো নেটওয়ার্কের বাইরে চলে গেছেন। এমনও হতে পারে তাঁরা সুন্দরবন এলাকার বিভিন্ন খালে নিরাপদ আশ্রয়ে আশ্রয় নিয়েছেন। নিখোঁজ ট্রলারের খোঁজখবর নেওয়া হচ্ছে। এসব জেলে পরিবারের সদস্যরা হতাশায় ভুগছেন।’
তিনি আরও বলেন, ‘এ ছাড়া গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে বঙ্গোপসাগরের মোহনায় বরগুনার পাথরঘাটা উপজেলার ছালাম মিয়ার মালিকানাধীন এফবি নিশাত নামে একটি মাছ ধরার ট্রলার উল্টে যায়। এ সময় অন্য ট্রলারের জেলেরা তাদের উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নিয়ে যায়। পরে ট্রলারের সঙ্গে বেঁধে উল্টে যাওয়া ট্রলারটিও নিরাপদ স্থানে নিয়ে আসা হয়।’
দক্ষিণ স্টেশনে কোস্ট গার্ড সূত্রে জানা যায়, নিখোঁজ ট্রলার ও জেলেদের খোঁজ নিতে অন্যান্য স্টেশনকে অবগত করা হয়েছে।
এদিকে ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে উপজেলায় খেতের বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এ ছাড়া দুই দিন ধরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা শওকত হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘দুই দিনের টানা বর্ষণ ও দমকা বাতাসে ধানখেত ও বীজতলা তলিয়ে গেছে। এতে ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে। জরিপ না করে ক্ষতির পরিমাপ বলা সম্ভব নয়।’
উপজেলা কন্ট্রোল রুমে দায়িত্বে থাকা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকছেদুল আলম বলেন, ‘উপজেলার বিভিন্ন এলাকায় বহু গাছ উপড়ে পড়েছে। এ ছাড়া ২০টির মতো বসতঘরের আংশিক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হচ্ছে। তাদের সরকারের পক্ষ থেকে সহায়তা করা হবে।’
পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রোকনুজ্জামান খান আজকের পত্রিকাকে বলেন, ‘ঘূর্ণিঝড় মিধিলি মোকাবিলায় উপজেলা প্রশাসনের সব রকমের প্রস্তুতি নেওয়া ছিল। পাথরঘাটায় ১২৪টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত ছিল। বেড়িবাঁধের বাইরের লোকজন আশ্রয়কেন্দ্রে গিয়েছিল। আবহাওয়া ঠিক হয়ে যাওয়ায় সবাই বাড়িতে ফিরে গেছে।’
ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে বরগুনার পাথরঘাটায় বঙ্গোপসাগরে ২০টি ট্রলারসহ তিন শতাধিক জেলে নিখোঁজ রয়েছে। আজ শুক্রবার সন্ধ্যা ৭টা পর্যন্ত তাঁদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে বলে জানান জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী।
তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘উপজেলার ২০টি মাছ ধরার ট্রলারসহ তিন শতাধিক জেলের খোঁজ পাওয়া যাচ্ছে না। বৈরী আবহাওয়ায় জেলেরা হয়তো নেটওয়ার্কের বাইরে চলে গেছেন। এমনও হতে পারে তাঁরা সুন্দরবন এলাকার বিভিন্ন খালে নিরাপদ আশ্রয়ে আশ্রয় নিয়েছেন। নিখোঁজ ট্রলারের খোঁজখবর নেওয়া হচ্ছে। এসব জেলে পরিবারের সদস্যরা হতাশায় ভুগছেন।’
তিনি আরও বলেন, ‘এ ছাড়া গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে বঙ্গোপসাগরের মোহনায় বরগুনার পাথরঘাটা উপজেলার ছালাম মিয়ার মালিকানাধীন এফবি নিশাত নামে একটি মাছ ধরার ট্রলার উল্টে যায়। এ সময় অন্য ট্রলারের জেলেরা তাদের উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নিয়ে যায়। পরে ট্রলারের সঙ্গে বেঁধে উল্টে যাওয়া ট্রলারটিও নিরাপদ স্থানে নিয়ে আসা হয়।’
দক্ষিণ স্টেশনে কোস্ট গার্ড সূত্রে জানা যায়, নিখোঁজ ট্রলার ও জেলেদের খোঁজ নিতে অন্যান্য স্টেশনকে অবগত করা হয়েছে।
এদিকে ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে উপজেলায় খেতের বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এ ছাড়া দুই দিন ধরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা শওকত হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘দুই দিনের টানা বর্ষণ ও দমকা বাতাসে ধানখেত ও বীজতলা তলিয়ে গেছে। এতে ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে। জরিপ না করে ক্ষতির পরিমাপ বলা সম্ভব নয়।’
উপজেলা কন্ট্রোল রুমে দায়িত্বে থাকা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকছেদুল আলম বলেন, ‘উপজেলার বিভিন্ন এলাকায় বহু গাছ উপড়ে পড়েছে। এ ছাড়া ২০টির মতো বসতঘরের আংশিক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হচ্ছে। তাদের সরকারের পক্ষ থেকে সহায়তা করা হবে।’
পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রোকনুজ্জামান খান আজকের পত্রিকাকে বলেন, ‘ঘূর্ণিঝড় মিধিলি মোকাবিলায় উপজেলা প্রশাসনের সব রকমের প্রস্তুতি নেওয়া ছিল। পাথরঘাটায় ১২৪টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত ছিল। বেড়িবাঁধের বাইরের লোকজন আশ্রয়কেন্দ্রে গিয়েছিল। আবহাওয়া ঠিক হয়ে যাওয়ায় সবাই বাড়িতে ফিরে গেছে।’
শিশুদের কলকাকলিতে মুখর আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার লা গ্যালারি। গ্যালারির দেয়ালজুড়ে সাজানো তাদেরই পছন্দের অনেক ছবি। বইয়ে যে ছবি দেখে পড়া শিখেছে, সেগুলোই ঝুলছিল দেয়ালে। কী নেই সেখানে! নানা নকশায় লেখা বাংলা বর্ণমালা। গাছের ছবি, প্রাণীর ছবি, ফুলের ছবি, পাখির ছবি। বাচ্চারা সেগুলো দেখছে, পরস্পর আলাপ করছে।
৫ ঘণ্টা আগেসংস্কার শুরু হয়েছে রাজশাহী মহানগরীর জামালপুর-চকপাড়া ও হড়গ্রাম এলাকায় সাবেক সংসদ সদস্য ফজলে হোসেন বাদশার বাড়ির সামনের সড়ক। পুরোনো ইট-খোয়া সরিয়ে নতুন উপকরণ দিয়ে করার কথা কাজ। কিন্তু ঠিকাদার সড়ক দুটি খুঁড়ে পাওয়া পুরোনো ইট-খোয়া দিয়েই কাজ করছেন। এ নিয়ে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করলেও পরিদর্শনেই যাননি
৫ ঘণ্টা আগেবান্দরবানের আলীকদম উপজেলা সদর ইউনিয়নে ভুয়া কাগজপত্রে ভোটার হচ্ছেন রোহিঙ্গারা। রোহিঙ্গাদের কাছ থেকে জনপ্রতি ২০ থেকে ৫০ হাজার টাকা নিয়ে জনপ্রতিনিধিরা ভুয়া নাগরিক সনদ ও ‘রোহিঙ্গা নয়’ মর্মে প্রত্যয়নপত্র দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
৫ ঘণ্টা আগেইতিহাস, ঐতিহ্য আর মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত বাংলাদেশ বেতারের পুরোনো সদর দপ্তর ভবন। রাজধানীর শাহবাগে অবস্থিত এই ভবনের অবস্থা এখন করুণ। বেতারের স্মৃতি-ঐতিহ্যের কিছুই আর অবশিষ্ট নেই। প্রায় পরিত্যক্ত এই ভবন এখন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (সাবেক বিএসএমএমইউ/পিজি) জন্য কাজ করা আনসার সদস্যদের
৫ ঘণ্টা আগে