Ajker Patrika

খালে নোঙর করা ট্রলারে আরেকটির ধাক্কা, জেলে নিখোঁজ 

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
আপডেট : ০৫ মে ২০২৪, ১৪: ৪৯
খালে নোঙর করা ট্রলারে আরেকটির ধাক্কা, জেলে নিখোঁজ 

বরগুনার পাথরঘাটায় বলেশ্বর-বিষখালী ভাড়ানি খালে নোঙর করা একটি ট্রলারে আরেকটি ট্রলারের ধাক্কায় মনির হোসেন (৩০) নামে এক জেলে খালে পড়ে নিখোঁজ রয়েছেন। আজ রোববার সকাল সাড়ে ৯টার দিকে পাথরঘাটা খালের লঞ্চঘাটে এ ঘটনা ঘটে। 

নিখোঁজ জেলে নোয়াখালী জেলার লক্ষ্মীপুর উপজেলার চকবাজার এলাকার হাফেজ উদ্দিনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী। পাথরঘাটা উপজেলা চেয়ারম্যান মোস্তাফা গোলাম কবিরের মালিকানাধীন এফবি সাফোয়ান-১ ট্রলারের জেলে ছিলেন মনির। 

নিখোঁজ মনিরের চাচাশ্বশুর ইসমাইল হোসেন বলেন, ‘পাথরঘাটা লঞ্চঘাটে আমাদের নোঙর করা ট্রলারে আরেকটি ট্রলার ধাক্কা দেয়। এ সময় আমাদের ট্রলারের সুকানি ছুটে গিয়ে মনিরের গায়ে পড়ে। এতে মনির ছিটকে খালে পড়ে তলিয়ে যায়।’ 

ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, জেলে খালে পড়ে নিখোঁজ হওয়ার সংবাদ ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই স্থানীয় জেলেরা খালে উদ্ধারকাজ শুরু করেছে। খালের চারটি পয়েন্টে জাল ফেলে আটকে দেওয়া হয়েছে, যাতে দেহটি ভেসে যেতে না পারে। 

এদিকে ঘটনার পরপরই পাথরঘাটা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকারী ডুবুরি দলকে খবর দিয়েছে বলে জানা গেছে। 

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তাও ছিলেন। স্থানীয়ভাবে উদ্ধারকাজ চলছে। এতে ফায়ার সার্ভিস ও পুলিশ সহায়তা করছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত