ভোলা প্রতিনিধি
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় প্রতারণা মামলায় গ্রেপ্তার হয়েছেন ঝুমুরা বেগম (২২) নামের এক নারী। আজ বুধবার সকালে ভোলার আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে গতকাল মঙ্গলবার রাত ১২টার দিকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন ফকির এ তথ্য নিশ্চিত করেন।
ঝুমুরা বেগম উপজেলার সাচড়া ইউনিয়নের বাথানবাড়ি গ্রামের আব্দুর রশিদ কাজীর মেয়ে।
মামলায় বাদী স্বামী আল-আমিন মৃধা আজকের পত্রিকাকে জানান, চাকরির জন্য তাঁর মোহাম্মদপুরের কাদেরাবাদ হাউজিংয়ের অফিসে যান ঝুমুরা। পরে তাঁকে চাকরি দেন মৃধা। তাঁর অফিসে চাকরিরত অবস্থায় ঝুমুরা বেগম মৃধাকে প্রেম ও বিয়ের প্রস্তাব দেন। ওই প্রস্তাবে রাজি না হওয়ায় তিনি মৃধাকে মিথ্যা মামলায় জড়ানোরও হুমকি দেন এবং তাঁর কাছ থেকে ৫ লাখ টাকা দাবি করেন। দাবিকৃত টাকা না দেওয়ায় ঝুমুরা ঢাকার মোহাম্মদপুর থানায় তাঁর নামে নারী ও শিশু নির্যাতন আইনে মিথ্যা মামলা দায়ের করেন। বিষয়টি ঝুমুরার বাবাকে জানানো হলে তাঁর বাবা মীমাংসার কথা বলে তাঁকে উপজেলার দরুন বাজারে আসতে বলেন। পরে সেখানে দুর্বৃত্তদের দিয়ে জোরপূর্বক কাবিননামায় স্বাক্ষর নেন তাঁরা।
আল-আমিন আরও জানান, ওই সময় ঝুমুরা বেগম কেরানি গঞ্জের জুবায়ের আলম নামের এক যুবকের বিবাহিতা স্ত্রী ও ৫ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। বিষয়টি এলাকায় জানাজানি হলে স্থানীয়ভাবে একাধিকবার আপস মীমাংসার চেষ্টা করেন। কিন্তু কোনো সুরাহা না হওয়ায় গত ১৩ জুন ঝুমুরার বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে প্রতারণা ও জালিয়াতির মামলা দায়ের করেন তিনি। মামলা দায়েরের পর গত ১৯ জুলাই আদালতে হাজিরার তারিখ দেওয়া হয়। কিন্তু সেই তারিখে হাজির না হওয়া আদালত তাঁর নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে ভোলার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় প্রতারণা মামলায় গ্রেপ্তার হয়েছেন ঝুমুরা বেগম (২২) নামের এক নারী। আজ বুধবার সকালে ভোলার আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে গতকাল মঙ্গলবার রাত ১২টার দিকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন ফকির এ তথ্য নিশ্চিত করেন।
ঝুমুরা বেগম উপজেলার সাচড়া ইউনিয়নের বাথানবাড়ি গ্রামের আব্দুর রশিদ কাজীর মেয়ে।
মামলায় বাদী স্বামী আল-আমিন মৃধা আজকের পত্রিকাকে জানান, চাকরির জন্য তাঁর মোহাম্মদপুরের কাদেরাবাদ হাউজিংয়ের অফিসে যান ঝুমুরা। পরে তাঁকে চাকরি দেন মৃধা। তাঁর অফিসে চাকরিরত অবস্থায় ঝুমুরা বেগম মৃধাকে প্রেম ও বিয়ের প্রস্তাব দেন। ওই প্রস্তাবে রাজি না হওয়ায় তিনি মৃধাকে মিথ্যা মামলায় জড়ানোরও হুমকি দেন এবং তাঁর কাছ থেকে ৫ লাখ টাকা দাবি করেন। দাবিকৃত টাকা না দেওয়ায় ঝুমুরা ঢাকার মোহাম্মদপুর থানায় তাঁর নামে নারী ও শিশু নির্যাতন আইনে মিথ্যা মামলা দায়ের করেন। বিষয়টি ঝুমুরার বাবাকে জানানো হলে তাঁর বাবা মীমাংসার কথা বলে তাঁকে উপজেলার দরুন বাজারে আসতে বলেন। পরে সেখানে দুর্বৃত্তদের দিয়ে জোরপূর্বক কাবিননামায় স্বাক্ষর নেন তাঁরা।
আল-আমিন আরও জানান, ওই সময় ঝুমুরা বেগম কেরানি গঞ্জের জুবায়ের আলম নামের এক যুবকের বিবাহিতা স্ত্রী ও ৫ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। বিষয়টি এলাকায় জানাজানি হলে স্থানীয়ভাবে একাধিকবার আপস মীমাংসার চেষ্টা করেন। কিন্তু কোনো সুরাহা না হওয়ায় গত ১৩ জুন ঝুমুরার বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে প্রতারণা ও জালিয়াতির মামলা দায়ের করেন তিনি। মামলা দায়েরের পর গত ১৯ জুলাই আদালতে হাজিরার তারিখ দেওয়া হয়। কিন্তু সেই তারিখে হাজির না হওয়া আদালত তাঁর নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে ভোলার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
কুষ্টিয়ার দৌলতপুরে যুবদল নেতার পুকুরে দুর্বৃত্তদের দেওয়া বিষাক্ত গ্যাস ট্যাবলেটে অর্ধ কোটি টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের আদাবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেরাজশাহীতে আগামী ১৫ মে থেকে আম পাড়া যাবে। জাতভেদে পর্যায়ক্রমে একে একে বাজারে আসবে আম। অপরিপক্ব আমের বাজারজাত ঠেকাতে জেলা প্রশাসন এবারও ‘ম্যাঙ্গো ক্যালেন্ডার’ ঘোষণা করেছে। বাগান থেকে জাতভেদে আম পাড়ার সময়সূচি নির্ধারিত হয়েছে।
১ ঘণ্টা আগেগত ১৭ এপ্রিল রাতে শ্রীনগর উপজেলার সমষপুর এলাকার এক্সপ্রেসওয়েতে কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে বরিশাল এক্সপ্রেস নামের যাত্রীবাহী একটি বাসের ছাদ উড়ে যায়। এরপরও না থামিয়ে ওই অবস্থায় অন্তত পাঁচ কিলোমিটার পথ চালিয়ে নিয়ে যান চালক। পরে যাত্রীদের চিৎকার ও এলাকাবাসীর রোষে পড়ে গাড়ি থামিয়ে পালিয়ে যান চালক শহীদুল
১ ঘণ্টা আগেগোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শৈলদহ নদীতে সড়ক ভেঙে পড়ায় চরম ভোগান্তিতে পড়েছেন অন্তত ১০ গ্রামের মানুষ। সড়কটি ভেঙে যাওয়ায় তাদের প্রায় ১৫ কিলোমিটার ঘুরে যাতায়াত করতে হচ্ছে। গত ৩০ এপ্রিল সকালে টুঙ্গিপাড়া উপজেলার ডুমরিয়া ইউনিয়নের চিতলিয়া এলাকায় সড়কে ফাটল দেখা দেয়।
১ ঘণ্টা আগে