ভোলা প্রতিনিধি
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় প্রতারণা মামলায় গ্রেপ্তার হয়েছেন ঝুমুরা বেগম (২২) নামের এক নারী। আজ বুধবার সকালে ভোলার আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে গতকাল মঙ্গলবার রাত ১২টার দিকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন ফকির এ তথ্য নিশ্চিত করেন।
ঝুমুরা বেগম উপজেলার সাচড়া ইউনিয়নের বাথানবাড়ি গ্রামের আব্দুর রশিদ কাজীর মেয়ে।
মামলায় বাদী স্বামী আল-আমিন মৃধা আজকের পত্রিকাকে জানান, চাকরির জন্য তাঁর মোহাম্মদপুরের কাদেরাবাদ হাউজিংয়ের অফিসে যান ঝুমুরা। পরে তাঁকে চাকরি দেন মৃধা। তাঁর অফিসে চাকরিরত অবস্থায় ঝুমুরা বেগম মৃধাকে প্রেম ও বিয়ের প্রস্তাব দেন। ওই প্রস্তাবে রাজি না হওয়ায় তিনি মৃধাকে মিথ্যা মামলায় জড়ানোরও হুমকি দেন এবং তাঁর কাছ থেকে ৫ লাখ টাকা দাবি করেন। দাবিকৃত টাকা না দেওয়ায় ঝুমুরা ঢাকার মোহাম্মদপুর থানায় তাঁর নামে নারী ও শিশু নির্যাতন আইনে মিথ্যা মামলা দায়ের করেন। বিষয়টি ঝুমুরার বাবাকে জানানো হলে তাঁর বাবা মীমাংসার কথা বলে তাঁকে উপজেলার দরুন বাজারে আসতে বলেন। পরে সেখানে দুর্বৃত্তদের দিয়ে জোরপূর্বক কাবিননামায় স্বাক্ষর নেন তাঁরা।
আল-আমিন আরও জানান, ওই সময় ঝুমুরা বেগম কেরানি গঞ্জের জুবায়ের আলম নামের এক যুবকের বিবাহিতা স্ত্রী ও ৫ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। বিষয়টি এলাকায় জানাজানি হলে স্থানীয়ভাবে একাধিকবার আপস মীমাংসার চেষ্টা করেন। কিন্তু কোনো সুরাহা না হওয়ায় গত ১৩ জুন ঝুমুরার বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে প্রতারণা ও জালিয়াতির মামলা দায়ের করেন তিনি। মামলা দায়েরের পর গত ১৯ জুলাই আদালতে হাজিরার তারিখ দেওয়া হয়। কিন্তু সেই তারিখে হাজির না হওয়া আদালত তাঁর নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে ভোলার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় প্রতারণা মামলায় গ্রেপ্তার হয়েছেন ঝুমুরা বেগম (২২) নামের এক নারী। আজ বুধবার সকালে ভোলার আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে গতকাল মঙ্গলবার রাত ১২টার দিকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন ফকির এ তথ্য নিশ্চিত করেন।
ঝুমুরা বেগম উপজেলার সাচড়া ইউনিয়নের বাথানবাড়ি গ্রামের আব্দুর রশিদ কাজীর মেয়ে।
মামলায় বাদী স্বামী আল-আমিন মৃধা আজকের পত্রিকাকে জানান, চাকরির জন্য তাঁর মোহাম্মদপুরের কাদেরাবাদ হাউজিংয়ের অফিসে যান ঝুমুরা। পরে তাঁকে চাকরি দেন মৃধা। তাঁর অফিসে চাকরিরত অবস্থায় ঝুমুরা বেগম মৃধাকে প্রেম ও বিয়ের প্রস্তাব দেন। ওই প্রস্তাবে রাজি না হওয়ায় তিনি মৃধাকে মিথ্যা মামলায় জড়ানোরও হুমকি দেন এবং তাঁর কাছ থেকে ৫ লাখ টাকা দাবি করেন। দাবিকৃত টাকা না দেওয়ায় ঝুমুরা ঢাকার মোহাম্মদপুর থানায় তাঁর নামে নারী ও শিশু নির্যাতন আইনে মিথ্যা মামলা দায়ের করেন। বিষয়টি ঝুমুরার বাবাকে জানানো হলে তাঁর বাবা মীমাংসার কথা বলে তাঁকে উপজেলার দরুন বাজারে আসতে বলেন। পরে সেখানে দুর্বৃত্তদের দিয়ে জোরপূর্বক কাবিননামায় স্বাক্ষর নেন তাঁরা।
আল-আমিন আরও জানান, ওই সময় ঝুমুরা বেগম কেরানি গঞ্জের জুবায়ের আলম নামের এক যুবকের বিবাহিতা স্ত্রী ও ৫ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। বিষয়টি এলাকায় জানাজানি হলে স্থানীয়ভাবে একাধিকবার আপস মীমাংসার চেষ্টা করেন। কিন্তু কোনো সুরাহা না হওয়ায় গত ১৩ জুন ঝুমুরার বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে প্রতারণা ও জালিয়াতির মামলা দায়ের করেন তিনি। মামলা দায়েরের পর গত ১৯ জুলাই আদালতে হাজিরার তারিখ দেওয়া হয়। কিন্তু সেই তারিখে হাজির না হওয়া আদালত তাঁর নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে ভোলার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
নেত্রকোনার মোহনগঞ্জে ভিক্ষুক পুনর্বাসন প্রকল্পসহ দুস্থদের প্রায় ৩৪ লাখ টাকা নিয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোজাম্মেল হক উধাও হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া তিনি নানা অজুহাতে সহকর্মীদের কাছ থেকে কয়েক লাখ টাকা ঋণ নিয়েছেন। সমাজসেবা কার্যালয় সূত্রে জানা গেছে, মোজাম্মেল ২৮ জুলাই থেকে কর্মক্ষেত্রে
২ মিনিট আগেযশোরের ঝিকরগাছা উপজেলায় এক নারীকে দলবদ্ধ ধর্ষণের মামলায় ছাত্রদলের বহিষ্কৃত দুই নেতাসহ চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) জমা দিয়েছে পুলিশ। মামলার তদন্ত শেষে আজ বৃহস্পতিবার যশোর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই চার্জশিট জমা দেন তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক আবু সাঈদ।
৬ মিনিট আগেসিলেটের জকিগঞ্জে স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় শাকের আহমদ (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আজ বৃহস্পতিবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন র্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কে এম শহিদুল ইসলাম সোহাগ।
১৮ মিনিট আগেযশোরের ঝিকরগাছা থানার দুই পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। দোকান থেকে ভারতীয় চোরাই মোবাইল ফোন জব্দের পর অভিযুক্ত ব্যক্তিকে আর্থিক সুবিধা নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগে তাঁদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। প্রত্যাহার হওয়া কর্মকর্তারা হলেন ঝিকরগাছা থানার উপপরিদর্শক
২৮ মিনিট আগে